আপনার পোস্ট দেখে মন ভাল হয়ে গেল কারণ আমার নিজের কথা মনে পড়ে গেল, আজকে থেকে ঠিক এক বছর আগে আমি স্টিমিট থেকে আর্ন করে আমার নিজের টাকায় একটি মোবাইল কিনেছিলাম। নিজের টাকায় আরো একটি ফোন কিনা হলেও বর্তমানের ফোনটি একটু দামি ছিল। (আমি মনে করি😂 ) ভেবেছিলাম কোন একদিন টাকা হলে আইফোন কিনব, তবে আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে না কেনা টাই আমার জন্য ভালো হবে।
হা হা হা আসলেই কিনে ফেলেন । কিন্তু এস্টিমেট এর জন্য সুবিধাজনক নয়।
যেই পরিস্থিতি এখন চলতেছে, তাতে মনে হয় এ স্বপ্ন পূরণ করতে আরও বেশ বছর খানেক চলে যাবে 😂😂