ঝিনাইদহে এক দিন
হ্যাল্লোওও বন্ধুরা!
আসসালামু আলাইকুম
আমি @saisan
কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন
গত ৬ তারিখ গিয়েছিলাম বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম জেলা ঝিনাইদহে। মূলত ঝিনাইদহ শহরেই কিছুটা ঘুরে বেড়িয়েছি। আর শহর থেকে কিছুটা দূরে একটা জায়গায় গিয়েছিলাম। সব মিলিয়ে বেশ ভালো লেগেছে।
আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ি।যেটা একেবারে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার মাঝামাঝি অবস্থিত। আর থাকি কুষ্টিয়া শহরে।আমার ক্যাম্পাস জীবন প্রায় তিন বছর হলেও ঝিনাইদহ ঘুরে দেখা হয় নাই।এর আগে মাত্র এক বার ই গিয়েছিলাম। কিন্তু সেবার তেমন কিছুই দেখা হয় নাই। কিছুদিন আগে পরীক্ষা শেষ হলো। আপাতত ক্লাস নেই। তাই আমার বন্ধু আর আমি ঠিক করলাম ঝিনাইদহ ঘুরে আসি।
যেই ভাবা সেই কাজ
ভার্সিটির বাসে কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে গেলাম। সেখান থেকে আবার ক্যাম্পাসেরই বাসে ঝিনাইদহ। গিয়ে নাস্তা করলাম কস্তুরী হোটেলে। খিচুড়ি আর ডিম ভাজা। তারপর এক ফ্রেন্ডের মেসে।
location:https://what3words.com/flamenco.flushed.extend
এটা ঝিনাইদহের জিরো পয়েন্ট। জায়গাটার নাম আরাপ পুর। আর এটা ঝিনুক চত্ত্বর। উত্তর দিক থেকে কুষ্টিয়া হতে,
দক্ষিণ-পশ্চিম থেকে যশোর হতে আর দক্ষিণ- পূর্ব থেকে মাগুরা হতে রাস্তা এসে এখানে মিলেছে। সাথে ছিলো সজীব ও @badsha1
Location:https://what3words.com/spilled.cascade.crypt
এটা মিয়ার দালান। শহর থেকে কিছুটা দূরে গ্রামের মাঝে, নবগঙ্গা নদীর পাশে সুন্দর, পুরাতন, ভগ্ন একটা দোতলা বাড়ি। বাড়ির দেয়ালে সুন্দর টেরাকোটা,ফুল লতা পাতার নকশা।
Location:https://what3words.com/spilled.cascade.crypt
দেয়াল গুলো বেশ পুরু। ইটের তৈরি। দেয়াল প্লাস্টার করা।এবং বিভিন্ন রকম নকশা করা।যেমন এই দেয়ালে জ্যামিতিক ইটের গাঁথুতির মত নকশা করা আছে।
Location:https://what3words.com/spilled.cascade.crypt
পিলার গুলোও বেশ সুন্দর ও মজবুত। রোমান,গ্রীক স্থাপনার মতো এগুলোর আকার ও নকশা।
Location:https://what3words.com/spilled.cascade.crypt
জানালার পাশে সুন্দর নকশা করা।এগুলোই মূলত ভবনটির সৌন্দর্য বর্ধন করেছে। যদিও জানালা ভেঙে গেছে। এবং সেগুলোতে ইট ও টিন দিয়ে কোনমতে আটকে রাখা হয়েছে।
Location:https://what3words.com/spilled.cascade.চ্র্যপ্ত
দোতলার দরজা ও জানালা। হয়তো সেখানে বারান্দা ছিলো যা কোন কারণে ভেঙে গেছে। জানালা , দরজার পাশে খিলানের মতো করা নকশা করা।
ভবনের মূল দরজার ঠিক উপরের ছবি এটি। মাঝের টেরাকোটার অর্ধেক টা ভেঙে গেছে। ছাদের দিকটায় একটা নকশা দেখা যাচ্ছে সেটাও ভাঙ্গা, সম্পূর্ণ টা নেই।
Location:https://what3words.com/spilled.cascade.crypt
আমার বন্ধু বাঁধন।তার বাড়ি ঝিনাইদহেই। তাকে ফোন করেছিলাম সে আমাদের সাথে যাবে কিনা। সে এসেছিলো। এবং সাথে নিয়ে এসেছিলো তার কিউট পোষা বিড়াল 'মুগলি' কে নিয়ে। বিড়াল টি খুবই আদুরে ছিলো। আমরা তার সাথে অনেক খুনসুটি করলাম।
Location:https://what3words.com/observers.hips.blows
সেখান থেকে ফিরে শহরের মুজিব চত্ত্বর থেকে সরকারি কে.সি. কলেজের দিকে যেতে হাতের বামে একটা বিখ্যাত চায়ের দোকান আছে। গোলপাতা চা চত্ত্বর। সেখানে আমরা চা খেলাম।এটা হলো মালাই চা।চায়ে দুধের মালাই দেওয়া, উপরে একটু হরলিক্স দিয়ে মাটির কাপে পরিবেশন করা হয়। চা টি বেশ মজার ছিলো।
Location:https://what3words.com/velocity.edit.villager
ঝিনাইদহ ডাক বাংলো। এই ভবনটি ও বেশ চমৎকার।
Location:https://what3words.com/crawled.organist.pinks
ঝিনাইদহ শহরের সবচেয়ে চমৎকার জায়গা। বিকেল বা সন্ধ্যার আড্ডা দেওয়ার জন্য একদম পার্ফেক্ট। নবগঙ্গা নদীর পাশে বসার জায়গা করে দেওয়া আছে। সন্ধ্যার পর থেকে হালকা লাল নীল আলোয় আলোকিত থাকে যা দারুণ এক আবহ তৈরি করে। আমরা বেশ খানিকক্ষণ সেখানে আড্ডা দিলাম, গান গাইলাম।
Location:https://what3words.com/punctuate.rams.inflates
পায়রা চত্ত্বর এর পাশে বিক্রি হয় বিভিন্ন স্ট্রিট ফুড। আমরা সেখানে লুচি আর আলুর দম খেলাম।আর খেলাম ছবি এই চিতই পিঠা। চার প্রকার চাটনি ও ভর্তা ছিলো। সর্ষের চাটনি, ধনের চাটনি আর দুটোর নাম ভুলে গেছি 😅
তো বন্ধুরা এই হলো আমার ঝিনাইদহ ভ্রমণের সংক্ষিপ্ত বর্ণনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো জানাবেন।
ধন্যবাদ
ছবি | @saisan |
---|---|
ডিভাইস | স্যামসাং এ৩০ |
লোকেশন | ঝিনাইদহ, বাংলাদেশ |