আমার বাংলা ব্লগ | দ্বিতীয় প্রতিযোগিতা : বিষয় - রচনা প্রতিযোগিতা - আমার প্রিয় গ্রাম

আমি @saisan
আশা করি সবাই ভালো আছেন। করোনাকালীন সময় সবাই ভালোভাবে কাটানোর চেষ্টা করি।

সবাইকে স্বাগতম আমার প্রথম বাংলা ব্লগে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে বেশ কিছু দিন যাবৎ কাজ করছি। মূলত আমরা সবাই এই প্ল্যাটফর্মে ইংরেজিতে লেখালেখি করি।আমরা হয়তো সবাই কম বেশী খেয়াল করেছি বাংলায় লেখার মধ্যে যে প্রশান্তি আসে তা ইংরেজিতে আসে না। আমাদের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ অন্য ভাষায় হতে পারে না। তাই আমি মনে করি আমরা সবাই এরকম একটি প্ল্যাটফর্ম পেয়ে নিজেকে বাঙালি হিসেবে ধন্য মনে করছি। স্টিমিটের মতো জনপ্রিয় একটা প্ল্যাটফর্মে নিজের ভাষায় নিজেকে প্রকাশ করার চেয়ে দারুণ আর কিছু হতে পারে না। তাই @rme আপনাকে আমার এবং সকল বাংলা ভাষাভাষীর পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা। এটা একটা বৈপ্লবিক ব্যাপার যা বিস্ময়কর হতে চলেছে।

"আমার বাংলা ব্লগ" কর্তৃক আয়োজিত দ্বিতীয় প্রতিযোগিতা যার বিষয় রচনা প্রতিযোগিতা এবং শিরোনাম নিজের প্রিয় গ্রাম/শহর। আমি এই প্রতিযোগিতায় আমার গ্রাম সম্পর্কে লিখবো।

20200908_121410.jpg

ডিভাইসস্যামসাং এ৩০

আমার প্রিয় গ্রাম

আমি বাংলাদেশের একটি চিরাচরিত প্রত্যন্ত গ্রামে বসবাস করি। আমার গ্রামের নাম বাগজানা। বাগজানা নামটির অর্থ "জান্নাত/স্বর্গের বাগান"।কথিত আছে একসময় এখানকার জমিদারের বিশাল বাগান ছিলো এখানে। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ছোট্ট জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অবস্থিত। এটি একটি ইউনিয়ন ও বটে। যদিও আমার জন্ম আমার নানাবাড়িতে হয়েছিলো।তবে আমি ছোটবেলা থেকেই এই গ্রামে বসবাস করে আসছি।

20200617_195402.jpg

ডিভাইসস্যামসাং এ৩০

আমাদের গ্রামটি বাংলাদেশের আর দশটি গ্রামের মতোই।তবে ইদানীং বর্তমান যুগের আধুনিকতার অনেক ছোঁয়া ও লেগেছে৷ আমাদের গ্রামের মাঝ দিয়ে গেছে জয়পুরহাট- হিলি আঞ্চলিক মহাসড়ক । গ্রামের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে ছোট যমুনা নদী। গ্রামের পূর্ব পাশে রয়েছে রেলপথ। যোগাযোগ ব্যবস্থা ভালো। এই গ্রামের মাঝামাঝি রয়েছে বাজার। বাজার,রাস্তা,নদী,রেলপথ এসবের আশাপাশেই গড়ে উঠেছিলো লোকবসতি।
IMG_8543.JPG

ডিভাইসক্যানন ইওএস ৬০০ডি

ডিভাইসস্যামসাং এ৩০

আমাদের গ্রামে হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে বসবাস করে। এখানে কিছু আদিবাসীও বসবাস করেন। আমাদের গ্রামের বেশীরভাগ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল। বাকিরা বিভিন্ন শ্রমজীবী, ব্যাবসায়ী ও চাকুরিজীবী ।

20210401_171921.jpg

ডিভাইসস্যামসাং এ৩০

শিক্ষা-দীক্ষায় আমারা পিছিয়ে নেই। আমাদের গ্রামে বেশ কিছু স্কুল, মাদ্রাসা রয়েছে। এবং এখানকার ছেলে মেয়েরা বেশ ভালো ফলাফল করে। এই গ্রামের অনেকেই জাতীয় ভালো ভালো জায়গায় কর্মরত আছে।

PANO_20200903_154855.jpg

ডিভাইসস্যামসাং এ৩০

আমাদের গ্রামে একটি খেলার মাঠ রয়েছে। সেখানে গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলা করে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক ও জাতীয় অনুষ্ঠানের আয়োজন ও হয়ে থাকে।

20210202_172247.jpg

ডিভাইসস্যামসাং এ৩০

গ্রামের মানুষ বেশ সহজ সাধারণ জীবন যাপন করে। আমাদের গ্রামগুলোতে অনেক ধান উৎপন্ন হয়। এছাড়াও শাকসবজি ও উৎপাদন করা হয়। এখানে অনেক জলাশয় রয়েছে। সেগুলোতে অনেক মাছ পাওয়া যায়। আশেপাশের গ্রাম গুলো থেকে মানুষ জন কেনাবেচা করতে আমাদের গ্রামে আসে। এই গ্রামের বাড়িঘর কাঁচাপাকা।

20200911_175537.jpg

ডিভাইসস্যামসাং এ৩০

গ্রামের মেঠোপথ ধরে হেঁটে যেতে মনে প্রশান্তি আসে। চাইলেই নদীর ধারে গিয়ে বসে থাকা যায়। রেললাইন ধরে হেঁটে চলা যায়। বাঁশ বাগান, গাছের ছায়ায় বিশ্রাম করা যায়। পাখির কূজন শোনা যায়। গ্রামের মানুষের নির্মল জীবনযাত্রা দেখা যায়।

20210601_132929_014_saved.jpg

ডিভাইসস্যামসাং এ৩০

শিশুদের হাসি খেলা দেখা যায়। রাতে ঝিঁঝি পোকার ডাক, শেয়ালের হাঁক শোনা যায়। শস্য-শ্যামল, চিরসবুজ গ্রামে শান্তিতে একটা জীবন কাটিয়ে দেওয়া যায়।

20201223_165018.jpg

ডিভাইসস্যামসাং এ৩০

লোকেশন: https://what3words.com/cheery.achiever.offend

সবাইকে ধন্যবাদ আমার ব্লগ পড়ার জন্য। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে।

@rme আপনার এই উদ্যোগ প্রশংসনীয়। অনেক অনেক শুভ কামনা

Sort:  
 3 years ago 

ফটোগুলি দুর্দান্ত শ্যুট হয়েছে, সো নাইস :)

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ❤️❤️
আপনার প্রশংসা পাবো কল্পনাতীত ছিলো
মিন্স আ লট 😇😇

 3 years ago 

আপনি আপনার প্রিয় গ্রাম সম্পর্কে ভালো রচনা লিখেছেন। তবে আপনি প্রথমে একটি পরিচয়মুলক পোস্ট করুন।

ধন্যবাদ।
পরিচয়মুলক পোস্ট করার কোন নিয়মাবলি রয়েছে?
না ইচ্ছেমতো লেখা যাবে।

 3 years ago 

আপনি একটি কাগজে আমার বাংলা ব্লগ + স্টিমিট আইডি +তারিখ লিখে সেলফি সহ করুন।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.035
BTC 92456.60
ETH 3136.76
USDT 1.00
SBD 3.21