গান কভার- “কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি”- Covered by @Samhunnahar.
আসসালামু আলাইকুম
গানের কিছু তথ্য
গান-- | “কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি” | |
---|---|---|
শিল্পী- | পঙ্কজ উদাস | |
ছায়াছবি | ---- | |
সুরকার | --- |
গানটি শুনতে এখানে ক্লিক করুন
[গানের কথা]
কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি
কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে
কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি
কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে---২
তুমি আমার জীবনে ফোটা ফুল
ভালোবেসে করেছ আকুল
তুমি আমার জীবনে ফোটা ফুল
ভালোবেসে করেছ আকুল
কত পথ চলেছি, কত সুখে ভেসেছি
কত তরী বেয়েছি আমি তোমায় নিয়ে
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে
কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি
কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে
শুধু তোমার ঐ হৃদয় ছায়ায়
অনুরাগে, ভাবে ভাসায়
শুধু তোমার ঐ হৃদয় ছায়ায়
অনুরাগে, ভাবে ভাসায়
কত কাছে এসেছি, কত চেয়ে থেকেছি
কত মগ্ন রয়েছি আমি তোমায় নিয়ে
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে
কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি
কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে
তুমি আমার বুকে ঝরনা হয়ে
সব ব্যথা দিয়েছ ধুয়ে
তুমি আমার বুকে ঝরনা হয়ে
সব ব্যথা দিয়েছ ধুয়ে
কত ভুল করেছি, কত দুঃখ সয়েছি
কত মালা গেঁথেছি আমি তোমায় নিয়ে
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে
কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি
কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে
সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে
সোর্স
সমাপ্তি-@samhunnahar
আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করি পছন্দের গান কভার করে শেয়ার করার। আপনারা সব সময় অনেক উৎসাহ দেন অনেক ভাল লাগে। তাই বার বার পছন্দের গান কভার নিয়ে হাজির হয়ে যায় বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন পরিবারকে নিয়ে। |
---|
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
আপনার সুস্থতা কামনা করছিম আপনি অসুস্থতার মধ্যেও খুবই সুন্দর একটি গান কভার করেছেন। গানটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো।
গানটি শোনার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি আজকে চমৎকার একটি গান কভার শেয়ার করেছেন। আসলে আপনি বরাবরই চমৎকার গান কভার করে থাকেন। তাছাড়া গান গান শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এতো সুন্দর একটি গান আপনার কন্ঠে শুনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ চমৎকার ভাবে পুরো গানটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনারা এত বেশি উৎসাহ দেন বারবার গান কভার শেয়ার করতে ভালো লাগে।
জনপ্রিয় শিল্পী পঙ্কজ উদাসের জনপ্রিয় একটি গান একটি কভার করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো আপু। এই গানটি আমার অনেক অনেক পছন্দের এই গানটি আমি প্রায় রাতে শুয়ে থাকি। আসলে এই ধরনের জনপ্রিয় ও নিরিবিলি গানগুলো কখনো পুরনো হয় না। ধন্যবাদ এমন সুন্দর একটি গান কভার করার জন্য।
একদম সঠিক কথা আপু এ ধরনের গান গুলো কখনো জনপ্রিয়তা হারায় না।
আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি গান কভার করেছেন বেশ ভালো লাগলো আপনার গানটি পড়তে। এই ধরনের গান এর আগে শুনিনি কিন্তু গানটি বেশ ভাল ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।
যেহেতু আগে শোনেননি আজকে শুনেছেন খুশি হলাম।
এরকম সুন্দর সুন্দর গানগুলো শুনতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে এই গানটার কভার করেছেন। এরকম সুন্দর সুন্দর গানগুলো শুনলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আপনি আজকে যে গানটার কভার করেছেন, এটা আমার কয়েকবার শোনা হয়েছে। তবে আমার কাছে খালি গলায় শুনতেই বেশি ভালো লেগেছে এই গানটা। আশা করছি পরবর্তীতেও এরকম সুন্দর গানের গভার আপনি আমাদের মাঝে শেয়ার করবেন।
কিছু কিছু গান আছে খালি গলায় শুনতে অনেক ভালো লাগে। তবে আপনাকে অনেক ধন্যবাদ উৎসাহিত করলেন আমাকে।
আপু আপনি আপনার অসুস্থতার মাঝেও চমৎকার একটি গান পরিবেশন করেছেন দেখে খুবই ভালো লেগেছে। আপনার গানের গলা খুবই ভালো। আর আপনার মিষ্টি কন্ঠে এই গান শুনে অনেক ভালো লেগেছে। চমৎকার হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি গান পরিবেশন করার জন্য।
বেশ ভালো লাগলো আপনার থেকে এতো সুন্দর প্রশংসা পেয়ে। সত্যিই অনেক বেশি অনুপ্রেরণা জাগে আপনারা এভাবে যদি মতামতের মাধ্যমে উৎসাহিত করেন।
আপনার শারীরিক অসুস্থতার কথা জেনে খুবই খারাপ লাগলো আপু। প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। বেশ ভালো লাগলো আপনার কন্ঠে আজকে এই গানটা শুনতে। আপনার কন্ঠে গানগুলো শুনতে বরাবরই ভালো লাগে। অনেকদিন পর এই গানটা শুনলাম। বেশ ভালো লাগলো গানটা শুনে। ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ আপু মূল্যবান সময় দিয়ে গানটি শুনলেন।
https://x.com/nahar_hera/status/1811010015651930230?t=DnRSIMQ1xjh0aWfDp0wgzw&s=19
আপনি খুব সুন্দর গান করেন,যেটা আপনার গানের কভার পোস্ট গুলোতে দেখতে পাই।আজকের গানটি বেশ জনপ্রিয় ছিল।আর আপনার কণ্ঠে ভালো লেগেছে গানটি।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ আপু খুশি হলাম।