অবহেলায় আপন মানুষ হারায়(আপন মানুষকে আগলে রাখুন)|| 10% Beneficiaries @shy-fox ||


প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।


❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️


আজকে আমি হাজির হয়েছি একটি লিখা নিয়ে।
লিখতে ভালা লাগোটা আমার বহুদিন এর। কেও যদি জিজ্ঞেস করে তোমার লিখার কারণ কি?
তাহলে আমার একটাই উত্তর আসবে তা হলো জানিনা।
তাহলে আজকের লিখাটা শুরু করি।
আজকের লিখার বিষয় হলো " অবহেলায় আপন মানুষ হারায় "।


★★"অবহেলা এক বিষাক্ত পর্যায়"★★


IMG_20220219_232437.jpg


  • অবহেলা কী:-,

একটা মানুষকে দিনের পর দিন উপেক্ষা করা,
কিংবা,
একটা মানুষ এড়িয়ে চলা,
কিংবা,
একটা মানুষকে মানসিক এবং শারীরিক ভাবে পাত্তা না দেওয়াটাকেই আমার ভাষায় আমি অবহেলা বলি।

  • অবহেলা কাকে করা হয়!:-

আমাদের চারপাশে আমাদের জন্য অনেক মানুষ থাকে।সব মানুষকে যে আমরা পছন্দ করি সেইটা কিন্তু না।আমরা সবাইকে পছন্দ করি না আবার সবাইকেও অপছন্দ ও করিনা।প্রতিটা মানুষ যেমন আমাদের ব্যাক্তিগত পছন্দের হবেনা ঠিক তেমন প্রতিটা মানুষ আমাদের ব্যাক্তিগত অপছন্দের ও হবেনা।কিন্তু পছন্দ না হলেই যে কোনো মানুষকে অপহেলা করতে হবে এইটা আমার কাছে খারাপ লাগে।আমাদের কোনো মানুষকে পছন্দ না হতেই পারে।কিন্তু তার মানে এই না যে আমরা তাকে অবহেলা করবো।অবহেলা আমরা তাকেই করি যাকে একটা সময় আমাদের ভালো লাগতো।
কিন্তু!
পরবর্তীতে আর ভালো লাগেনা।
এইগুলা আমার ব্যাক্তিগত মতামত।

  • অবহেলা কেনো বিষাক্ত?:-
অবহেলা বরাবর ই অপছন্দ সবার কাছেই।অবহেলা মানে হল অপেক্ষা করা।এখন আমরা যদি কোনো মানুষকে দিনের পর দিন অবহেলা করা শুরু করে দি তাহলে সেই মানুষটা কোণঠাসা হয়ে পরবে।সেই মানুষটা আস্তে আস্তে করে একেবারে একলা হয়ে যাবে।সে তার পাশে কাওকেই পাবেনা।এমন একটা সময় চলে আসবে যখন সে এই অবহেলার কারণে একাকীত্বে ভোগা শুরু করবে।একাকীত্ব মানুষের জীবনের জন্য খারাপ একটা পর্যায়।এই পর্যায়ে মানুষ যেকোনো কিছু ভুল, শুদ্ধ করে ফেলতে পারে।অনেকে একাকীত্বে ভুগে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নয়।তারা ভালো ভাবে সফল ও হয়।কিন্তু যারা একাকীত্বে ভুগে ঘুরে দাঁড়াতে পারেনা।এবং একাকীত্বের কারণ আত্মহত্যার মতো পথ বেছে নেয় তখন বিষয়টা চরম খারাপের পর্যায়ে চলে যায়।সেই কারণেই আমি বললাম যে "অবহেলা বিষাক্ত"।

★★"অবহেলা পরকে করলে সমস্যা হয়না"★★


আমরা সবাই জানি কোনো মানুষকে অবহেলা করা ঠিক না।কিন্তু যারা আমাদের খুব দূরের কেও।
তাদের যদি আমরা সামান্য অবহেলা করি তাহলে বেশি কিছু যায় আসবেনা।তার কারণ যারা আমাদের দূরের তারা নিশ্চয় আমাদের কাছ থেকে অতিরিক্ত এক্সপেকটেশন রাখবেনা।
এখন যারা আমাদের কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখবেই না।তারা তখন আমাদের অবহেলা নিয়েও অতিরিক্ত মাথা ঘামাবেনা।সেই কারণেই আমার এই কথাটা বলা যে পরের বেশি যায় আসবে না আমাদের অবহেলায়।


★★"অবহেলায় কারা বেশি কষ্ট পায়"★★


আমাদের অবহেলায় সবচেয়ে বেশি কষ্ট পায় আমাদের আপন জনেরা।

আমরা প্রতিনিয়ত কাওকে না কাওকে অবহেলা করি।আমরা হয়তো বেশিরভাগ সময় ই আমাদের করা এইসব কাজ নিয়ে ভাবিনা।যেই কারণে আমরা আমাদের করা অবহেলা নিয়েও সেইরকম বেশি একটা মাথা ঘামাই না।কিন্তু সেই মানুষগুলা আমাদের এই অবহেলা নিয়ে খুব মাথা ঘামায় যাদের আমরা অবহেলা করি।আমাদের আপন মানুষরা আমাদের ভালোবাসা চায়। সেই কারণেই তারা চায় আমাদের ভালোবাসা।আমরা যখন ভালোবাসার বদলে অবহেলা করি তখন তারা আশাহত হয় এবং খুব কষ্ট ও পায়।


★★"অবহেলায় আপন মানুষ হারায়"★★


  • অবহেলা ও আপন মানুষ:-

আমরা অবহেলা করি বেশিরভাগ সময় আপন মানুষদের ই।
এবং,
আমাদের অবহেলায় ক্ষতি ও হয় আমাদের আপন মানুষদের ই।

আপন মানুষ মানে নিজের মানুষ। যেই মানুষগুলা আমাদের একান্ত নিজের তাদের যখন আমরা নিজেদের সুবিধার্তে অবহেলা করা শুরু করে দি তখন তারা প্রচন্ড কষ্টে দুমড়ে মুচড়ে যায়।তারা আমাদের অবহেলাকে সহ্য করতে পারেনা।তারা সহ্য করতে পারেনা যে তাদের আপন মানুষ ই তাদের অবহেলা করছে।

একবার ভেবে দেখুন,

আপনার ই আপন মানুষ আপনাকেই অবহেলা করছে।
বা,
আমার ই আপন মানুষ আমাকেই অবহেলা করছে।

তখন কেমন লাগবে?
নিশ্চয় খারাপ লাগবে!

যখন কোনো বিষয় নিজের উপর ভাবা হয় তখন বিষয়গুলা আমাদের কাছে পরিষ্কার হয়।কারণ অন্যের খারাপ লাগার চেয়ে, আমরা আমাদের খারাপ লাগাটা আমরা বেশি অনুভব করতে পারি।

আপনি ভাবুন,
আপনি কাওকে খুব ভালোবাসেন।
আপনি সেই মানুষকে নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দেন।আপনার জীবনের প্রতিটি কাজ সম্পর্কে তাকে জানান।আপনার সব কিছুর ব্যাপার নিয়ে আপনি তার সাথে পরামর্শ করেন।
আপনারা জীবনের প্রতিটি সিদ্ধান্ত আগে সেই মানুষটা জানানো হয় এরপর অন্য মানুষরা জানে।

হঠাৎ যদি দেখেন যে সেই মানুষটা আপনাকে অবহেলা করছে!
তখন নিশ্চয় নিজের ভেতরটা খালি হয়ে যাবে?

অবহেলায় আপন মানুষ হারানোর কারণ,
আমরা যখন আপন মানুষকে অবহেলা করতে শুরু করি।
তখন সে কষ্টে অভিমানে নিজেকে গুটিয়ে নেয়।সে ধিরে ধিরে আমাদের কাছ থেকে দূরে সরে যেতে থাকে।একটা সময় সে রাগে,অভিমানে আমাদের একা করে দিয়ে হারিয়ে যায়।

নিজের আপন মানুষগুলাকে নিজের ব্যস্ততার জন্য অবহেলা করবেন না।তারা আপনার আপন,তাদের সারাজীবন আগলে রাখার দায়িত্ব ও আপনার।কারণ আপন মানুষ সহজে পাওয়া যায়না এবং আমাদের সুখ দুঃখের সাথি হবে এই আপন মানুষগুলাই।

সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।

Sort:  
 3 years ago 

আপনার সাথে আমি সহমত, আসলে অবহেলা করলে অবশ্যই মানুষকে হারাতে হয়, সেটা আপনজোন হোক আর কিছুটা দূরের ব্যক্তি হোক। শুধু তাই নয় অনেক সময় বলা হয় চোখের আড়াল হলে মনেরও আড়াল। সত্যি এই চোখের আড়াল হলেও অনেক মানুষ হারাতে হয় যেটা আমি বাস্তব প্রমান। আপনাকে অনেক ধন্যবাদ,এবং ভাল থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনা করব।

 3 years ago 

অবহেলা আমরা তাকেই করি যাকে একটা সময় আমাদের ভালো লাগতো।

একদম ঠিক বলেছেন ভাইয়া।আমি একমত ,সেটি আমাদের প্রতিবেশী কেউও হতে পারেন।তাছাড়া অবহেলা একদিনের ব্যবহার দিয়ে জন্ম নেয় না।তবুও দীর্ঘদিনের সম্পর্কে তাদেরকে আপন করে নেওয়াই উত্তম।ধন্যবাদ ভাইয়া, সুন্দর লিখেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা মন্তব্য করেছেন।

খুব সুন্দর একটি শিক্ষকামূলক বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন। সত‍্যি অবহেলা অনেক বড় একটি ব‍্যাধি। আমাদের সমাজে এই জিনিসটা লক্ষ্য করলে বেশি দেখা যায়। আপনার অবহেলায় পারে একটি মানুষ কে নিস্তব্ধ করতে। আমরা অবহেলা কাউকে না করি। আপনি ভালো লিখেছেন বিষয়টি সম্পর্কে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন‍্য। শুভকামনা রইলব

আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করেছেন।

 3 years ago 
একদম সত্যি আর বাস্তব একটি কথা তুলে ধরেছেন আপনি আজকে আপনার এই পোস্টে ভাই। তবে শুধুমাত্র প্রিয়জন কিংবা আপনজন যে কাউকে অবহেলা করলে তাকে হারাতে হয় সেটা আমরা সবাই জানি। আপনি খুব সুন্দর লিখেছেন। আপনার সাথে সহমত পোষণ করছি আমি ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। প্রিয় ভাই।

 3 years ago 

আপনার পোস্ট টি পড়ে খুব ভালো লাগলো। আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।আপনি ঠিক বলেছেন এই অবহেলা আপন মানুষকে পর করে দেয়।একটা সময় দেখা অবহেলার যন্ত্রণা সহ্য করতে না পেরে চিরদিনের মতো হারিয়ে যায়।আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর কথা বলেছেন।

বৌদি এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.037
BTC 101413.21
ETH 3138.82
SBD 4.70