রাসেল ও নিশির প্রেমের গল্পটি পড়ে প্রথমে চিন্তায় পড়ে গিয়েছিলাম কি এমন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় যে যার জন্য বেঁচে থাকার ইচ্ছাটাও ছেড়ে দিয়েছে রাসেল। পরে দেখলাম সে নিশি নামের একটি মেয়েরকে ভালোবাসতো এবং এতটাই পরিমাণে ভালোবাসতো যে তাকে ছাড়া সে বাঁচবে না। আবার পরবর্তীতে দেখলাম তাকে ছেড়ে চলে গেছে আবার সে মাদকে আসক্ত হয়েছে। আমি এখানে বলব রাসেল একটু সময় নিলে হয়তো এভাবে তার জীবনটা হারাতে হতো না। কারণ সব বাবা মা চায় তাদের মেয়ে একটি ভালো ছেলের হাতে তুলে দিতে কেউ চায় না একজন মাদক আসক্ত ছেলের হাতে তুলে দিতে। তার বাবা যখন শহর থেকে গ্রামে নিয়ে এলো তখন ভেবেছিলাম সে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু সে এতটাই পরিমাণে ভালোবাসতো নিশিকে। যার কারণে সে চায় নি যে তার চোখের সামনে অন্য কারোর হাত ধরে চলে যাক। তাইতো সে নিজেকে সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। গল্পটি খুব ভালো ছিল আমার খুব ভালো লেগেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবার সাথে এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।
আপনার কাছে খুব ভালো লেগেছে এটাই আমার স্বার্থকতা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া গল্পটি পড়ার জন্য। 🌼