আপনার একটি ভুলে, মানুষ ভুলে যাবে আপনার সব উপকারকে।|| 10% Beneficiaries @shy-fox ||


প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।


❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️


আজকে আমি হাজির হয়েছি একটি লিখা নিয়ে।
লিখতে ভালা লাগোটা আমার বহুদিন এর। কেও যদি জিজ্ঞেস করে তোমার লিখার কারণ কি?
তাহলে আমার একটাই উত্তর আসবে তা হলো জানিনা।
তাহলে আজকের লিখাটা শুরু করি।
আজকের লিখার বিষয় হলো " আপনার একটি ভুলে, মানুষ ভুলে যাবে আপনার সব উপকারকে "।


★★"নিজের ভুল"★★


IMG_20220218_211217.jpg


  • ভুল কী:-,

কোনো সঠিক কাজকে বিপরীত করে ফেলাটাই আমার কাছে ভুল।
অর্থাৎ,
সঠিক কাজকে উলটা করাটাই ভুল।
ভুলের কোনো আভিধানির শব্দ আছে কিনা আমার জানার মধ্যে নাই।

ভুল বলতে বুঝায় মানুষ যখন কোনো কাজে সঠিকটি করে না।কোনো কাজে যখন যেটা করা উচিত সেটা না করে অন্য কিছু করে ফেলে তখন সেটাকেই ভুল হিসেবে মানা হয়।

আমাদের জীবনে আমরা কম বেশি ভুল করেই থাকি।
এবং,
আমরা ভুল করিনা এই কথা কেও বলতে পারবে কিনা আমার সঠিক জানার মধ্যে নেই।

  • কিছু মানুষ বলে সে ভুল করেনা!:-

চারপাশে এমন কিছু মানুষকে দেখবেন যারা সবসময় বলতে থাকে যে তারা কোন ভুল করেনা
বা,
তাদের দ্বাড়া কোনো ভুল হয়না।
আমার কাছে মনে হয় এইটা সম্পূর্ণ ভুল একটি কথা।
কারণ এই দুনিয়ায় কেও কোনোদিন বলতে পারবেনা যে জীবনে কোনো ভুল করেনায়।

যেই ব্যাক্তি বলতে পারে যে ওই মানুষটা জীবনে কোনো ভুল করেনায় আমি মনে করি সেই মানুষ একজন খারাপ মানুষ।
কারণ এইটা স্পষ্ট যে সেই মানুষটা ভুল বলতেছে।
জীবনে সবাই ই ভুল করে, জীবনের কোনো না কোনো পর্যায়ে মানুষ ভুল করেই।কিন্তু সেই ব্যাক্তি এসে দাবি করে যে সে ব্যাক্তি কোনো ভুল ই করেনায়।
তাহলে অবশ্যই তা একটা ভুল কথা এবং তা একটা মিথ্যা কথাও।


★★"ভুল থেকে মানুষ শুধরায়"★★


  • ভুল থেকে শিক্ষা:-

আমরা জীবনের সবাই কমবেশি ভুল করি। এটি একটি সাধারণ প্রসেস। পৃথিবীর একটি সাধারণ নিয়ম হল মানুষ ভুল করবে। কিন্তু আরো একটি সাধারণ নিয়ম রয়েছে সেটা হচ্ছে মানুষ ভুল থেকেই শিখে।

আমরা আমাদের জীবনে চলার পথে অনেক নতুন কাজের সম্মুখীন হই।
এবং,
সেই কাজগুলো আমরা কোন অভিজ্ঞতা ছাড়াই করে থাকি।
এবং,
সেই কাজ গুলোই আমাদের ভুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে। এবং আমরা যখন ভুল করি, তখন আমরা সেই ভুলটা থেকেই নতুন কিছু শিখতে পারি।
অর্থাৎ, আমরা আমাদের জীবনের চলার পথেই বিভিন্ন ভুলের সম্মুখীন হই এবং সেই ভুল গুলা থেকে শিখে ভুল গুলাকে শুধরাতে পারি।


★★"ভুল করলে মানুষ ভুলে যায়"★★


আমি আমার এই বয়স পর্যন্ত একটা বিষয় দেখে শিখলাম যে আমরা মানুষের জন্য যত যাই করি না কেনো!
দেখবেন আপনার যদি একটা ভুল হয় তাইলে মানুষ সাথে সাথেই আপনাকে ভুলে যাবে।আপনার চোখে আংগুল দিয়ে ভুল দেখয়ে দিয়ে দোষারোপ করতেও ভুলবেনা।এটাই দুনিয়ার নিয়ম,এটাই হয় এই দুনিয়ায়।
আপনি মানুষের যত যাই হোন না কেন,
একটা ভুল করে দেখেন,মানুষ সাথে সাথে আপনার সব কাজেই ভুল ধরা শুরু করবে।
এটাই আজকালকার নিয়ম!


★★"আপনার একটি ভুলে, মানুষ ভুলে যাবে আপনার সব উপকারকে"★★


ধরেন,

  • আপনি সারাজীবন অনেক ভালো কাজ করেছেন।
  • সারাজীবন অন্যের ভালো করার জন্য বেয় করে দিয়েছেন।
  • জীবনের সর্বক্ষণ এটাই ভেবে পার করে ফেলছেন যে কিভাবে মানুষের উপকার করা যায়।
  • সারাজীবন নিজের কম খেয়াল রেখেও অন্যের উপকার করেছেন।
  • সারাজীবন নিজের ক্ষতি করে হলেও অন্যের উপকারে এগিয়ে গিয়েছেন।
কিন্তু এক সময় এইসব সব মূল্যহীন হয়ে যাবে।

কখন জানেন?

আপনার সব ভালো কাজ মানুষ এক নিমিষেই ভুলে যাবে।
যখন দেখবে আপনি কোনো ভুল করেছেন।
আপনি ও মানুষ।আপনি একজন মানুষ হিসেবে আপনার জীবনে চলার পথে ভুল হইতেই পারে।কিন্তু তার মানে এই না যে আপনার সব ভালো মূহুর্তের মধ্যেই খারাপ হয়ে যাবে!
আপনার ভাল কাজ ভাল কাজ ই থাকবে সারাজীবন।
কিন্তু যখন ই আপনি ভুল কিছু করে ফেলবেন, তখন মানুষ আপনার করা সব উপকার ভুলেই আপনাকে দোষারোপ করা শুরু করবে।
এতোদিন আপনি তাদের জন্য কি কি করেছেন তা আর মনে রাখবেনা।
এইটাই দুনিয়ার নিয়ম।

চলেন,এসব থেকে আমরা বের হয়ে আসি।মানুষের একটা ভুল দিয়ে মানুষের সব কাজকে বিচার না করি।মানুষ মাত্রই ভুল।মানুষের ভুল শুধরে দিন,তবে তার মানে এই না যে মানুষকে একটা ভুলের জন্য সব ভালোর সম্মান নষ্ট করে ফেলবেন।আমাদের উচিত মানুষের উপকার মনে রাখা।

সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।

Sort:  
 3 years ago 

আপনি ভুল বিষয় নিয়ে অনেক ধারণা দিয়েছেন পড়ে ভালোই লাগলো। আসলে মানুষ ভুলের উর্ধে নয় প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে ভুল করে থাকে। সেটা তার না বোঝার কারণে আপনার পোস্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো ।অনেক অনেক শুভকামনা ভাই আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

জ্বি ভাই আপনি ঠিকই বলেছেন মানুষ মাত্রই ভুল আমাদের ভুল হতেই পারে। আমরা অনেকেই আছি ভুলকে ভুল মনে করি না আমরা বুঝি এটাই সত্যি কিন্তু এটা ঠিক নয়। আমরা কাজে-কর্মে ভুল করে থাকি কিন্তু আমরা একটা ভুল করলে সেই ভুলটা আমাদের জন্যই ভালো পরবর্তীতে আমরা ওইটাকে সঠিকভাবে বুঝতে পারি। ভাই আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে।

আমার পোস্টটি অনেক মনোযোগ সহকারে পড়েছেন এবং খুবই সুন্দর একটি মন্তব্য করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার শিক্ষনীয় পোস্ট গুলা দেখে অনেক ভালো লাগে। আপনি একদম বাস্তবিক কথাগুলো তুলে ধরেন। অনেক সময় দেখা যায় আপনার পোস্ট পড়লেও কি মন্তব্য করব এজন্য আর কিছুই লিখতে পারিনা। আজকের বিষয়টা একদম বাস্তবিক। একটি মাত্র ভুল করলেই আপনার হাজারো ভালো দিকগুলো এক ঝলকে ভুলে যায়। আমাদের মাঝে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ।

আপনি একদম ঠিক বলেছেন এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago (edited)

ভুল জিনিসটা আমার কাছে আসলে আপেক্ষিক মনে হয়। আপনার কাছে যেটা ভুল আমার কাছে সেটা ভুল নাও হতে পারে। আর আপনার পোষ্টের শেষে যে ব্যাপারটা আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে চিরন্তন বাস্তবতা। মানুষ নিজের অনেক বড় ভুলও সহ্য করতে পারে। কিন্তু অন্যের ছোট্ট ভুল ও সহ্য করতে পারে না।

জী ভাই আমি আপনার কথার সাথে সহমত। অনেক মূল্যবান একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভাই এটি হচ্ছে আমাদের সামাজিক বাস্তবতা। আপনার হাজারো সফলতা একটিমাত্র ভুলের জন্য সব কিছু মুছে যায়। আসলে ভাই ভুলটা খুবই অদ্ভুত ।ভুল মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় আবার একটিমাত্র ভুলের জন্য জীবনে অনেক কিছু হারিয়ে ফেলে। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লেগেছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনি আমার পোষ্টটি খুব মনোযোগ সহকারে পড়েছেন আমি তা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

মোটিভেশনাল একটি ব্লগ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন আসলেই সত্য এবং বাস্তবিক কিছু কথা আপনি তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে, এবং সব সময় ভালো কিছু শেয়ার করবেন আমাদের উদ্দেশ্যে এই আশা রাখি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.037
BTC 101413.21
ETH 3138.82
SBD 4.70