থ্রিডি ইফেক্ট || গ্রাফিক্স ডিজাইন- ০৬

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১৬ই কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ

১লা নভেম্বর, মঙ্গলবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে শুধু ডিজিটাল আর্ট নয়, এছাড়াও প্রফেশনাল অনেক কাজ করা যায়। তারই ধারাবাহিকতায় আমি আজকে একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য।



গ্রাফিক্স ডিজাইন- ০৬

সাধারণত আমি আমার টিউটোরিয়াল ভিডিও গুলোর মধ্যে চেষ্টা করি বোরিং কিছু নয় মজার কিছু তুলে ধরার জন্য, গ্রাফিক্স ডিজাইনের ছোট ছোট মজার বিষয় রয়েছে যেগুলো সহজেই মানুষের মনে দাগ কাটতে পারে। আমি ঠিক এই জিনিসগুলো কে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

আমরা অনেকেই থ্রিডি ড্রয়িং পছন্দ করে থাকি, থ্রিডি ড্রয়িং অনেক ভাবে তৈরি করা যায় একদম প্রাথমিক এবং সহজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এটি যেমন মজার ঠিক তেমনই সহজ আশাকরি এই ভিডিওটি আপনার উপভোগ করবেন।


প্রয়োজনীয় উপকরণ

  • কম্পিউটার
  • Adobe Illustrator 2022

এটি এতটাই সহজ এবং এতটাই মজার যে কেউ চেষ্টা করলে তৈরি করতে পারবে।


প্রয়োজনীয় উপকরণ (4).gif


Untitled-1.jpg

টিউটোরিয়াল তৈরি করার সময় সেভ করতে ভুলে গিয়েছিলাম তারপর আবার পুনরায় আপনাদের জন্য তৈরী করেছিলাম এই চিত্রগুলো।

খুব সহজভাবেই টিউটোরিয়ালটি উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো রেখেছে। যদি আপনাদের ভাল লাগে চেষ্টা করব আগামীতে আরো ইন্টারেস্টিং কিছু টিউটিরিয়াল আপনাদেরকে উপহার দেয়ার জন্য।





image.png



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

আপনার টিউটোরিয়াল ভিডিওটি অনেক ভালো লেগেছে কারণ এত শর্ট টাইমে এত সুন্দর সুন্দর গ্রাফিক্স ডিজাইন করা যায় এটি আপনার ভিডিওটি না দেখলে জানতে পারতাম না।

 2 years ago 

গ্রাফিক্স ডিজাইনে কঠিন কাজের পাশাপাশি বেশ কিছু সহজ সহজ জিনিস রয়েছে, যেগুলো এতটাই সহজ কিন্তু দেখতে এতটাই সুন্দর যেটা যে কারো ভালো লাগবে, আমি মূলত টিউটরের মধ্যে সেই জিনিস গুলোই দেয়ার চেষ্টা করি ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গ্রাফিক্স ডিজাইন আসলে অনেক মজার একটি বিষয়। আর সেখানে রাজত্ব করতে হলে এডোবি ফটোশপ এবং এডোবি ইলেস্টেটর এ দুটো অবশ্যই আয়ত্তে থাকতে হয়। যাইহোক অনেক চমৎকারভাবে একটি থ্রিডি ইফেক্ট করেছেন, যেটি খুব সুন্দর ভাবে ভিডিও করে আমাদের সাথে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এডোবি ফটোশপ আয়ত্ত থাকলেও ইলাস্ট্রেটর একটু ঘাটতি রয়েছে, সেজন্য এখন থেকে চেষ্টা করব ইলাস্ট্রেটর বেশি ব্যবহার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ইলাস্ট্রেটর এর কাজের রেজুলেশন সবচাইতে হাই হয়ে থাকে ফটোশপের চাইতে। তাই মনে করি ইলাস্ট্রেটরে কাজ করাই বেটার।

 2 years ago 

আপনার এই টিউটোরিয়াল ভিডিও খুব ভালো লেগেছে কারণ এত অল্প সময়ে এত সুন্দর সুন্দর গ্রাফিক্স ডিজাইন করা যায় তা আপনার ভিডিও না দেখলে বুঝতে পারতাম না। ধন্যবাদ সুন্দর একটি ভিডিও আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা শুধুমাত্র একটা থ্রিডি ইফেক্ট কোন একটা রেখাকে এই ইফেক্ট এর মধ্যে দিলে সেটা কিছুটা পাত্রের মতো দেখা যায়, এই অ্যাডভান্টেজ টা নিয়ে আমি চেয়েছি একটি টিউটোরিয়াল তৈরী করার জন্য যেটা আপনাদের ভালো লাগবে।

 2 years ago 

আপনার ভিজিটার আর্টিস্ট গুলো বেশ দুর্দান্ত হয়ে থাকে। আজকে থ্রিডি ইফেক্ট অনেক সুন্দর ভাবে এঁকেছেন। আসলে এই ধরনের কাজ করতে হলে এডোবি ফটোশপ উপর দক্ষ হতে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইলো। ‌

 2 years ago 

এটা মূলত আমি ড্রইং করিনি শুধুমাত্র একটি ফিচারস সম্পর্কে সবাইকে অবগত করলাম, এক মিনিটের মধ্যে কিভাবে একটা রেখাকে থ্রিডি রূপান্তরের মাধ্যমে একটি আকৃতি তৈরি করা যায় তার প্রাথমিক ধারণা দিলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96170.07
ETH 2806.40
SBD 0.67