You are viewing a single comment's thread from:
RE: পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো বাজির বাজার, চম্পাহাটি // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
একটা সময় ছিলো যখন আমার বন্ধুরা মিলে অনেক বাজি কিনতাম এরপর রাতে সবাই মিলে ছাদে উঠতাম।ছাদে উঠার পরে অনেক ধরণের বাজি সব একসাথে জ্বালাতাম। অনেক পুরনো অনেক কিছু মনে পরলো আজকে। আমাদের দেশে মনে হয়না এতো বড় বাজির দোকান পাওয়া যাবে।
জায়গাটায় শুধু বাজিই পাওয়া যায়। তোমরা তাহলে তো আর বাজি ফাটাতে পারো না ভাই! 😥