প্রতিযোগিতা: আমার শেষ উৎসবের স্মৃতি

হ্যালো! স্টিমিয়ান। আমি @saisan
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?
আশা করি ভালো আছেন।

ধন্যবাদ @moh.arif আপনাকে এই সুন্দর বিষয়টি প্রতিযোগিতার জন্য নির্বাচন করার জন্য।কারণ এটি আমরা যারা মুসলিম আছি আমাদের জন্য একটি সময়োপযোগী টপিক। কিছুদিন আগেই আমরা আমাদের মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ উল আযহা পালন করলাম।ঈদের আমেজ এখনো শেষ হয়নি।তাই এই প্রতিযোগিতা দেখে অনেক ভালো লাগলো।

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হলো। ঈদ বছরে দুইটি। ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। ঈদ অর্থ খুশি এবং আযহা অর্থ ত্যাগ। দুটো শব্দ ই আরবি। ঈদ উল আযহা অর্থ ত্যাগের খুশি। ত্যাগ আবার খুশির হয় কী করে!? এটাই এই উৎসবের মাহাত্ম্য। এই ঈদে যাদের সামর্থ্য আছে তাদের বিভিন্ন প্রাণী যেমন গরু,ছাগল,ভেড়া,উট ইত্যাদি কুরবানি করতে হয়।এটা একটা প্রথা যা নবী ইব্রাহিম এর সময় থেকে চলে আসছে। এই প্রথার পেছনে বেশ তাৎপর্যপূর্ণ এক ঘটনা রয়েছে। এবং এই ঈদের উদ্দেশ্য হলো কুরবানির পশু থেকে যে মাংস পাওয়া যায় তা তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজের ও নিজ পরিবারের, এক ভাগ আত্মীয়-স্বজনের ও এক ভাগ গরীব দুঃখীর মাঝে বিতরণ করতে হয়। এভাবে এক পশুকে ত্যাগের মাধ্যমে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। এর মাধ্যমে সবার মাঝে ভ্রাতৃত্ব,সামাজিকতা, ধনী গরীবের মেলবন্ধন হয় এবং আল্লাহ মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ অর্জিত হয়।

20210718_180104.jpg
Location:https://what3words.com/firestorm.anchormen.pocketbook

20210718_180153.jpg
Location:https://what3words.com/firestorm.anchormen.pocketbook
কুরবানির ব্যাপারটা এবারই আসলেই কুরবানির মতো হয়েছে। কুরবানিতে নিজের পালিত বা ক্রয়কৃত পশু হত্যা করতে হয়।ব্যাপারটা আসলেই কুরবানির,ত্যাগের।এখানে প্রাণী টি যত প্রিয় হয় কুরবানির ব্যাপারটা তত মাহাত্ম্যপূর্ণ হয়। আমরা এবার অনেক দিন পর একটি ছাগল কুরবানি দিয়েছি। ছাগল টি ঈদের তিন দিন পূর্বে হিলি পশুর হাট থেকে কেনা হয়েছিলো। আমি আর আমার ভাই মিলে ছাগল টি কিনে আনি। ছাগলটিকে বাইকে করেই নিয়ে এসেছি। সাধারণত কোন গরু ছাগল নতুন কোন জায়গায় আনলে খুব ডাকাডাকি করে।কিন্তু এই ছাগল টি সেরকম কোন কিছুই করেনি। সে বেশ মানিয়ে নিয়েছে প্রথম থেকেই। এনেই তাকে এটা ওটা খেতে দেই। আমি ও আমার মা মিলেই ছাগল টিকে খাইয়েছি এই তিন দিন। কাঁঠাল গাছ থেকে পাতা নামিয়ে খাইয়েছি।কাঠাল পাতা ছাগলের সবচেয়ে প্রিয়। হাতে করে ঘাস খাইয়েছি, পানি খাইয়েছি।আমাদের বাসায় গরুও রয়েছে।তো আমি একটা কাজ করি গরুর বাছুড়ের কাছে হাত নিয়ে গেলে ওরা আঙুল খাওয়ার চেষ্টা করে।ব্যাপারটা আমি বেশ উপভোগ করি।যেই এঁড়ে বাছুড় টা এই কাজ সবচেয়ে বেশী করতো।সে কিছুদিন আগে মারা গেছে।এটা অনেকে খারাপ লাগার ব্যাপার ছিলো।তো ছাগল টাও সেই কাজই করেছে।ওর কাছে হাত নিয়ে গলে ও আঙুল খাওয়ার চেষ্টা করতো। ছাগল টা আমাদের সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছিলো। ও বাড়িতে কাওকে চোখের সামনে দেখতে না পেলেই ডাকাডাকি করতো। এই ব্যাপার টা দারুণ ছিলো।

20210720_103838.jpg
Location:https://what3words.com/firestorm.anchormen.pocketbook
ঈদের আগের দিন রাতে আমি ওর কাছে গেছিলাম। গিয়ে ওকে বললাম আজই তোর শেষ রাত।ভালো করে ঘুমিয়ে নে।
ওকে একটা গান শোনালাম -

কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি....

মা নিষেধ করলো।ওরকম করিস না।

ঈদের দিন সকাল বেলা ছাগলকে গোসল করাতে হয়।আমি ওকে গোসল করিয়েছি। ঈদের নামাজ পরে এসে এবার কুরবানির পালা। হুজুরের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর হুজুর এলো।ওকে জবাই দেওয়া হবে। ওকে বাইরে নিয়ে গেলাম।আম্মু তো এ দেখে কেঁদেই ফেললো। এই তিনদিনেই মায়া পরে গেছে।আম্মুই ওর সব দেখভাল করেছে প্রায়। আম্মু পরে বলছিলো কেন যে এমন নিয়ম, আর কেনই বা ওদের খেতে হয়। আমরা দুই ভাই ওর পা ধরলাম। জবাই হলো। নিয়মমাফিক কুরবানি হলো, ওর পায়ের শেষ ঝটকায় আমার হাতে ক্ষুর লেগে আচঁড় পরলো।

ও আমার গায়ে একটা চিহ্ন এঁকে বিদায় নিলো........

ধন্যবাদ আমার গল্পটি পড়ার জন্য।আশা করি আপনাদের ভালো লেগেছে।

DeviceSamsung A30
Click@saisan
LocationJoypurhat, Bangladesh

Thanks my respected @rme @blacks @rex-sumon @hafizullah @moh.arif @shuvo35 @winkles for your hardwork for this community. I appreciate it very much.

@steemcurator01
@steemcurator02

Sort:  

অসাধারণ

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57298.55
ETH 3059.61
USDT 1.00
SBD 2.29