কথা গুলো সত্যি এবং বাস্তব, বর্তমান জেনারেশন এর জন্য এটা একটা বড় সমস্যা ,তবে জীবন খুব ছোট ,এ সময় টাকে কাজে লাগাতে হলে নিরলস পরিশ্রম এর কোন বিকল্প নেই, হযরত আলী রা. একটা উক্তি আছে জীবন হোক কর্মময় , নিরন্তর ছূটে চলা ,বিশ্রাম এর জন্য তো কবর রয়েছে,
তাই আমাদের সবার উচিত ছোট এ জীবন টাকে কাজে লাগানো,
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো
একদম ঠিক বলেছেন ভাই।আর খুব সুন্দর একটা উক্তি তুলে ধরেছেন।
আর ধন্যবাদ ভাই।আপনার মন্তব্য দেখে ভালো লাগলো।