বৈশাখী মেলাই একদিন।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভ দুপুর প্রিয় আমার বাংলা ব্লগ পরিবার।

বন্ধুরা সবাই কেমন আছেন?

mela11.jpeg

আজকে সাপ্তাহিক হ্যাংআউটের দিন। সবাই বৃহস্পতিবারে হ্যাংআউটের জন্য অনেক বেশি অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন অনেক সুন্দর সুন্দর তথ্য জানতে পারি বেশ ভালোই লাগে। আজ সকাল সকাল পোস্ট নিয়ে হাজির হলাম কারণ একটু ব্যস্ততা আছে তাই ভাবলাম পোস্টা টা একটু সেরে নিয়ে বের হব। কারণ বেশ কিছু কাজ হাতে জমা আছে সেগুলো করে নিতে হবে। আজ আমি যে পোস্ট আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে একটি লাইফ স্টাইল পোস্ট। যেহেতু প্রতি সপ্তায় একটি করে লাইফ স্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করি তাই আজও চলে আসছি নতুন একটি পোস্ট নিয়ে।

mela.jpeg

mela1.jpeg

গত কয়েকদিন আগে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম বৈশাখী মেলার। বেশ ছাড়া পেয়েছিলাম আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর মতামত পেয়েছিলাম। তো আমি আজকে সেই বিষয়ে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব আশা করি ভালো লাগবে। আমরা যেহেতু বাঙালি আমাদের কিছু ঐতিহ্য আছে যা সবার জানা আছে। তার মধ্যে সবচেয়ে একটি মজার বিষয় হলো বৈশাখী মেলা। যেটা আমাদের সবার বাঙালির কাছে খুবই জনপ্রিয়। যখন আমরা ছোট ছিলাম এই বৈশাখী মেলা খুব বেশি উপভোগ করতাম গ্রামে। গ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেন কখন বৈশাখ মাস আসবে এবং বৈশাখী মেলা উপভোগ করবে। তবে খুবই দুঃখের বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে এই বৈশাখী মেলা ও হারিয়ে যাচ্ছে দিন দিন।

mela2.jpeg

mela4.jpeg

এখন আর তেমন বৈশাখী মেলা হয় না বললেই চলে। আর যেহেতু আমাদের দেশে কিছুটা হলেও উন্নয়নের ছোঁয়া লেগেছে তাই মানুষ এখন আর সহজে গ্রামে থাকতে চায় না। পড়ালেখার জন্য কিংবা জীবিকার তাগিদে মানুষ সুযোগ পেলে শহরে ছুটে আসে। তাই গ্রামের যে কোনো উৎসবের প্রতি তেমন আর আকর্ষণ থাকে না। কিন্তু যারা গ্রামে আছে তারা তো এসব আনন্দ উপভোগ করতে পারে তাই না। আমার কাছে বেশ ভালো লাগে বৈশাখী মেলা। এক সময় গ্রামে খুব বেশি উপভোগ করেছি বৈশাখী মেলা। শহরে থাকার কারণে সে বৈশাখী মেলায় আর যাওয়া হয় না আর তেমন দেখা যায় না। এই শহরের যান্ত্রিকতার মধ্যে যেসব বাচ্চারা বড় হচ্ছে তারাও বৈশাখী মেলা সম্পর্কে তেমন বেশি অবগত না। তবে কিছু দিন আগে আমাদের কক্সবাজার শহরের স্টেডিয়ামে ডিসি সাহেবের বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। এই বৈশাখী মেলা প্রতি বছরই খুব সুন্দর করে বড় আকারে আয়োজন করা হয়।

mela5.jpeg

mela6.jpeg

mela7.jpeg

সেখানে শহরের সব মানুষ অংশগ্রহণ করেন। শহরের সব মানুষ বৈশাখী মেলায় এসে ভালো মন্দ উপভোগ করেন। সেদিন আমরাও গিয়েছিলাম বৈশাখী মেলা দেখার জন্য বাচ্চাদেরকে নিয়ে। সত্যি কথা বলতে স্টেডিয়ামের গ্যালারিতে বসে বৈশাখী মেলা আনন্দ উপভোগ করার মজাই আলাদা। শহরের সব মানুষ ছিল মনে হয় বৈশাখী মেলায় এত মানুষ জন ছিল আমার মনে হয়েছিল পুরো শহর খালি হয়ে গেছিল। এখানে বিশেষ করে শুধু কুস্তি খেলার আয়োজন করা হয়। কিন্তু অন্যান্য খেলার আয়োজন করা হয় না তেমন। তবে গ্রামে হলে তো বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়া ও বিভিন্ন দোকান বসে এবং বিভিন্ন নাস্তা পানির দোকানও বসে সুন্দর ও হয় এবং ভালো লাগে। এই ডিসি সাহেবের বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছিল দুই দিন ব্যাপি।

mela8.jpeg

mela9.jpeg

mela10.jpeg

বেশ ভালোই উপভোগ করেছি আমরা আর বাচ্চারা অনেক কিছু জানতে পেরেছে বৈশাখী মেলা সম্পর্কে। আমারও বাচ্চাদের সাথে দেখতেই ভালোই লেগেছে বৈশাখী মেলা। মেলা সম্পর্কে বাচ্চারা অনেক কিছু জানতে পেরেছে। কুস্তি খেলা কি জিনিস তাদের জানা ছিল না তবে টিভিতে যা দেখে ততটুকু। মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে এভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করলে যে কোন কিছু সম্পর্কে জানতে পারবে।। জানতে পারবে দেশের ঐতিহ্য সম্পর্কে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার আজকের ব্লগটি সময় দিয়ে পড়ার জন্য। আজ এখানে সমাপ্তি করছি আমার লেখা এখানে শেষ করছি।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
লোকেশনবীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিলাইফস্টাইল


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 2 years ago 

বৈশাখী মেলায় খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে মেলা যেতে আমাদের খুবই ভালো লাগে। মেলা থেকে কিছু কিনতে পারি বা, না পারি মেলায় ঘুরে দেখতে কি যে অনুভূতি মনের মধ্যে কাজ করে তা আসলে বলে বুঝানো যাবে না। কুস্তি খেলা প্রদর্শন দেখে বাচ্চারা খুবই আনন্দ উপভোগ করেছে। কুস্তি খেলা দেখার জন্য অনেক লোকের সমাগম হয়েছে। মেলাতে আপনি মুহূর্ত গুলো সুন্দরভাবে উপভোগ করতে পেরেছেন যেন ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলছেন ভাইয়া ছোটবেলায় অনেক বেশি মেলায় ঘোরাঘুরি করতাম তবে এখনো অনেক ভালো লাগে যেতে সময় সুযোগ হলে যাওয়ার সুযোগ থাকলে চলে যায়।

 2 years ago 

বৈশাখী মেলা আমাদের দেশের জন্য একটি ঐতিহ্যবাহী মেলা। বৈশাখী মেলায় ভ্রমণ করার মধ্য দিয়ে নিশ্চয় আপনার মেয়েরা আমাদের দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। আর বৈশাখী মেলায় এরকম কুস্তি খেলা উপভোগ করার মজাই আলাদা। বৈশাখী মেলা উপভোগ করে চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মেলা বললে বেশ ভালো লাগে বিশেষ করে বৈশাখী মেলার প্রতি অনেক বেশি টান আমার।

 2 years ago 

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 92220.01
ETH 2499.94
USDT 1.00
SBD 0.68