বন্ধু মানেই তো মজা করা একে অপরকে পচানোর মধ্যে রয়েছে একটা ভালোবাসা, তবে জীবনে বন্ধু অনেক আসবে কিন্তু বন্ধুর মতো বন্ধু যাকে ভাই বললেও কম হয় এমন মানুষ খুব কম পাওয়া যায় । আপনার বন্ধু অর্ক ভাইয়ের গল্পটা শুনে খুবই ভালো লাগলো তিনজনে মিলে বেশ ভালই মজা করেছেন।
আসলেই তাই,, জীবনে অনেকের সাথে পরিচয় হয় কিন্তু বন্ধুর তকমা টা সবার জন্য নয়। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ভাই। ভালো থাকবেন।