'কলকাতায় বইমেলায় ঘোরাঘুরি সুন্দর একটি মুহূর্ত'
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে বইমেলার কিছু সুন্দর মুহূর্ত গুলো উপস্থাপন করছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে। তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।
বই মেলা মানে সেখানে জ্ঞানের ভান্ডার এখানে বিভিন্ন ধরনের লেখকের বই পাওয়া যায়। সবথেকে বড় বই মেলাটি হয়ে থাকে এই স্থানটিতে। অনেক বড় জায়গা জুড়ে এই বইমেলার আয়োজন করা হয়ে থাকে প্রতিটি বছর। বইমেলায় বেশিরভাগ যাওয়া হয় বড় দাদার সঙ্গে। আমাদের বড় দাদা বই প্রেমিক মানুষ। কলকাতার যেকোনো স্থানে বইমেলার আয়োজন করা হলে দাদা সেখানে অবশ্যই যাবেন। বড় দাদা বই পড়তে এবং বই কিনতে খুবই ভালোবাসেন। আমি এক পর্বে দাদার সম্পর্কে আপনাদের বলেছিলাম দাদার সংগ্রহ করা অনেক পুরাতন বই আছে যা বর্তমান বাজারে খুব কমই পাওয়া যায়। বড় দাদার ব্যস্ততার কারণে বইমেলাতে যাওয়া হচ্ছিল না। একদিন হঠাৎ করে দাদা বলল বইমেলাতে যাওয়ার কথা। সেদিন আমরা অনেকেই দাদার সঙ্গে গিয়েছিলাম বই মেলাতে। দাদার সঙ্গে যাওয়া মানেই বইয়ের ঝুড়ি মাথায় করে বাড়িতে নিয়ে আসা 😄😄😄।
যাই হোক, আমরা বইমেলায় পাঁচ নম্বর গেট থেকে ভেতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই দেখলাম এখানে মানুষের ভিড় লেগেই রয়েছে। প্রত্যেকটি বইয়ের দোকানে কমপক্ষে দুইশত থেকে একশত মানুষ রয়েছেন। তার মানে বুঝতেই পারছেন এখানে দাঁড়িয়ে থেকে বই কেনাটা কতটা প্রবলেম হবে। আর কলকাতায় এই বই মেলাতে লোকের ভিড় হওয়াটা স্বাভাবিক। কারণ এখানে সব থেকে বড় বইমেলা হয়ে থাকে। বিভিন্ন জায়গার বই প্রেমী মানুষ এখানে এসে ভিড় করে। এই বইমেলাতে কেউবা আসে বই কিনতে, কেউবা আসে ঘুরতে, কেউবা আসে বিভিন্ন ধরনের খাবার খেতে। বিভিন্ন ধরনের মানুষ কিন্তু দেখা যায় এই বইমেলাতে। আমরা কিছুটা সময়ে বইমেলায় ভেতরে ঘোরাঘুরি করে একটি দোকানে প্রবেশ করলাম। বড় দাদা সেখান থেকে বিভিন্ন ধরনের বই করলেন।
বইমেলার ভেতর ঘুরতে ঘুরতে হঠাৎ একটি জায়গায় দেখতে পেলাম কিছু লোক একটি ব্যক্তিকে ঘিরে তার ছবি তুলছে। কাছে যেতেই আমি একটু অবাক হয়ে গেলাম কারণ লোকটিকে দেখতে অবিকল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতন। ভেবেছিলাম উনার সঙ্গে একটি সেলফি তুলব কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল যার কারণে সেই ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। এই বইমেলাতে অনেক সেলিব্রেটি মানুষের সঙ্গে দেখা হলো। যেমন: রাজ চক্রবর্তী, শুভশ্রী, সৌরভ, কমলেশ্বর মুখোপাধ্যায় আরো অনেকে। বই মেলাতে এসে যে তাদের সঙ্গে দেখা হবে সেটা আমি কল্পনাও করিনি। বইয়ের প্রতি ভালোবাসার কারণে তাদের হাজার ব্যস্ততার মধ্যেও তারা কিন্তু ছুটে এসেছে এই বইমেলাতে। এই বইমেলাতে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বই প্রকাশিত হয়েছে আমরা সেই স্থানটিতে গিয়ে তার কিছু বই দেখলাম। মমতা বঙ্গোপাধ্যায়ের প্রকাশিত বইয়ের ইনস্টলটি খুব সুন্দরভাবে সাজানো-গোছানো ছিল।
বেশ কিছুক্ষণ বইমেলায় ঘুরতে ঘুরতে আমাদের সবারই কম বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। বইমেলার ভিতরে আলাদা একটি জায়গায় খাবারের ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে। বাইরের খাবারের দোকান থেকে মেলার বাজারে খাবারের দাম একটু বেশিই থাকে। যাইহোক, যেহেতু মেলায় ঘুরতে এসেছি আরো বড় দাদার সঙ্গে খাওয়া-দাওয়া না হলে কি হয়। আমরা একটি খাবারের দোকানে যে বিভিন্ন ধরনের খাবার অর্ডার করলাম। কিন্তু খাবারগুলো তেমন একটা খেতে ভালো ছিল না। এখানে আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা মেলায় কোন দোকান থেকে খাবার খাওয়ার আগে একটু চেক করে খাবেন। বেশিরভাগ সময় তারা পচা বাঁশি খাবার পরিবেশন করে যেটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
ক্যামেরা পরিচিতি: oppo
ক্যামেরা মডেল: oppo A53s 5G
ক্যামেরা দৈর্ঘ্য:3.37mm
তারিখ:০৯.০২.২০২৫
সময়: ০৪.৫৬ মিনিট
স্থান: কলকাতা
যাই হোক, খাওয়া-দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। বইমেলায় ঘুরতে যেয়ে খুবই ভালো লাগলো এবং বইমেলাতে বিভিন্ন ধরনের নতুন এবং পুরাতন লেখকের বই দেখতে পেলাম। বইমেলাতে আপনারা সবাই যাবেন এখানে বিভিন্ন ধরনের বই কিন্তু পাওয়া যায় যেগুলো আমাদের জ্ঞানের আলো ফোটাতে সাহায্য করবে। বিভিন্ন ধরনের বই না পড়লে কিন্তু জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাই বিভিন্ন ধরনের বই পেতে হলে অবশ্যই আপনাকে বই মেলাতে যে বই সংগ্রহ করতে হবে। আমাদের সবার প্রিয় বড় দাদা ওনাকে দেখলেই আমরা বুঝতে পারি যে উনি কতটা জ্ঞানী মানুষ। বড় দাদা কিন্তু একজন বই প্রেমী মানুষ আমাদের ওনার মতন হতে গেলে অবশ্যই বই প্রেমী হতে হবে। বড় দাদার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার এবং শেখার রয়েছে।
বই মেলা মানে বিভিন্ন জ্ঞানী গুণী লেখক এর বইয়ের সমাহক। প্রত্যেক বছর দেশের বিভিন্ন স্থানে বইমেলা আয়োজন হয়ে থাকে। আপনাদের ওখানেও ঠিক তেমনি বইমেলার আয়োজন। ভালো লাগলো কেমন সুন্দর একটি গান ভান্ডারে আপনার উপস্থিতি দেখে।