ভাইয়া আসলে কিছু কিছু দোকানের ফুচকা এত বাজে বানায় যা বলে বোঝানো যাবে না ।অনেকেই খুব শখ করে ফুচকা খেতে যায় কিন্তু যখন দেখে শখের জিনিসটা আর ভালো লাগছে না তখন সত্যি ব্যাপারটা খুব বিরক্তিকর। তবে ফুচকার ছবিগুলো কিন্তু অসাধারণ হয়েছে দেখে বোঝাই যাচ্ছিল না যে এতটা খারাপ হবে ।যাই হোক আনারস খেয়ে তো মুখের স্বাদ আবার ফিরে পেয়েছেন এটাই অনেক ।দোয়া রইল প্রিয় ভাই আমার।