অনেকদিন পর আমার ব্লগে ফেরা।🎉|| 10% Beneficiaries @shy-fox ||

প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।


❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️


আজকে আমি হাজির হয়েছি একটি লিখা নিয়ে।
লিখতে ভালা লাগোটা আমার বহুদিন এর। কেও যদি জিজ্ঞেস করে তোমার লিখার কারণ কি?
তাহলে আমার একটাই উত্তর আসবে তা হলো জানিনা।
তাহলে আজকের লিখাটা শুরু করি।
আজকের লিখার বিষয় হলো " অনেকদিন পর ফিরে আসা "।


★★"আমার বাংলা ব্লগে ফেরা"★★


IMG_20220322_232513.jpg


  • ফিরে আসা:-,

আজকে অনেকদিন পর স্টিমিট এ পোস্ট লিখতে বসেছি।
কতদিন পর তা এখনো হিসাব করি নি।
যদি হিসাব করি তাহলে মাসখানেক তো হবেই।

মূলত আমি একজন স্টুডেন্ট অর্থাৎ আমি একজন ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থী। অন্যান্য শিক্ষার্থীর জীবন যতটা সহজ হয় আমার জীবনে ততটাই সহজ ছিল।
আমি বলবো আমার জীবন অন্যান্য শিক্ষার্থীর চেয়ে আরো বেশি সহজ ছিল।
কারণ আমার বাবা-মা প্রতিনিয়ত আমাকে খুব ভালো সাপোর্ট দিতো,
এবং
আমার আপুরা আমার সম্পূর্ণ পরিবার আমাকে অনেক সাহায্য করত। এবং অবশ্যই যেহেতু আমি একমাত্র ছেলে আমার বাবা-মায়ের আর আপুরা তো রয়েছেই।

  • সেই হিসেবে আমি একটু দরকার এর চেয়ে সব সময় বেশি আদর পেয়েছি। আমার কখনো কোনো সমস্যা হয়নি।
    কিন্তু হঠাৎ করেই জীবনের অনেক সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছে।

★★"সমস্যা আর্থিক নয় মানসিক!"★★

  • পারিবারিক সমস্যা:-,

  • আপনারা আবার ঘাবড়াবেন না।

আমার কোন জীবনের সমস্যা সৃষ্টি হয়নি, আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি খুব ভালো আছি।
কিন্তু আমার যে সমস্যা সৃষ্টি হয়েছে তা হলো পারিবারিক।

যেহেতু আমি ঘরের একমাত্র ছেলে। সেহেতু আমার বাবা-মায়ের, আমার পরিবারের এবং আমার আপুদের তাদের প্রতি একটি আমার একটি দায়িত্ববোধ থেকেই যায়।
এবং
যেহেতু দিনের-পর-দিন বয়সটা বাড়ছে সেই সাথে দায়িত্ব কেমন একটা যেন কাঁধে চেপে বসেছে।
আমি এমন একটা ছেলে ছিলাম যার পরিবারের দায় দায়িত্ব নেওয়ার চিন্তা কোনদিনও ছিল না।
কিংবা,
এসবের দরকার নেই।

এখনো যে আমার পরিবারের দায়-দায়িত্ব নিতে হচ্ছে তা নয়। এখনো আমি আমার পরিবারের মাধ্যমেই আমার সবকিছু চালাই। কিন্তু সমস্যাটা হয়েছে অন্য জায়গায়।
তাদেরকে অর্থাৎ আমার পবিবারকে আমার এখন মানসিকভাবে ভীষণভাবে সাপোর্ট এবং নিজের সময় দিয়ে সাপোর্ট করতে হয়।

★★"একমাত্র ছেলে হলে দায়িত্ব হয় বেশি"★★

  • অভিভাবকের বয়স বাড়লে সন্তানদের উপরেই নির্ভরশীল হতে হয়:-,

আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান হওয়াতে চাইলেই সবকিছু আজকাল এত সহজভাবে করে ফেলতে পারিনা।
আমার বাবা মায়ের বয়স হচ্ছে।
আমার বয়স ও একটু একটু করে বাড়ছে।
যতই বাবা-মায়ের বয়স হচ্ছে ততই তারা সন্তানের প্রতি নির্ভরশীল হয়ে পরে।
এবং
এটাই স্বাভাবিক।

কিন্তু তাতে নিজের সময় গুলো গুছিয়ে উঠতে পারছিনা।

আমার অতীত:-

কিন্তু এখন সময় এসেছে বাবা মায়ের দায়িত্ব নেওয়ার।
দায়িত্ব বলতে আমি কিন্তু টাকা পয়সা দিয়ে দায়িত্ব নেওয়ার কথা বলছি না।
আমি বলছি মানসিকভাবে তাদের সহায়তা হওয়ার।

দায়িত্ব:-

আপনারা আমার পোস্ট যারা কমবেশি পড়েছেন তারা অনেকেই জানেন বাবা বাড়ি করছে।
এখন আমার বাবার যথেষ্ট বয়স হয়েছে।
সেই কারণে চাইলেই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে পারে না। আর লোক দিয়ে কাজ করানো মানেই হলো সামনে দাঁড়িয়ে থাকা। না হলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়।
এবং
বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয়।
সেই জটিলতাগুলো আজকাল আমাকে পুরোপুরি ভাবে হ্যান্ডেল করতে হচ্ছে।
এবং
আমার পরিবারে একটি বড় ঝড় বয়ে গিয়েছে।
মূলত সব কথা তো সব সময় শেয়ার করা যায় না।
সে কারণে আমি ঐদিকে না যাই।
কারণ আসলে পারিবারিক কিছু ব্যাপার চাইলেও সেই ভাবে সকলের সাথে শেয়ার করা যায় বলে আমি মনে করি না।

নিজের পরিবার:-

তাও আমি ভাবলাম আমার এই পরিবারের কাছে আমার ফিরে আসা উচিত।এই পরিবারে আমি অনেক ভালো সময় কাটিয়েছি সে কারণে আমি চাইলে এই পরিবার থেকে দূরে সরে যেতে পারব না।আশা করি আপনাদের আমাকে দেখে ভালো লাগছে,
এবং
আমারও আপনাদের কাছে আবার আসতে পেরে খুবই আনন্দ বোধ করছি।
আমি আশা করবো এখন থেকে নিয়মিত হয়ে আপনাদের সাথে থাকার এবং আপনাদের ভালোবাসার একজন মানুষ হয়ে ওঠার।
আমি খুব কম কথা বলা একজন মানুষ কিন্তু সকলকেই ভালোবাসি এবং এই পরিবারের সকলেই আমার অত্যন্ত আপনজন।

সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।

Sort:  
 3 years ago 

আপনাকে আবার আমাদের মাঝে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে 💐
আমি দোয়া করছি আপনার সমস্ত সমস্যা কেটে যাক।
আর ভাই পুরুষ মানুষের জীবনটা অনেক কঠিন। সবসময়ই অন্যের জন্য বাঁচতে হয় আর দায়িত্ব নিতে হয়। তাই শুভ কামনা রইল আগামীর অভিভাবক ♥️

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমার জন্য সব সময় দোয়া করবেন এই কামনাই করি।

 3 years ago 

এই পৃথিবীতে ছেলেমেয়ে সমান আমরা যতোই বলি দায়িত্ব কিন্তু ছেলেদের উপরই বেশি পড়ে। এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে "সমস্যা আর্থিক নয় মানসিক। আর্থিক সমস্যা দূর করা গেলেও সৃষ্টিকর্তার সহযোগিতা ব‍্যতীত মানসিক সমস্যা দূর করা সম্ভব না। যাইহোক সব সমস্যা দূর করে আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন এটাই অনেক। আমাদের সাথেই থাকুন। আপনার জন্য শুভকামনা।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

যাক, পারিবারিক ঝামেলার পর যে আমাদের মাঝে আপনি আবার ফিরে এসেছেন এটাই অনেক। আশা করি এখন থেকে রিগুলার আমাদের মাঝে আপনি থাকবেন। আপনাকে আমারা সবাই অনেক মিস করছি। শুভকামনা আপনার জন্য। 💞💞

অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আমাদের সকলের জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে। তবে সে সমস্যার সমাধানও রয়েছে। তবে আপনি যে বলেছেন সমস্যাটা আর্থিক নয় মানসিক আসলে আর্থিক সমস্যার সমাধান খুব দ্রুত হয়তো মেলানো সম্ভব। কিন্তু মানসিক সমস্যা সমাধান করা খুবই কঠিন হয়ে পড়ে। আর একটি কথা একদমই ঠিক যে মা বাবার বয়স যত বৃদ্ধি পায় ততই তারা তাদের সন্তানদের ওপর নির্ভরশীল হতে থাকে। আর আপনি আপনার মা-বাবার একমাত্র ছেলে সন্তান হওয়ার কারণে আপনার ওপর একটু দায়িত্ব বেশি পড়বে এটাই স্বাভাবিক। তবে আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল যেন আপনি সব সমস্যার সমাধান করে সামনে এগিয়ে যেতে পারেন।

আপনি একদম ঠিক বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.037
BTC 101413.21
ETH 3138.82
SBD 4.70