নরেশ ডাকাত গল্পের ষষ্ঠ পর্ব

in আমার বাংলা ব্লগ8 days ago

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে গল্পের ষষ্ঠ পর্ব উপস্থাপন করছি। আশা করি, গল্পটি আপনাদের সবার ভালো লাগবে। তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।

pexels-mart-production-7230901.jpg
সোর্স

অনুপমা ও পিউ তারা ওই ব্যক্তির সঙ্গে কথা না বলে ফিরে আসে রাজপ্রাসাদে। রাজকুমারী অনুপমা তার ঘরে ঢুকতেই তার মা তাকে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে? অনুপমা ভয়ে কাঁপতে শুরু করে তখন পিউ বলে কোথাও না বাগানে ঘুরতে গিয়েছিলাম। তখন মা বলে আমি জানি তোমরা রাজপ্রাসাদের বাইরে গিয়েছিলে আমাকে মিথ্যা বলো না। তখন অনুপমা মাকে বলে, আর কোনদিন রাজপ্রাসাদের বাইরে যাব না। মা বলে, তোমার বাইরে যেতে ইচ্ছা করছে তুমি আমাকে বলতে পারতে লুকিয়ে কেন গিয়েছো? পিউ বলে, রাজ মাতা ভুল আমার আমি রাজকুমারীকে বাইরে নিয়ে গিয়েছিলাম। শাস্তি যদি দিতে হয় আমাকে দিন রাজকুমারীর কোন দোষ নাই। মা বলে, আমি তোমাদেরকে কিছুই বলছি না যদি তোমাদের কিছু হত তাহলে আমি মহারাজ কে কি জবাব দিতাম। রাজকুমারী মাকে বলে, আমি বাইরে গিয়েছি বাবা কি জানতে পেরে গিয়েছে? মা বলে, মহারাজ তোমার ঘরে আসছিলেন তখন আমি মহারাজকে বলেছি তুমি ঘুমিয়ে আছো। তোমার বাবা কিছুই জানতে পারেনি কিন্তু আর কোনদিন না বলে রাজপ্রাসাদের বাইরে যাবে না। অনুপমা সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরে আর বলে, আমি যে বাইরে গিয়েছি তুমি জানতে পারলে কি করে মা? তখন মা বলে, মায়ের চোখে কোন কিছু আড়াল থাকে না। অনুপমা বলে,তুমি খুব ভালো মা আজ তুমি না থাকলে না জানি কি হতো। মা বলে, অনেক আদর হয়েছে বাইরে থেকে এসেছো পরিষ্কার হয়ে খেতে এসো।


অনুপমা বলে, জানো মা আজ একটি পশু আমাকে আক্রমণ করেছিল। পিউ সঙ্গে সঙ্গে রাজকুমারীকে বাধা দেয় কথাটি বলার জন্য। কিন্তু তখন মা বলে, আমার কাছ থেকে কি আড়াল করছো বল আমাকে? অনুপমা পিউকে বলে, তুই চুপ কর মাকে বলতে দে। তখন অনুপমা বলে, রাজপ্রাসাদের আমি বাইরে যে গ্রামের ভেতর ঘুরতে থাকি খুবই ভালো লাগছিল। পাশে একটি জঙ্গল দেখতে পাই আমি পিউকে বলি সেই জঙ্গলে যাওয়ার জন্য। পিউ আমাকে বাধা দেয় কিন্তু তারপরেও সেই জঙ্গলে যেতে আমার খুব ইচ্ছা করছিল। আমি জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলি। ঠিক তখন একটি হিংস্র পশু আমার উপর আক্রমণ করে। আমি চিৎকার করতে করতে দৌড়াতে থাকি হঠাৎ আমি মাটিতে পড়ে যাই। আমি যখন মাটিতে পড়ে যাই তখন ওই পশু আমার উপর ঝাঁপিয়ে পড়ে ঠিক তখন কোথা থেকে একটি ব্যক্তি পশুটির উপর ঝাঁপিয়ে পড়ে। সেই হিংস্র পশু এবং সেই ব্যক্তির সঙ্গে লড়াই শুরু হয় শেষে সেই ব্যক্তি সেই হিংস্র পশুকে হত্যা করে। অনুপমার মুখে কথাটি শোনার পর মায়ের বুক কেঁপে ওঠে। মা বলে, যে তোমার এত বড় উপকার করেছে তাকে তুমি রাজপ্রাসাদে আনলে না কেন? তখন অনুপমা বলে, আমি ওকে আনতে চেয়েছিলাম কিন্তু একটু অদ্ভুত প্রকৃতির ব্যক্তি। আমি ওর কাছে পরিচয় জানতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে পরিচয় দিলো না। জানো মা ওই ব্যক্তি আমাদের বাঁচিয়ে আমাদের জঙ্গল থেকে বের হতে সাহায্য করেছে। তখন মা বলে, সেই ব্যক্তিটি দেখতে কেমন ছিল? অনুপমা বলে, বিশাল আকৃতি দেহ তার, চোখ দুটো মায়াবী কিন্তু যখন হিংস্র হয়ে যায় সেই চোখ লাল টক টক করতে থাকে। মা তুমি আমার একটা উপকার করবে? মা বলে, কি উপকার করতে হবে বলো আমাকে? রাজকুমারী অনুপমা বলে, যে আমার জীবন বাঁচিয়েছে তাকে আমি পুরস্কৃত করতে চাই। তখন মা বলে, আমি আজ মহারাজ কে বলে সেই ব্যক্তিকে খোঁজার ব্যবস্থা করছি‌।


সেদিনের পর থেকে রাজকুমারী সব সময় সেই ব্যক্তিটির কথাই চিন্তা করত। রাজকুমারী সব সময় আন মনে একটি জায়গায় বসে থাকতো। এই বিষয়টি পিউ দেখতে পায়। পিউ রাজকুমারীকে বলে, কি হয়েছে রাজকুমারী বেশ কয়েকদিন ধরে দেখছি তুমি কোন কিছু নিয়ে চিন্তা করছো। রাজকুমারী বলে, কোথায় আমি চিন্তা করছি ,ভালো লাগছে না তুই এখন যা তো। তুমি কি ওই ব্যক্তির কথা চিন্তা করছো? রাজকুমারী বলে, কি বলছিস তুই আমি কেন তার কথা চিন্তা করতে যাব। আমি তাকে চিনি না জানি না আমি কেন তার কথা চিন্তা করে সময় নষ্ট করব। পিউ রাজকুমারীর কাছে এসে বলে আমার তো কেন জানি মনে হচ্ছে তুমি তাকে ভালবেসে ফেলেছ। রাজকুমারী রাগান্বিত কন্ঠে বলে, তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি রাজকুমারী ভালোবাসা আমার শোভা পায় না। পিউ বলে, তুমি যতই রাগ করো রাজকুমারী আমি তোমাকেই এক কথাই বলবো। রাজকুমারী অনুপমা পিউকে বলে, পিউ তুই আমার ঘর থেকে বেরিয়ে যা আমি তোর সঙ্গে কোন কথা বলতে চাই না। পিউ বলে, সে আমি বেরিয়ে যাচ্ছি কিন্তু তুমি যেটি করছ সেটি কিন্তু ঠিক নয়। এই বলে পিউ ঘর থেকে বেরিয়ে যায়। রাজকুমারী তখন বলতে থাকে তুই ঠিক বলেছিস পিউ আমি তার কথাই চিন্তা করছি। আমি যে তাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। কিন্তু সে কোথায়? তাকে যে দেখতে আমার খুব ইচ্ছা করছে। রাজকুমারী মনে মনে ভাবতে থাকে আমি রাজার মেয়ে আমার তো রাজকুমারের সঙ্গে বিয়ে হবে। তাহলে আমি কেন তার কথা চিন্তা করছি তার কথা ভেবে ভেবে আমি কেন নিজেকে কষ্ট দিচ্ছি। আবার আর এক মনে ভাবতে থাকে ভালোবাসাটা অপরাধ নয়, কাউকে ভালোবাসাতে কোনো বাধা নাই, ভালোবাসা তো পবিত্র হয়ে থাকে। তাহলে কেন আমি তাকে ভালবাসতে পারব না। যতই বাধা আসুক আমি তাকেই ভালোবাসবো।

আজ গল্পের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Sort:  
 7 days ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি গল্প শেয়ার করেছেন। এর আগের পর্বগুলো পড়া হয়নি তবে ষষ্ঠ পর্ব পড়ে খুব ভালো লাগলো। রাজকুমারী অনুপমা মনে হচ্ছে সেই লোকটি প্রেমে হাবুডুবু খাচ্ছে। অনুপমাকে বিপদ থেকে উদ্ধার করে যেন রাজকুমারীর মন কেড়ে নিয়েছে। কিন্তু রাজকুমারী যা চিন্তা করছে তা ঠিক নয়। তবে ভালোবাসাও তো পাপ নয়। যেকোনো সময় যাকে দেখেই ভালো লাগতে পারে। তবে আমাদের উচিত সেই ভালোবাসা সমানে সমানে দেখে করা। নয়তো পরিবারের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে যায়। যাই হোক পরবর্তীতে অনুপমার কপালে কি লেখা রয়েছে তা জানার অপেক্ষায় রইলাম।

 7 days ago 

ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 97900.73
ETH 2746.88
SBD 0.43