ঈদের দিন নিয়ে লেখা By-@salmanabir |১০% লাজুক খ্যাঁক এর জন্য|
হ্যালো বন্ধুগন
আচ্ছালামুয়ালাইকুম
আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বিশেষ করেই সবাই অনেক ভালো আছেন কেননা মুসলিম উম্মাহের আজকের খুশির একটি দিন। এই রমাদানের ঈদে বিশেষ করে সবার একটু বেশী আনন্দ থাকে। কুরবানী ঈদে দেখা যাচ্ছে অনেকে কুরবানী দিতে পারে না তাই তাদের মন খারাপ থাকে।যাই হোক আজ আমি আমাদের গ্রামের সবার চোখে আনন্দ খুজে পেয়েছি। ঘরের কর্তা হলো একজন পুরুষ, আর আজকে সবাই যখন মসজিদে জমায়েত হয়েছে ঈদের নামাজ পড়তে তখন দেখতে পেলাম সবাই অনেক হাসি খুশি।এটা দেখে খুবই ভালো লাগল। আমার গ্রামের বেশ অল্প কিছু সংখ্যক লোক একটু গরীব তা ছাড়া সবাই মধ্যবিত্ত। আমরা সবাই চেষ্টা করি মিলে মিশে ঈদ করার পাচ জনের সমস্যায় থাকলে দশ জনে টেনে নিয়ে আসি এটা আমাদের একটি ভালো গুন বলা যেতে পারে।
আজকে আমাদের মসজিদে ঈদের নামাজ ছিল আট ঘটিকায়, আমরা সবাই ঈদের নামাজের জন্য যথা সময়ে উপস্থিত হয়েছি।নামাজ শেষ করে ছোট বড় কোন ভেদাভেদ ছিল না সবাই কোলাকুলি করে নিলাম। বাবার সাথে ছেলে কাকার সাথে ছেলে কোলাকুলি করে নিলাম এখানে খুবই ভালো লাগা লাগা তৈরী হলো।আপনি যদি আপনার বাবাকে জড়িয়ে ধরে ঈদ মোবারক বলে না থাকেন তাহলে ভাই আজকে একটু জড়িয়ে ধরে বলে দেখুন। ভাই বিশ্বাস করেন অনেক শান্তি, অনেক ভালো লাগবে। এবার মোটামুটি সবাই সবার বাসায় গিয়ে অল্প অল্প খেয়ে নিলাম।
আলহামদুলিল্লাহ, সব কিছু সুষ্ঠ সুন্দর ভাবে সম্পূর্ণ হওয়ার পরে দেখি আকাশে মেঘ জমছে সাথে অনেক বাতাস।কিছুটা দৌড়াদৌড়ি পরিবেশ তৈরী হয়ে গেলো কেননা হঠাৎ করেই বাতাস শুরু। তখন আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘ গুলো একদম নিচে নেমে গেছে মনে হচ্ছে বড় গাছে উঠে ধরা যাবে।
যখন ক্লাস ফাইভে পড়তাম তখন একটা কবিতা ছিল শামসুর রাহমানের যে চাল উড়ছে, ডাল উড়ছে,উড়ছে গরু উড়ছে মহিষ যখন প্রচুর বাতাস হচ্ছিল তখন এই কবিতাটি মনে পড়ল। গাছ পালা সব কিছু মনে হচ্ছিল উড়ে যাচ্ছে। তখন খেয়াল করালাম আকাশ ও মনে হয় কিছুটা পরিষ্কার হয়ে গেছে। তখন ভেবে নিলাম আর মনে হয় বৃষ্টি হবে না। কারণ আমরা কিছুটা বুঝতে পারি যে বাতাস থাকলে মেঘ কেটে যায়।কিন্তু আজকে বুঝতে পারলাম আল্লাহ চাইলে সব কিছু করতে পারে।
এর মধ্যই বৃষ্টি শুরু হয়ে গেলো, একদম শীতল পরিবেশ। কিছুখন আগেও ছিল প্রচন্ড রোদের তাপ।অনেকদিন পর বৃষ্টির দেখা বন্ধুরা চলে গেলো ফুটবল মাঠে।আমি আর যাবো কিভাবে জ্বর শেষ হতে না হতেই যদি আবার বৃষ্টিতে ভিজি তাহলে জ্বরে আবার পেয়ে বসতে পারে।মন খারাপ করে বাসায় বসে রইল।বিছানায় একটু পিঠ লাগিয়ে দিলাম কখন যে ঘুম দিলাম টেরই পেলাম না।খাবারের সময়ে ডেকে উঠানো হলো ফ্রেশ হয়ে খেয়ে নিলাম।
বৃষ্টি হলে শুধু আমাদের জন্যই ভালো হয় না, গাছপালার ও ভালো হয় কেননা ধুলাবালি সব কিছু মুছে যায়। মনে হয় নতুন একটা জীবন ফিরে পায়।
সব মিলিয়ে আজকে আমার ঈদের দিনটি খুবই ভালো কাটছে,আলহামদুলিল্লাহ সব কিছুতে পরিপূর্ণ ছিল।
ব্লগার | আবির |
---|---|
ডিভাইস | রেডমি নোট ৫ |
প্রকাশ | ০৩/০৫/০২২ |
আজ আমার ব্লগটি এখানেই শেষ করলাম, ইনশাআল্লাহ আবার নতুন কোন ব্লগে দেখা হয়ে যাবে।ভালো থাকুন সুস্থ্য এই কামনা করেই আজকে বিদায় নিচ্ছি
💝আল্লাহ হাফেজ💝
ভালোবাসায়
@salmanabir
Twitter
ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের দিন বৃষ্টি হলে কিছুটা মন খারাপ হয়ে যায় কারণ তখন বাইরে বের হতে পারি না। তবে বৃষ্টি যদি হয় তাহলে আমাদের কিছুই করার নেই আর বৃষ্টি কিন্তু সৃষ্টিকর্তার রহমতেরই অংশ। যাইহোক বৃষ্টি মুহূর্তের ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আমার প্রিয় ঋতু হচ্ছে বর্ষা ঋতু। ধন্যবাদ ভাইয়া আজকের ঈদের দিনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আমারো বর্ষা ঋতু অনেক পছন্দের,আমার তো বর্ষাকালে নিয়ে অনেক প্লান আছে।ধন্যবাদ মতামত দেওয়ার জন্য
আপনার ঈদের দিন নিয়ে এই সুন্দর লেখা পড়ে খুবই ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আমাদের মাঝে সাজিয়ে-গুছিয়ে এই পোস্ট উপস্থাপন করেছেন। বৃষ্টির মুহূর্তে অনেকের হয়ত খারাপ লেগেছে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। বৃষ্টি হওয়ার পর সবকিছু একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমাদের মাঝে এত সুন্দর একটি পোষ্ট আনার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার কাছেও বৃষ্টি ভালো লাগছে কেননো ততো টাইমে আমাদের নামাজ শেষ হয়ে গেছে।বাসায় এসে সুন্দর ঘুম হলো
প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক।। আমাদের দিকেও গতকাল সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে আমরা ঈদগাহে নামাজ পড়তে পারিনি ।।মসজিদে পড়তে হয়েছে ।।এবং ঘোরাঘুরি তেমন একটা করতে পারিনি।। আপনার ঈদ উদযাপন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।।
হুম বৃষ্টি সব খানেই ছিল তারপর ও অনেক ভালো লাগছে । ধন্যবাদ ভাই
ঈদের সাথে মেঘ বৃষ্টি
যোগ দিয়ে করল আনন্দের সৃষ্টি,
আনন্দগুলো অধিক মাত্রা পেল
মানব হৃদয়কে সুশীতল করে গেল।
বাহ! খুবিই সুন্দরভাবে মন্তব্য করছেন।ধন্যবাদ
🌹