দরকারে তুমি ভালো,দরকার ফুরালে তুমি খারাপ "(দুনিয়ার নিয়ম)|| 10% Beneficiaries @shy-fox ||


প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।


❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️


আজকে আমি হাজির হয়েছি একটি লিখা নিয়ে।
লিখতে ভালা লাগোটা আমার বহুদিন এর। কেও যদি জিজ্ঞেস করে তোমার লিখার কারণ কি?
তাহলে আমার একটাই উত্তর আসবে তা হলো জানিনা।
তাহলে আজকের লিখাটা শুরু করি।
আজকের লিখার বিষয় হলো " দরকারে তুমি ভালো,দরকার ফুরালে তুমি খারাপ "।


★★"তোমাকে দরকার"★★


IMG_20220216_214350.jpg


  • দরকার,

দরকার শেষ হলে কোনদিনও কাছের মানুষগুলোকে আর খুব একটা পাওয়া যায় না। যে মানুষ গুলোকে দরকার ফুরালো পাওয়া যায়, মনে রাখে সেই মানুষগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
তার একটা মাত্র কারণ হচ্ছে, বেশিরভাগ মানুষ আমাকে, আপনাকে ভালোবাসবে তাদের দরকারের প্রয়োজনে।
কোনদিনও তার দরকার ফুরিয়ে গেলে আপনাকে ভালোবাসবে না। তবে হ্যাঁ নিজের ভাইবোন, বাবা মার কথা আলাদা।
কারণ তারা আমাদের মন থেকে ভালোবাসে
এবং
তারা আমাদের কোনো স্বার্থ এবং দরকার ছাড়াই ভালোবাসে।

  • আমি প্রয়োজন:-

এমন অনেক কাজ আছে যে কাজগুলো আমাকে কিংবা আপনাকে ছাড়া একেবারে সম্ভব নয়। এমন কিছু কাজ আছে আমাদের সকলের জীবনে যে কাজগুলো আমি কিংবা আপনি ছাড়া কেউ করতে সক্ষম নয়।
কিংবা,
করলেও সেই কাজগুলোতে পারদর্শী নয়।
আপনি সেই মুহূর্তেই খেয়াল করবেন যে, আপনাকে যে কাজগুলোতে খুব দরকার কিংবা আপনি যে কাজগুলোতে পারদর্শী। সেই কাজগুলো করার সময় আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে দরকার এর চেয়ে বেশি সম্মান দিচ্ছে।
কিংবা,
আপনাকে খুব যত্ন করছে।
কিন্তু যখনই আপনার কাজগুলো শেষ হয়ে যাবে।
তখন ঐ আপনি এই ব্যাপারটি আর পাবেন না।
তার একটি মাত্র কারণ হচ্ছে আপনি প্রয়োজন ছিলেন।
আপনি ততক্ষণে প্রয়োজন ছিলেন যতক্ষণ ওই কাজটা সম্পাদন করা হয়েছে।
যেই মুহূর্তে কাজ শেষ,সেই মুহূর্তে আপনার দরকার শেষ।
আপনি দরকার তার মানে আপনি সম্মানীয় এবং প্রশংসার দাবিদার।


★★"দরকারে খুঁজবে★★


  • দরকার এ আমাদের খোঁজখবর নিবে:-

আমাদের জীবনে আপনি এমন কিছু মানুষ পেয়ে যাবেন যারা কয়েক বছর কিংবা কয়েক যুগ পর্যন্ত দরকার না হলে আপনার কোনো খোঁজখবর নিবে না।

এবং,
আপনার সাথে কোনো কথাবার্তা ও তার হবেনা। কিন্তু এমন অনেক সময় দেখা যাবে তারা হঠাৎ করে আপনার জীবনে আসবে এবং আপনার অনেক খোঁজখবর নেওয়া শুরু করবে।এতটাই খোঁজখবর নিবে যে আপনাকে একটা সময় বিরক্ত করে ফেলবে। আপনাকে একটা সময় এতটাই বিরক্ত করে ফেলবে যে আপনি নিজেও একটা সময় বিশ্বাস করা শুরু করবেন। ওই মানুষটা আসলেই আপনার খুব আপন, আপনার মনের মত মানুষ, আপনার জন্য চিন্তা ভাবনা করছে। সেই মুহূর্তেই আপনাকে সে আপনার উপকার করার কথাটা সামনে আনবে। কিন্তু যখনই আপনি তার উপকারটা করে ফেলবেন ঠিক তার কয়েক মুহুর্ত পরেই দেখবেন তার জীবনে ব্যস্ততা চলে আসবে।
এবং,
সে ব্যস্ততার কারণে আপনাকে এটাই দেখাবে যে সে আর আপনাকে সময় দিতে পারছে না এবং এইভাবে করেই সে আবার হারিয়ে যাবে।

** কিছুদিন পরে আবার যদি তার কোনো প্রয়োজন হয় তখন সে আবার আপনাকে এভাবে করে খোঁজখবর নেওয়া শুরু করবে। আপনার বিভিন্ন ভালোর খবর রাখবে, এরপর আবার আপনি তাকে উপকার করবেন। এবং সে উপকারটা নিয়ে আবার নিজের জীবনে ব্যস্ত হয়ে আপনাকে ভুলে যাবে। এবং এটাই বাস্তবতা আমাদের জীবনের
এবং এই বাস্তব ঘটনা আমাদের সকলের জীবনে কম বেশি ঘটে থাকে।**


★★"দরকার শেষ আপনিও শেষ★★


  • দরকার শেষ এ আপনাকে দরকার হবেনা:-

দরকার শেষ হয়ে গেলে আপনাকেও তারা আর দরকার মনে করবে না। তাদের দরকারে আপনি দরকার, তাদের অদরকারে আপনি তাদের দরকার নয়।

যখন একটা মানুষের জীবনে আপনার দরকার টা শেষ হয়ে যাবে তখন মুহুর্তের মধ্যে দেখবেন তার চিন্তাভাবনা, তার বাচনভঙ্গি, তার চেহারা, তার আপনাকে নিয়ে মতামত সবকিছুই মুহূর্তের মধ্যে বদলে যাবে।
আপনি ওই মানুষটাকে কয়েকদিন আগে কিংবা তার উপকার করার আগেও যেরকম দেখেছিলেন।উপকার করার কিছু মুহূর্ত পরেও সেরকম আর দেখবেন না।

আমি বলছি না প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে এমন।যদি আমাদের জীবনে প্রতিটা মানুষ এমন হতো।তাহলে আমরা কোনদিনও বেঁচে থাকতে পারতাম না। আমরা বেঁচে আছি কারণ আমাদের চারপাশে, আমাদের জীবনে এখনো ভালো মানুষ বেঁচে আছে সেই কারণেই।

কিছু মানুষের দেখবেন আপনার যখন দরকার শেষ হয়ে যাবে। তখন তাহার আপনার জন্য যেই মতামতগুলো ছিল কিংবা আপনাকে যেই প্রয়োজনীয় ব্যক্তি হিসেবে মনে করত সে আর কোনভাবেই মনে করবে না। এবং এই ব্যাপার গুলো খুব সহজেই দ্রুত ঘটে যায় আমাদের জীবনে। যেই কারণে আমরা জিনিসগুলোকে ফিল করতে পারি না কিংবা জিনিসগুলোকে আমরা বুঝে উঠতে পারিনা। যে আমাদেরকে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র তারা তাদের দরকারে আমাদেরকে ব্যবহার করেছে।


★★"দরকার শেষ আপনি খারাপ!★★


  • দরকার শেষ এ আপনি খারাপ মানুষ:-

সবকিছু মানা যায়। কিন্তু দরকার শেষে আপনার প্রয়োজনীতা শেষ কিংবা আপনার খোঁজখবর নিবে না। এসব ও শেষ পর্যন্ত মানা যায়। অর্থাৎ আমরা তো মানুষ, সেহেতু মানুষের কিছু ধর্ম, কিছু খারাপ ধর্ম আমাদের মেনে নিতেই হবে। এইটা নিয়ে কোনো কথা হয়তো বললেও কিছু হবে না। কিংবা কোনো সমাধান হবে না। কিন্তু আমার কাছে, আমার নিজের কাছে যেই বিষয়টা বেশি খারাপ লাগে। সেটা হচ্ছে:-

দরকার শেষে অনেক মানুষ ওই উপকার করা মানুষগুলোকে খারাপ বানিয়ে দেয়।

খারাপ বানিয়ে দেওয়ার বিষয়টি আমি আরেকটু বিস্তারিত আপনাদের সাথে ভাগ করার চেষ্টা করি।

কিছু মানুষকে দেখবেন আপনি যখন উপকার করবেন তখন খুব নিচু হয়ে থাকবে,
খুব নরম হয়ে থাকবে,
এবং আপনার কাছ থেকে উপকার টা কিভাবে আদায় করে নিতে হয় সেইটার জন্য সব কিছু করতে রাজি হয়ে যাবে,
এবং সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে আপনি যতক্ষণ তার উপকার করবেন,
কিংবা যতক্ষণ আপনার প্রয়োজন হবে ততক্ষন আপনার জন্য অনেক কিছু করে দেবে,
আপনার সব কথা শুনবে,
আপনার খারাপ কিংবা ভুল কথাগুলোতেও সায় দিবে।

কিন্তু যেই মুহুর্তে আপনি তার প্রয়োজন আর হবেন না।
কিংবা তার উপকার আসবেন না।
সেই মুহুর্তে সেই লোক কি করবে আপনার নামে অপবাদ দেওয়া শুরু করবে।
যেমন:-

  • আপনি খারাপ,
  • আপনার এইসব খারাপ,
  • ঐদিক খারাপ,
  • এইভাবে করে আপনার নামের দুর্নাম ছড়াতে শুরু করবে।

সবচেয়ে বড় বিষয় আপনাকে আর দেখতে পারবেনা।
এবং আপনার চারপাশের মানুষগুলো কেউ আপনার নামে খারাপ কথা বলে উস্কে দিবে। অর্থাৎ যে উপকার করবে তারই ক্ষতি করবে। এই ব্যাপারটি আমার কাছে অত্যন্ত খারাপ লাগে। কারণ যে আমাদের উপকার করছে আমাদের উচিত তাদের সম্মান করা। কিন্তু কিছু দল আছে উপকারের বদল অপকার করে।

সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।

Sort:  
 3 years ago 

এমন তো আমাদের কাছের মানুষ গুলোই।বাংলা একটা প্রবাদ বাক্য আছে।

কাজের বেলায় কাজী কাজ ফুরালে পাজি

আমি খুব কাছ থেকে দেখেছি এমন মানুষ, যখন নিজের দরকার হয় তখন কতশত ফোন,আর যখন দরকার শেষ ফোন দেওয়াও শেষ।ধন্যবাদ সুন্দর একটি কনটেন্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অতি সত্যি কথা বলেছেন ভাইয়া, আপনার কথাগুলো আমার মনে ধরেছে আর মনে হচ্ছে আপনার মত আমিও এই বিষয়টি নিয়ে ভুক্তভোগী। ভাইয়া, আরও একটি মূল্যবান কথা বলেছেন, সেটা হচ্ছে মা-বাবা ভাই-বোন আপনাকে মন থেকে ভালবাসে তাই তারা আপনাকে ব্যবহার করার কথা ভাবতেও পারবেনা। এই কাজটি শুধু বাইরের মানুষই করতে পারে। উপকার করার আগে এক রূপ আর উপকার করার পরে অন্য রূপ,আমি নিজে তার প্রমাণ। মানুষ কেন এমন হয় প্রয়োজনের তাগিদে ব্যবহার করে, প্রয়োজন শেষ,আপনিও শেষ। তাই যথাসাধ্য চেষ্টা করবেন এই চিহ্নিত লোকদের কাছ থেকে দূরে থাকার তবেই আপনার মঙ্গল হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অনেক মূল্যবান একটি মন্তব্য করেছেন আপনি। আপনার মন্তব্যের সাথে আমি সহমত।

দরকারে তুমি ভালো,দরকার ফুরালে তুমি খারাপ

এটা হচ্ছে চূড়ান্ত বাস্তবতা। বেশিরভাগ মানুষই এমন। কিন্তু কি আর করা। যদি আপনি এদের এড়িয়ে চলতে চান। তাহলে ঠক বাছতে গাঁ উজাড় এর অবস্থা হবে।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার লেখা আর আমার জীবনের বাস্তবতা একই রকম। বহুবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি এবং হচ্ছি। সত্যি প্রয়োজনে আমাকে দরকার হয় প্রয়োজন না থাকলে খারাপ হয়ে যাই। মনের কথাগুলোই লিখেছেন ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95634.12
ETH 3333.35
USDT 1.00
SBD 3.08