পৃথিবীর সবচেয়ে বড় সঙ্গী নিজের ছায়া(ছায়াই আপন)|| 10% Beneficiaries @shy-fox ||


প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।


❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️


আজকে আমি হাজির হয়েছি একটি লিখা নিয়ে।
লিখতে ভালা লাগোটা আমার বহুদিন এর। কেও যদি জিজ্ঞেস করে তোমার লিখার কারণ কি?
তাহলে আমার একটাই উত্তর আসবে তা হলো জানিনা।
তাহলে আজকের লিখাটা শুরু করি।
আজকের লিখার বিষয় হলো "পৃথিবীর সবচেয়ে বড় সঙ্গী নিজের ছায়া(ছায়াই আপন)"।


★★ছায়া★★


IMG_20220220_141051.jpg


ছায়া হল আলোর অভাবে আমাদের শরীরের পাশে যে প্রতিবিম্ব সৃষ্টি হয়।
কিংবা,
আলোর অভাবে যে প্রতিকৃতি সৃষ্টি হয় সেটাই হলো ছায়া।শুধু যে আমাদের শরীরের পাশে আলোর অভাবে সৃষ্টি হওয়া প্রতিবিম্ব ই ছায়া তা কিন্তু নয়।প্রতিটি বস্তুর ই ছায়া পরে যদি আলোর তারতম্য হয়।


★★সব আপন পর হয় একদিন★★


একটা সময় দেখবেন জীবনের সব আপন মানুষ গুলা কেমন একটা পর হয়ে যাচ্ছে।ছোট বেলায় যেই মানুষগুলাকে নিজের মতো হতো সেই মানুষগুলাকেই দেখবেন যতই বড় হচ্ছেন ততই দূরে সরে যাচ্ছে।এই দূরে সরে যাওয়াটা একদিনে হয়না, অনেকদিন এ হয়।এই দূরে সরে যাওয়াটা এতটাই ধিরে ধিরে হয় যে আমি, আপনি একদিনে বুঝতে পারব না।এই বিষয়টি লক্ষ্য করার জন্য অনেক সময়ের দরকার হয়।

ছোট বেলায় দেখবেন আশে পাশের সব আত্বীয়স্বজন গুলা খুব আপন মানুষ।যাকেই আপনি কয়েকদিন কাছে পাবেন,
তাকেই মনে হবে আপনার খুব আপন মানুষ।
যখন আপনি আরেকটু বড় হতে শুরু করবেন তখন আপনার কাছে মনে হবে একদল আপন মানুষ এবং একদম ফেইক মানুষ।তখন ও কিন্তু আপন মানুষের দলটাই আপনার কাছে বেশি মনে হবে।তখন ও আপনার কাছে মনে হবে আশেপাশে অনেক আপন মানুষ,আপন মানুষ।

এরপর আরেকটু বড় হবেন,এরপর মনে হবে আপনার আপন মানুষের সংখ্যা একটু একটু করে কমে যাচ্ছে।
অর্থাৎ, আপনি দেখবেন আপনি যাদেরকে আগে আপন মানুষ ভাবতেন তারা আসলে আপনার আপন মানুষ নয়।

কিংবা,
আপনি যাদেরকে আপনার আপন মানুষ ভাবতেন, তারা কেমন একটা যেন ব্যবহার আপনাকে বেদনা দিচ্ছে। একটা সময় দেখবেন আপনি যাদেরকে খুব আপন মানুষ ভাবতেন সেই আপন মানুষগুলো।
কিংবা আপনি যে আত্মীয়-স্বজন গুলা কে খুব কাছের কিংবা খুব ঘনিষ্ঠভাবে আত্মীয়-স্বজন গুলার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে,

  • আপনার কাজে ভুল ধরা।
    কিংবা,
  • আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ঠকানো।
    বা,
  • আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে কষ্ট দেওয়া।
আত্বীয়স্বজন কষ্ট দেয় তাহলে আমরাও তো আত্বীয় কারো!

এখন একটা বিষয় ভেবে দেখুন আমরা সকলেই বলি আমাদের সকলের আত্মীয়-স্বজন আমাদেরকে দেখতে পারে না কিংবা আমাদেরকে কষ্ট দেয় মানসিকভাবে।
এখন এইটাও আপনি ভাবেন যে আমরাও কিন্তু কারও না কারও আত্মীয়-স্বজন!
এখন আমরা সকলেই যখন বলছি যে আত্মীয়-স্বজন খারাপ। তার মানে, আমরা সকলেই খারাপ!

কারণ আমার আত্মীয়-স্বজন যেমন একই কথা বলছে, ঠিক তেমনটাই আমিও একই কথা বলছি। তার মানে এটাই দাড়াচ্ছে যে আমাদের সকলের মধ্যে একটি প্রবণতা কাজ করছে যে অন্যকে কিভাবে কষ্ট দেবো কিংবা অন্যকে কিভাবে ছোট করব এবং এভাবেই আপন মানুষ হারিয়ে যায়।

এভাবে করতে করতে একটা সময়ে গিয়ে দেখবেন আপনার আপন বলতে তেমন কোন মানুষ আর নেই জীবনে।
একটা সময়ে গিয়ে আপনি এই জিনিসটি বোধ করবেন। যে আপনি এই পৃথিবীতে একেবারে একা। যেমনটা জন্মের সময় আপনি একা এসেছিলেন। ঠিক তেমনটাই যাওয়ার সময় দেখবেন আপনি একা একেবারে একা।
জীবনের শেষ পর্যায়ে যখন দেখবেন আপনার আর কোন কিছুর তাড়া নেই,
আপনার আর কোন কিছুর ব্যস্ততা নেই,
আপনার আর কোন কিছু চিন্তা নেই, যখন আপনার নিজের মতো করে সময় কাটাতে ইচ্ছে করবে,
কিংবা নিজের ইচ্ছে পূরণ করতে ইচ্ছে করবে।
তখন দেখবেন আপনার আশেপাশের মানুষ ব্যস্ত হয়ে গেছে। আপনি আর তাদের আপন জনের মধ্যে পরেন না কিংবা আপন জনের মধ্যে আপনাকে সেভাবে আর দরকার নাই।

এইভাবে করতে করতেই একটা সময় আপনার পাশে থেকে সকলেই খুব ধীরে ধীরে সরে যাবে। এবং এই ধীরে ধীরে এত টাই ধীরে হয় যে টেরও পাবেন না।
এবং যখন টের পাবেন তখন আপনি দেখবেন একলা দাঁড়িয়ে আছেন।


★★ছায়া থাকে আজীবন★★


ওই যে আমি বললাম না আপনি একটা সময় দাঁড়িয়ে দেখবেন আপনি একটা হয়ে গেছেন। তখনই আপনি বিষয়টি বুঝতে পারবেন যে আপনি জীবনে যাদের জন্য যা যা করেছেন,
কিংবা আপনার প্রিয় মানুষগুলোর জন্য যত কষ্টই করেছেন। কিন্তু একটা সময়ে আপনাকে তাদের প্রয়োজন মনে হবে না।

কিন্তু দেখবেন,

আপনার সাথে আছে শুধুমাত্র আপনার সব সময়ের সঙ্গী ছায়াটা।যাকে আমরা কোনদিন আগে জীবনের অংশ বলে মনে করিনি।
কিন্তু একটা সময় দেখবেন ভালোবাসার সব মানুষ হারিয়ে গিয়েছে। শুধুমাত্র আমাদের ছায়া আমাদের সাথে থেকে গিয়েছে। এই ছায়া আমাদের সব সময়ের সঙ্গী। যখন আমরা সবার মাঝে থাকি তখনও ছায়া আমাদের সাথে ছিলো।
এবং যখন আমরা সকলের মাঝে থেকেও একা হয়ে আছি তখনও ছায়া আমাদের সাথেই আছে।
এইটাকে হয়তো বলে যে ছায়া আজীবন সঙ্গী হয়ে থাকে। যদি আপনি মারাও যান তবুও দেখা যাবে আপনার সঙ্গেই আছে জীবনের এই একটা মাত্র জিনিস। যেটা আমাদের একান্ত আপন তা হলো শুধু মাত্রই ছায়া।

এটা সেই ছায়া যে ছায়াকে আমরা অনুভব করতে পারি না। যে ছায়ার অস্তিত্ব আমরা কোনদিন থাকলেও টের পাই না।কিংবা যে ছায়ার অস্তিত্ব নিয়ে আমাদের কোন আসে যায় না।একটা সময় দিন শেষে দেখবেন এই ছায়াই আমাদের সাথে সাথে চলছে,আমাদের কদমে কদমে, আমাদের সাথে চলছে, আমাদের সুখ-দুঃখের সাথী হয়ে আছে এই ছায়া।

সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।

Sort:  

বাহ!! ভাইয়া সত্যি আপনার আজকের টপিকটি আমার কাছে অসম্ভব ভাল লেগেছে।

একটা সময় দেখবেন জীবনের সব আপন মানুষ গুলা কেমন একটা পর হয়ে যাচ্ছে।ছোট বেলায় যেই মানুষগুলাকে নিজের মতো হতো সেই মানুষগুলাকেই দেখবেন যতই বড় হচ্ছেন ততই দূরে সরে যাচ্ছে।এই দূরে সরে যাওয়াটা একদিনে হয়না, অনেকদিন এ হয়।এই দূরে সরে যাওয়াটা এতটাই ধিরে ধিরে হয় যে আমি, আপনি একদিনে বুঝতে পারব না।এই বিষয়টি লক্ষ্য করার জন্য অনেক সময়ের দরকার হয়।

আপনার এই কথা গুলো ভালই লাগল।
আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। এভবে এগিয়ে যান ভাই এই দোয়া করি। 🥰🥰💞💞

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.037
BTC 102149.04
ETH 3145.11
SBD 4.66