DIY- এসো নিজে করি ||আমার বাংলা ব্লগ|| By @salmanabir
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই।হাড়কাঁপানো এই শীতে মনে হচ্ছে যারা দেশ গ্রামে আমার মতো থাকেন তারা খুব বেশী একটা ভালো নাই।প্রচন্ড শীত তার মধ্য আবার হালকা বাতাস। শীত থেকে বাচতে হলে অনেক ভাড়ি পোশাক পরতে হবে।
আমার বাংলা ব্লগে এসে আমি নিত্য নতুন জ্ঞান নিতেছি। সুন্দর
সুন্দর গল্পে,রেসেপি,আর্ট,কবিতা ইত্যাদি প্রতিনিয়ত এই পোস্ট থেকে আমি অনেক কিছু শিখতেছি।দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে হবে।আমি বাংলা ব্লগের প্রেমে পরে গেছি, তাই প্রতিনিয়ত এখানে সময় দিচ্ছি সবার স্কিল দেখে আমি ও কিছু করার চেষ্টা করলাম।
আজকে আমি একটা আর্ট করার চেষ্টা করলাম , আমার লাইফের প্রথম আর্ট জানি না কেমন হলো আপনাদের মন্তব্য আমাকে জানিয়ে দেবে কেমন হলো
★আর্টের উপকরন
-সাদা পেপার
-পেন্সিল
-রাবার
-স্কেল
- নিম্নে ধাপ অনুযায়ী দেওয়া হলো
আমি @salmanabir অল্প কিছুদিন হলো বাংলা ব্লগের প্রেমে পরছি।ভালো মানুষের প্লাটফর্মে এসে আমি খুবই আনন্দিত সব মানুষগুলো সত্যিই অসাধারন। একে অপরের সহমর্মি, সবাই যে কোন সাহায্যের জন্য সবাই এগিয়ে আসে।
ধন্যবাদ সবাইকে
অনেক সুন্দর একটি স্কেচ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। পেন্সিল স্কেচ আমার অনেক ভালো লাগে। আপনার উপস্থাপনাও অনেক সুন্দর ছিলো ভাই।
ভাইয়া এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।ভালোবাসা রইল আপনার জন্য।
আপনার প্রচেষ্টা দেখে খুবই ভালো লাগলো। আসলে ভাইয়া অংকন চেষ্টা করার মাধ্যমেই সুন্দর হয়ে ওঠে। আপনি ধীরে ধীরে চেষ্টা করুন আরো সুন্দর হয়ে উঠবে। আপনার অংকনটি আমার সত্যিই খুবই ভালো লেগেছে এবং প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া আর আসলেই বাংলা ব্লগের প্রেমে আমরা সকলেই পড়ছি। এখানে নিজের সবকিছু শেয়ার করা যায়। এটা খুবই ভালো লাগে।
জ্বী ভাইয়া নিজের ভাষায় লিখতে পেরে আমি সত্যিই আনন্দিত।আপনাদের ভালোবাসা এভাবেই ছড়িয়ে পরুক সকলের তরে।
আপনার আর্টটা অনেক সুন্দর হয়েছে। ছোটবেলার কথা মনে পড়ে গেলো । অনেক ঘর বাড়ির ছবি এঁকেছি। ধন্যবাদ আপনাকে
সুন্দর মন্ত্যব করে পাশে থাকার জন্য আপ্নাকেও ধন্যবাদ ভাইয়া।
আপনার তৈরি করা ঘরের স্কেচটি এককথায় অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে স্কেচ টা তৈরী করার চেষ্টা করেছেন। স্কেচ টি তৈরি করার প্রতিটি ধাপ অনেক গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। টাইটেলে একটি ঘরের স্কেচ এটি লিখে দিলে অনেক ভালো হতো ধন্যবাদ ভাই অনেক সুন্দর পোস্ট ছিল
ধন্যবাদ প্রিয় ভাইজান, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।পরবর্তীতে ইনশাআল্লাহ টাইটেলে স্কেচ কথা লিখে দিব।
খুব সুন্দর ভাই আপনি বাড়িতে তৈরি করেছেন এবং আরো সুন্দর হয়েছে যে রুল, রাবার, স্কেল দিয়ে এত সুন্দর করে যে ঘর তৈরি করা যায় এই প্রথম আমি দেখলাম এবং অসাধারণ আপনার ধাপে ধাপে ছবিগুলো সাজানো ধন্যবাদ আপনাকে।
সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই।