ভিডিওগ্রাফিঃ- পড়ন্ত বিকেলে সমুদ্রের সুন্দর একটি ভিডিও।

in আমার বাংলা ব্লগ3 days ago

শুভ বিকেল সবাইকে,


আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটির সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা। আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো সময় অতিবাহিত করছি। দোয়া করবেন সব সময় আমার জন্য আমার পরিবারের জন্য যেন ভালো থাকতে পারি। আমিও আপনাদের জন্য প্রতিনিয়ত দোয়া করে যাচ্ছি যেন সব সময় পরিবারের সবাইকে নিয়ে সুস্থ ভাবে দিন যাপন করতে পরি। বন্ধুরা আজকে আবার হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ভিডিওগ্রাফি। আপনার অনেকেই জানেন আমি আগে প্রতি সপ্তাহে একটি করে ভিডিও শেয়ার করতাম।

Add a heading.jpg

যেহেতু এদিক-ওদিক বের হওয়া যেত সুন্দর কোন দৃশ্য দেখলে ভিডিও করে নিতে সুবিধা হয়। তবে ইদানিং অনেকদিন হলো তেমন কোথাও বের হওয়া যায় না। যদিও বের হয় খুব জরুরী প্রয়োজনে বের হওয়ার চেষ্টা করি। কিন্তু বের হলে এত বেশি ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি নেওয়া সম্ভব হয় না। প্রয়োজনীয় কাজটি করে খুব দ্রুত বাসায় চলে আসি। যখন আগে বের হয়েছিলাম তখন অনেক ভিডিও করেছিলাম ফোনের গ্যালারিতে। তবে কিছু কিছু ভিডিও শেয়ার করেছি। এমন কিছু কিছু ভিডিও ফোনের গ্যালারিতে জমা আছে। আসলে সময় স্বল্পতার কারণে কোন কিছুই করা হচ্ছে না। যা করি তা কম সময়ের মধ্যে যা করা যায় তা করার চেষ্টা করি। কি আর করার ব্লগিং একটি নেশায় পরিণত হয়ে গেছে। প্রতিনিয়ত আপনাদের সাথে যে কোন বিষয় শেয়ার করতে পারলে খুব ভালো লাগে।

r.jpg

তাই আমি চেষ্টা করেছি আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করে নেওয়ার। বেশ কিছুদিন হলো কোন ভিডিও শেয়ার করা হচ্ছে না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সমুদ্র সৈকতের একটি ভিডিও। পড়ন্ত বিকেলে নদীর পাড়ে কিম্বা সমুদ্র সৈকতে যেয়ে সময় কাটাতে পারলে খুব ভালো লাগে। কারণ সন্ধ্যার আগে পড়ন্ত বিকেলে বা নদীর পাড়ে খুব সুন্দর বিরাজ করে। বিশেষ করে যখন সূর্য হেলে দিয়ে অস্ত যাওয়া শুরু করে তখন থেকে প্রকৃতির মধ্যে যেন সৌন্দর্য বিরাজ করে ঝলমল করে। এই বিষয়গুলো আমার কাছে খুবই মনোমুগ্ধকর। কিন্তু কি আর করার সব সময় তো যাওয়া যায় না সংসারের ঝামেলায়। তাই যখন যায় তখন চেষ্টা করি এত সুন্দর মনোরম দৃশ্যের পরিবেশগুলো ভিডিও করে রাখার। তাছাড়া ফটোগ্রাফি তো সব সময় করতে থাকি।

r1.jpg

আমি আপনাদেরকে সমুদ্র পাড়ের পড়ন্ত বিকেলে কাটানো একটি ভিডিও শেয়ার করব। আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর একটি মুহূর্ত ছিল। চারপাশের পরিবেশ অসাধারণ ছিল দেখতে। সেই সুন্দর মুহূর্তটি আমি চেষ্টা করেছি ক্যামরায় বন্দি করে রাখার। আজকে যখন সময় সুযোগ পেয়েছি তখন আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়ে গেছি। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে আর দেরি না করে শুরু করে নেওয়া যাক ভিডিওটি দেখে আসি-

r2.jpg

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

বন্ধুরা আমার আজকের শেয়ার করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানালে অনেক ভালো লাগবে। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ভিডিওগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিবিকেলের সমুদ্রের দৃশ্যের একটি ভডিও
ভিডিও এডিটিং@samhunnahar
Location-ভিডিও লোকেশ- কক্সবাজার


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Banner_PUSS1.png

Sort:  
 3 days ago 
 3 days ago 

আপু সমুদ্র দেখতে আমার ভীষণ ভালো লাগে। সমুদ্রের কাছে তো সহজে যেতে চাইলে পারব না। তাই না হয় আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে সমুদ্রের এই অপূর্ব দৃশ্যটি দেখে নিলাম।আজ আপনার সমুদ্রের পড়ন্ত বিকেলে ভিডিওগ্রাফিটি চমৎকার লেগেছে। আপনি খুব সুন্দর করে বিকেলের অপূর্ব দৃশ্যটি আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 days ago 

আমার আজকের টাস্ক:-

1000005447.jpg

 3 days ago 

এই জাতীয় ভিডিও গুলো আমি খুবই পছন্দ করি। অনেক সুন্দর করে ভিডিও ধারণ করেছেন সমুদ্র সৈকতের। মাঝেমধ্যে যদি এমন পরিবেশে যাওয়া যায় তাহলে কতই না ভালো লাগে। ভিডিওটা দেখে মনে হল যেন আমি নিজে থেকে সুন্দর এই লোকেশন ক্যামেরাবন্দি করছিলাম। তবে গানের সাউন্ড টা দেখেন যেনো কপিরাইট ধরে না।

 3 days ago 

একদম ঠিক বলছেন ভাইয়া এই ধরনের জায়গায় যেতে পারলে ভালো লাগে।

 3 days ago 

সময়ের সাথে সাথে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসে আপু। বিশেষ করে সাংসারিক জীবনে একটা সময় অনেক ব্যস্ততা চলে আসে। যেমনটা এখন আপনার জীবনে হচ্ছে। তবে দোয়া রইলো এত ব্যস্ততা কাটিয়ে যেনো স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। যাই হোক সমুদ্র সৈকতের পড়ন্ত বিকেলের ভিডিওগ্রাফিটি দেখে রীতিমতো আমি মুগ্ধ হয়ে গেলাম। যদিওবা কিছুদিন পর কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। তার আগেই এরকম ভিডিও দেখে মন জুড়িয়ে গেলো। সত্যিই দুর্দান্ত ছিলো আপনার ভিডিওগ্রাফিটি।

 3 days ago 

একটা সময় কলেজ এবং পার্ট টাইম জব নিয়ে ব্যস্ত ছিলাম। সংসার শুরু করলাম ভালো জব পেলাম। যখন সংসারের ব্যস্ততা বেড়ে গেল জব ছেড়ে দিলাম। এভাবে আরো ব্যস্ততা বেড়ে যাচ্ছে দিন দিন।

 3 days ago 

আমারও একই অবস্থা হয়ে গেছে আপু। বাইরে কোথাও চলাচল হয়ে ওঠেনা। যতটুক ঘোরাঘুরি হয় নিজের এলাকার মধ্যেই। তবে যখন যে জিনিসটা দেখে ভালো লাগে তখন সেটাই ভিডিও করার চেষ্টা করি আমি। অনেক ভালো লাগলো আপনার চমৎকার এই ভিডিওটা।

 3 days ago 

হ্যাঁ আপু শারীরিক অবস্থা ব্যস্ততা সব মিলিয়ে বাইরে তেমন একটা বের হওয়া যায় না। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

পড়ন্ত বিকেলের অনেক সুন্দর ভিডিওগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। শীতের দিনে পড়ন্ত বিকেলে এই ধরনের সমুদ্র সৈকাতে ভ্রমণ করলে আসলেই বেশি ভালো লাগে। আর আপনি তো দেখছি বিশ্বের সবথেকে সুন্দর সমুদ্র সৈকত এর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 days ago 

পড়ন্ত বিকেলে যেয়ে সমুদ্র সৈকতে সময় কাটাতে পারলে খুবই ভালো লাগে। অনেক সুন্দর একটি জায়গা।

 17 hours ago 

পড়ন্ত বিকেলে সমুদ্রের পাড়ে এক অসাধারণ সৌন্দর্য দেখা যায়। পড়ন্ত বিকেলে সমুদ্রের পাড়ের ফটোগ্রাফি গুলো বেশ দারুণ করেছেন আপু। খুবই সুন্দর লাগল ভিডিও টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96567.37
ETH 2639.84
USDT 1.00
SBD 2.31