ভালো লাগার মত ভিন্ন ধরনের সাতটি আলোকচিত্র।
সবাই কেমন আছেন??
আমি@samhunnahar।
আশা করি সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রতি সপ্তায় একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি। সেই ধারাবাহিকতায় আজও আপনাদের সাথে ফুল ও প্রকৃতি নিয়ে কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। ইদানিং অনেক ভালো লাগে ফটোগ্রাফি করতে এবং আপনাদের সাথে শেয়ার করতেও বেশ আনন্দ পাই। কারণ আপনারা এত সাপোর্ট করেন সত্যিই বলার মতো না।
এত বেশি অনুপ্রেরণা দেন যে কোন বিষয়ে তাই কাজের প্রতি আরো বেশি আগ্রহ বেড়ে যায়। আমাদের বাংলাদেশের প্রকৃতি খুবই সুন্দর। চারদিকে সবুজ গাছ-গাছালি। সবুজে সমারোহ এবং বিভিন্ন ধরনের ফুলের দৃশ্য বেশ মনোমুগ্ধকর। এমন ফটোগ্রাফি নিতে অনেক ভালো লাগে। আগে ফটোগ্রাফি তেমন করতে পারতাম না তেমন অভিজ্ঞতা ছিল না। কিন্তু আমার বাংলা ব্লগের সবার সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে অনেক বেশি আগ্রহ বেড়ে গেছে এবং ফটোগ্রাফি করতে করতে কিছুটা হলে ও সুন্দর হচ্ছে। তাই প্রতিনিয়ত প্রচেষ্টায় আছি যাতে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আপনাদের সাথে ভাগ করে নিতে পারি। চলুন তাহলে শেয়ার করা যাক আমার আজকের কিছু ফুলের এবং প্রকৃতির রেনডম ফটোগ্রাফি।
"আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি"
ময়ূর পাখি
ময়ূর আমার দেখতে ভীষণ ভালো লাগে। ময়ূরের এতো সুন্দর পালক গুলো দেখতে অনেক সুন্দর। ময়ূর এমন এক প্রাণী ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আমি তার ব্যতিক্রম নয়। সেই দিন যখন বাংলাদেশ চিড়িয়াখানায় যায় বাচ্চাদের নিয়ে এমন সুন্দর ময়ূরের সন্ধান পায়। বাচ্চারা তো অনেক খুশি ময়ূর দেখে সাথে অনেক গুলো ফটোগ্রাফি করি। আজ ভাবলাম সেখান থেকে একটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করি।
রঙ্গন ফুল
রঙ্গন ফুল আমার দেখতে অনেক ভালো লাগে। আমি প্রায় সময়ই রঙ্গন ফুলের ফটোগ্রাফি শেয়ার করে থাকি। যখন যেখানে রঙ্গন ফুল দেখি তখনই আমি ফটোগ্রাফি নিয়ে নিই। এই ফুলের ফটোগ্রাফিও আমি এক জায়গা থেকে সংগ্রহ করেছি। দেখতে অসাধারণ ছিল ফুলগুলো চোখ ফেরানো যায় না এমন সুন্দর। অনেক বড় ছিল এই গাছ টি ছেঁটে দিয়ে খুব সুন্দর করে দিছে। অনেক ফুলে এই গাছটির মধ্যে।
পাতা বাহার
পাতাবাহার গাছগুলো অনেক ভালো লাগে দেখতে। অনেক ধরনের পাতাবাহারের গাছ আছে তবে প্রত্যেকটি আলাদা আলাদা সুন্দর বিরাজ করে। এই পাতাবাহার গাছটিও দেখতে অনেক সুন্দর ছিল। এখন যে অনেক বড় গাছটি দেখতেছি এই গাছগুলো প্রতিনিয়ত কেটে দেওয়া হয় যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে। অনেক সুন্দর করে আগাছাগুলো ছেঁটে দিয়ে রাখে দেখতে অনেক ভালো লাগে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসার পর অনেক ধরনের পাতা বাহারের গাছ দেখেছি । এই ধরনের সুন্দর সুন্দর পাতাবাহার গাছের দৃশ্যগুলো ফটোগ্রাফি করে ক্যামেরাবন্দী করে রাখতে অনেক ভালো লাগে।
নাম অজানা
এই উদ্ভিদ দেখতে অনেক ভালো লাগে সাইজে অনেক বড় আকৃতির হয়। এই গাছগুলো অনেক ছড়িয়ে গোলাকারের হয়ে থাকে। প্রতিনিয়ত আগাছা পরিষ্কার করে দেয় পাতাগুলো ছেঁটে দেই তাই দেখতে অনেক সুন্দর লাগে। অবশ্যই এটার নাম আমি জানিনা কিন্তু সার্চ দিলে জানতে পারব। সার্চ দিলে যে সাইন্টিস্ট নাম গুলো আসে একটু কঠিন লাগে। এই ধরনের উদ্ভিদ প্রায় সময় বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এবং যেকোনো বাগানের মধ্যে দেখা যায়।
মধু ফুল বা মাইক ফুল
এই মিক্স কালারের ফুলকে আমরা আমাদের লোকাল ভাষায় মধু ফুল অথবা মাইক ফুল নামে চিনি। এই ফুল আমার এত সুন্দর লাগে সত্যি ফুলটা অনেক ভাল লাগছিল। আমার বাড়িতে এই ফুলের একটি গাছ ছিল সারা বছর ফুল ফুটে এই গাছে। ফুলের বাগানে এই ধরনের ফুল আমি দেখতে পাই। এই ফুলের ও বিভিন্ন কালার আছে। বিভিন্ন জায়গায় অনেক সুন্দর করে এমন সুন্দর ফুল গাছ গুলো দেখা যায়। দেখতে ভীষণ সুন্দর লাগে আমার কাছে মধু ফুল বা মাইক ফুল। তাই আমি ফুল দেখলেই ফটোগ্রাফি নিয়ে রেখে দিই।
গাঁদা ফুলের বাগান
একদিকে ফুলের বাগান অন্যদিকে এত সুন্দর করে রেস্টুরেন্ট আকারে সাজিয়ে রাখা হয়েছে। এমন পরিবেশে সত্যিই অনেক ভালো লাগে। এমন জায়গায় যদি বিকেল বেলায় বসে নাস্তা করা যায় তাহলে মনটা একদম ফুরফুর হয়ে যাবে। আমি তো রীতিমত অবাক এই দৃশ্য দেখে এই এরিয়াতে আমি প্রায় সময় যাই সময় কাটাতে অনেক ভালো লাগে। একদিকে বাচ্চারা খেলাধুলা করতে পারে অন্যদিকে বসে নিরিবিলি সময় কাটানো যায়। ফুলের বাগানের পাশে বসে নাস্তা খাওয়া যায় অনেক সুন্দর মনোরম পরিবেশ।
রঙ্গন ফুল
এটা ও রঙ্গন ফুলের আরেকটি দৃশ্য। এই লাল কালারের রঙ্গন ফুল আমার অনেক ভালো লাগে। রঙ্গন ফুলেরই ইদানিং বেশ অনেক গুলো কালার দেখতে পেয়েছি। তার মধ্যে এই লাল রংয়ের রঙ্গন ফুল আমার কাছে অসাধারণ লাগে। আমার বাড়িতেও বেশ বড় ধরনের একটি রঙ্গন ফুলের গাছ আছে একদম টকটকে লাল ফুলগুলো। আমরা কম বেশি সবাই তো ফুলকে অনেক ভালবেসে থাকি। এই ভালোবাসা এবং ভালো লাগা থেকে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে।
আজ এই পর্যন্ত বন্ধুরা আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমার ভাল লাগতেছে। |
---|
ক্যামেরার বিবরণ
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
লোকেশন | w3w |
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি ভালো লাগার মত ছিল। তবে এর মধ্যে থেকে প্রথম রঙ্গন ফটোগ্রাফিটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। তবে বাকি ফটোগ্রাফি গুলো খারাপ ছিল না। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রঙ্গন ফুল আমারও প্রিয় একটি ফুল ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে আমার রঙ্গন ফুল আপনার ভালো লাগার জন্য।
সবারই মনে হয় একই অবস্থা এই ব্লগে জয়েন করার পর থেকে ফটোগ্রাফি শিখে গিয়েছে। আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে। নাম না জানা গাছটি খুব চমৎকার লাগছে। এই গাছটা আমার কাছে খুব ভালো লাগে। তাছাড়া গাঁদা ফুল গাছগুলোতে ফুল ফুটলে আরো বেশি চমৎকার লাগত। অনেকদিন পর মাইক ফুল দেখলাম। সবগুলো ফুলের ফটোগ্রাফি আপনি খুব নিখুঁতভাবে করেছেন জন্যই সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপু।
আপু আগে আসলে ফটোগ্রাফি কিভাবে করতে হয় তার কোন ধারণা ছিল না আমার বাংলা ব্লগে এসে অনেক ধারনা পেয়েছি অনেক কিছুতে।
আপু আপনার সবগুলি ফটোগ্রাফি গুলো সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ময়ূরের ফটোগ্রাফি টা, গাঁদা ফুলের বাগান,মাইক ফুল, রঙ্গন ফুল, নাম না-জানা ফুলের ফটোগ্রাফি সত্যি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।
অনেক ভালো লেগেছে ভাই আপনার সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য পেয়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সত্যি বলতে আমার বাংলা ব্লগে কাজ করার পর থেকেই আমার ছবি তোলার প্রতি ঝোঁক বেড়েছে। আগে প্রয়োজন ছাড়া তেমন ছবি তুলিনি, এখন এটা নেশার মতো কাজ করে।
আপনি আজ চমৎকার কিছু ছবি আমাদের উপহার দিয়েছেন। ময়ূর এবং মাইক ফুলের ছবিটি জাষ্ট অসাধারণ লেগেছে আমার কাছে।
ধন্যবাদ আপু চমৎকার বর্ননার মাধ্যমে চমৎকার ছবিগুলো ভাগ করে নেয়ার জন্য।
ঠিক বলছেন ভাইয়া যেটা পাই সেটা খুব সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করি। এমন সুন্দর সুন্দর মন্তব্য পেলে কাজ করতে আরও অনেক ভালো লাগে।
সত্যিই ভালো লাগার মত ভিন্ন ধরনের সাতটি আলোকচিত্র শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি ই আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের উপহার দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
চেষ্টা করি আপু ভিন্ন কিছু ফটোগ্রাফি শেয়ার করে আপনাদেরকে সামান্য কিছু বিনোদন দেওয়ার তাতে মনে অনেক প্রশান্তি মেলে।
আপু, একটা সময় ছিল যখন বাইরে গেলে শুধু নিজের ফটোগ্রাফি করাতেই বেশি ব্যস্ত ছিলাম। কিন্তু যখন থেকে আমার বাংলা ব্লগে কাজ শুরু করেছি তখন থেকেই বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করাতে ব্যস্ত হয়ে গেছি। যেখানেই যা ভালো লাগে তাই ফটোগ্রাফির মাধ্যমে আমার বাংলা ব্লগে সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। যাইহোক আপু, আজ আপনি ভালো লাগার মত ভিন্ন ধরনের সাতটি আলোকচিত্র উপস্থাপন করেছেন এবং সুন্দর বর্ণনা করেছেন, যা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগার ভিন্ন ধরনের সাতটি আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ঠিক বলছেন ভাইয়া আগে শুধু নিজেদের ফটোগ্রাফি গুলো করার চেষ্টা করতাম। কিন্তু এখন যেটাই পাই না কেন সুন্দর করে ফটোগ্রাফি নেওয়ার চেষ্টা করি এবং আপনাদের মাঝে উপস্থিত হয় সেগুলো শেয়ার করার।
আসলে সত্যি বলতে কি বাংলাদেশ প্রকৃতি নিয়ে কিছু বলার নেই ৷ যা প্রতিনিয়ত আমরা দেখছি উপভোক করছি ৷ আর যাই বলেন আপনার করা ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল ৷ ময়ূর এক গুচ্ছরঙ্গন ফুল৷ সব মিলে প্রতিটি ফটো অসাধারণ ছিল ৷ অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর করে ফটোগ্রাফ শেয়ার করার জন্য ৷
ঠিক বলছেন আমাদের বাংলাদেশের প্রকৃতি এমনই যে দিকে তাকায় না কেন সবুজে সমারোহ এবং রংবেরঙের ফুল দেখতে অনেক ভালো লাগে।
আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করেছেন দেখি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে মাইক ফুলটা আমার অতি প্রিয়। আমার কাছে ঐ ফুলের ফটোগ্রাফি অনেকগুলো রয়েছে। তবে চেষ্টা করবো খুব শীঘ্রই আপনাদের মাঝে তুলে ধরার জন্য।
একসময় আমার গ্রামের বাড়িতে অনেক বড় একটি মাইক ফুলের গাছ ছিল। বারো মাস ফুল দিয়ে থাকতে গাছটিতে।