টার্গেট ডিসেম্বর সিজন -৫|| ১০ স্টিম পাওয়ার আপ।
আমার বাংলা ব্লগ পরিবারের
সবাই কেমন আছেন আমার বাংলা ব্লগ পরিবার। আশা করি সকলেই ভাল আছেন। বন্ধুরা আজকে পাওয়ার আপ নিয়ে হাজির হয়েছি। বছরের শুরুতে নতুন একটি টার্গেট নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। যদিও আমি ডিসেম্বর সিজন-৪ টার্গেট নিছিলাম ১০ হাজার এসপি করার তবে তা সম্ভব হয়নি। পাওয়ার আপ আর কিছু করলে ১০ হাজার এসপি পাওয়ার আপ পূরণ হবে ইনশাল্লাহ। ডিসেম্বর সিজন-৫ এ আমার নতুন টার্গেট হবে ১৫ হাজার এসপি। দেখি করা যায় আশা করি সফল হবো। আশা করি ছোট ছোট পাওয়ার আপ হলেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব। কমিউনিটি তে ভালো ভাবে কাজ করার জন্য এবং সফলতার সাথে কাজ করার জন্য পাওয়ার আপের কোন বিকল্প নেই। পাওয়ার আপ মানে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি মানে নিজের কাজের অগ্রগতি বৃদ্ধি করা। তাই আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করার মাধ্যমে আমার একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে আমার প্রতিনিয়ত প্রচেষ্টা।
কমিউনিটিতে সবার পাওয়ার আপ দেখে অনেক ভাল লাগে। আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করার চেষ্টা করবো। পাওয়ার আপ করতে আমারও অনেক ভালো লাগে এবং অন্য কেউ পাওয়ার আপ করেছে দেখলেও আমার অনেক বেশি উৎসাহ জাগে। তাই আমি নিজেও পাওয়ার আপ করার চেষ্টা করি।
তাহলে আমার আজকের পাওয়ার আপের ধাপ গুলো ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি
প্রথমে স্টিম ওয়ালেট ওপেন করে আমার ওয়ালেটের লিকুইড স্টিম দেখেছি কত পরিমাণ আছে-৭৪.১০১। সেই সাথে দেখে নিয়েছি আমার একাউন্টের স্টিম পাওয়ার কত পরিমাণ আছে-৯,৭১৬.২৭৪।
এই ধাপে আমার স্টিমিট একাউন্ট ওপেন করতে হবে। স্টিমিট আইডি এবং প্রাইভেট অ্যাক্টিভ কী দিয়ে ওপেন করেছি। ওপেন করে প্রথমে স্টিমিটের ড্রপ ডাউনে যাব। ড্রপডাউন মেনুতে ক্লিক করে পাওয়ার আপ এ ক্লিক করব।
পাওয়ার আপে ক্লিক করার পরে একটি ফর্ম চলে আসবে। পাওয়ার আপ কত পরিমাণ পাওয়ার আপ করব তা আমি এমাউন্টের ঘরে লিখে দিব। আমি ১০ স্টিম পাওয়ার আপ করব। তাই আমি এমাউন্টের ঘরে ১০ লিখে দিয়েছি।
এই ধাপে এসে পাওয়ার আপে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি কনফার্মেশন ফর্ম চলে আসবে। সবকিছু ঠিক আছে কিনা চেক করে নেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করে দেবো। সব কিছু ঠিক থাকলে ওকে দিব।
সাইন ইন করার পর একটি ইন্টারফেইজ আসবে। আর তাতে দেখা যাচ্ছে স্টিম লিকুইড এখন পাওয়ার আপ হয়ে গেছে। তাই স্টিম ওয়ালেটের লিকুইড স্টিম আর স্টিম পাওয়ার এর ভ্যালুও পরিবর্তন হয়ে গেছে।
আজকে পাওয়ার আপ করার পর আমার ওয়ালেটের অবস্থা |
---|
পূর্বের এসপি | ৯,৭১৬.২৭৪ এস পি |
---|---|
পাওয়ার আপ (SP) | ১০ স্টিম |
বর্তমান এসপি | ৯,৭২৬. ২৭৮ এসপি |
পাওয়ার আপের গুরুত্ব সত্যিই অসাধারণ।আপনি আজ ১০ স্টিম পাওয়ার আপ করে দারুণ এক ধাপ এগিয়েছেন। ধারাবাহিকভাবে এভাবে এগিয়ে গেলে লক্ষ্য অর্জন খুব সহজ হবে। আপনার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, শুভকামনা রইলো ধন্যবাদ আপু।
সুন্দর মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।
পাওয়ার আপের কোন বিকল্প নেই। তাই আমরা প্রতিনিয়ত পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখি। আজকে আপনি 10 স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে আপনার পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
ধন্যবাদ ভাইয়া অনুপ্রাণিত করার জন্য।
এ প্লাটফর্মে দীর্ঘদিন কাজ করে টিকে থাকার জন্য পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত ভাবে পাওয়ার আপ করে নিজের আইডি সব ক্ষমতা ধরে রাখা। আজ আপনি দশ সিস্টেম পাওয়ার আপ করার মাধ্যমে নিজের আইডি সক্ষমতা কিছুটা বাড়িয়ে নিলেন। আশা করছি, নিয়মিতভাবে পাওয়ার পরে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।
ঠিকই বুঝতে পারছেন আপু দীর্ঘমেয়াদি কাজ করার জন্য এই প্লাটফর্মে পাওয়ার আপের কোন বিকল্প নেই।
পাওয়ার আপ মানে সক্ষমতা বৃদ্ধি। আপনি ১০ স্টিম পাওয়ার আপ করে একধাপ এগিয়ে গেলে। খুব শীঘ্রই আপনার দশ হাজার স্টিম পাওয়ার পূর্ণ হয়ে যাবে।
আপনাকে অনেক ধন্যবাদ সহযোগিতা করার জন্য।
আমার ডেইলি টাস্ক
আপনি ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৯,৭২৬+ এসপি তে পৌঁছে গেলেন আপু। যত বেশি পাওয়ার আপ তত বেশি শক্তি অর্জন। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য ট্রিপল ডলফিন এই সিজনে অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।
দোয়া করবেন যাতে বেশি বেশি পাওয়ার আপ করে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারি।
https://x.com/heranahar148614/status/1891561797045342399?t=pWxpRcQKZamFelhwQFhj2A&s=19
আসলে আপু নিজের পাওয়ার বৃদ্ধির লক্ষ্যে এবং নিজেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্টিম পাওয়ার খুবই প্রয়োজন।স্টিমিট প্লাটফর্মে প্রতিনিয়ত কাজ করতে হলে, বা শক্ত একটি অবস্থান তৈরি করতে হলে, অবশ্যই স্টিম পাওয়ার এর প্রয়োজন আছে।ধন্যবাদ আপু ভালো থাকবেন।
হ্যাঁ আপু সক্ষমতা বৃদ্ধি করা খুবই জরুরী তাই কম বেশি পাওয়ার আপ করার চেষ্টা করি।
বেশ দারুন করে নিজের পাওয়ার আপ করার ধারাবাহিকতা আপনি ধরে রেখেছেন। এতে করে একটু একটু করে আগামীর পথে এগিয়ে যাচেছন। বেশ ভালো লাগলো আপনার ধারাবাহিকতা দেখে। শুভ কামনা রইল আপানার জন্য।
সুন্দর মতামতের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করলেন ধন্যবাদ।
আপনি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন, এটা দেখেই আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিনিয়ত এভাবে পাওয়ার আপ করা আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সব সময় এভাবে পাওয়ার আপ করার মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর এভাবে পাওয়ার আপ করার মাধ্যমে আপনার লক্ষ্যটা তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে।