টিউটোরিয়ালঃ স্টিম থেকে সরাসরি বিকাশে টাকা নেওয়ার পদ্ধতি | | আমার বাংলা ব্লগ [ ২৯-০৭-২০২১ ]

in আমার বাংলা ব্লগ3 years ago

29-07-2021

১৪ই শ্রাবণ ১৪২৮



স্বাগতম সবাইকে,

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন। টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন, আজকে কি নিয়ে কথা হবে।

তো কথা না বলে চলুন শুরু করা যাকঃ-

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনো নিজে স্টিমকে সেল দিতে পারেন না, এজন্যে অন্যের উপর নির্ভর করে থাকতে হয়। এমতাবস্থায়, জরুরীভিত্তিতে টাকার দরকার পড়লে, আপনারা সঠিক সময়ে সঠিক কাউকে খুঁজে পান না। এরফলে অনেক হয়রানির স্বীকার হতে হয়। আজকে এই টিউটোরয়ালটি ফলো করলে ইনশা-আল্লাহ আপনারা নিজের স্টিম নিজেই সেল করতে পারবেন। নিচে আমি এর প্রতিটি ধাপ পর্যায় ক্রমে তুলে ধরবোঃ

এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আমাদের ৩টি জিনিস থাকতে হবেঃ-

  • ১। ওয়ালেটে ১৫ডলারের সমপরিমাণ বা অধিক স্টিম থাকতে হবে।
  • ২। Binance এ একটি ভেরিফাইড একাউন্ট থাকতে হবে।
  • ৩। cashwalletbd এ একটা ভেরিফাইড একাউন্ট থাকতে হবে

োৈ.jpg

sagor bordar.png

এখান থেকে মূল টিউটোরিয়ালটি শুরুঃ-

ধাপঃ ০১


Screenshot 2021-07-29 235202.png

  • ১। ওয়ালেটে ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচে একটি পপ-আপ মেনু আসবে;
  • ২। পপ-আপ মেনু থেকে Fiat & Spot এ ক্লিক করতে হবে।

Screenshot 2021-07-29 235706.png

  • ১। Fiat & Spot পেজে আসার পর আপনার কাঙ্খিত কয়েনটি সার্চ করে নিতে হবে, মানে স্টিম সার্চ করতে হবে।
  • ২। স্টিমের পপ-আপটি নিচের দিকে আসলে, তার ডান দিকে ডিপোজিট লেখাটি দেখতে পারবেন, সেখানে ক্লিক করতে হবে।

Screenshot 2021-07-30 000213.png

  • ১। এরপর ডিপোজিট এ প্রবেশ করলে এড্রেসমেমো দেখতে পাবো।
  • ২। এই এড্রেসমেমো স্টিম ট্রান্সফার করার সময় এড্রেস ও মেমো সব ঠিকঠাক ভাবে দিতে হবে। অনেকবার চেক করে নিতে হবে।

এখন আমাদের কাজ হচ্ছে স্টিম বাইনান্সে নিয়ে আসাঃ--

Screenshot 2021-07-30 000900.png

  • ১। এখানে বাইনান্স থেকে কপি করে নিয়ে আসা এড্রেসটি দিতে হবে।
  • ২। এখানে ১৫ডলারের সমপরিমাণ বা অধিক স্টিম সংখ্যা দিতে হবে।
  • ৩। এখানে বাইনান্স থেকে কপি করে নিয়ে আসা মেমোটি দিতে হবে।

সব কিছু ঠিকঠাক করার পর নেক্সট করে কনফার্ম করতে হবে।

sagor bordar.png

ধাপঃ ০২


Screenshot 2021-07-30 001935.png

  • ১। নোটিফিকেশন -বার থেকে কনফার্ম হওয়া যায়, আপনার স্টিমটি ডিপোজিট হলো কিনা! ডিপোজিট হতে সর্বচ্চো ৩মিনিট সময় লাগে।
  • ২। এখানে আপনার স্টিমিটের পরিমাণটি দেখতে পারবেন।
  • ৩। এখন আমাদের যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে স্টিমকে বিটকয়েনে ট্রেড করা। অর্থাৎ স্টিম বিক্রি করে দিয়ে বিটকয়েন কেনা।
  • ৪। Steem-BTC তে ক্লিক করে ট্রেডিং এর কার্যক্রম শুরু করতে হবে।

Screenshot 2021-07-30 003335.png

  • ১। এখান থেকে মার্কেট সিলেক্ট করে নিতে হবে। কারণ, মার্কেট সিলেক্ট করলে মার্কেটের বর্তমান দাম অনুসারে আপনার স্টিমটি সঙ্গে সঙ্গে সেল হয়ে যাবে।
  • ২। এখানে আপনার স্টিমিটের পরিমাণটি দিতে হবে। যেমনঃ আমি দিলাম ১০০ স্টিম।
  • ৩। তারপর সেল এর উপরে ক্লিক করতে হবে। তাহলে, আপনার স্টিমটি বিক্রি হয়ে স্টিমের সমপরিমাণ ডলার এর বিটকয়েন পেয়ে যাবেন।

Screenshot 2021-07-30 003938.png

  • ১। এরপর আপনার বিটকয়েনটি কে (Bitcoin) ইউএসডিটি (USDT) তে কনভার্ট করে নিতে হবে।

Screenshot 2021-07-30 005200.png

  • ১। প্রথমে বিটিসি টু ইউএসডিটি সিলেক্ট করে নিতে হবে।
  • ২। আপনার বিটিসি এমাউন্টটি দিতে হবে।
  • ৩। এরপর এখানে ক্লিক করে কনফার্ম করে নিতে হবে।

Screenshot 2021-07-30 010004.png

  • ১। তাহলেই পেয়ে যাবেন, আপনার ১৫ডলার বা এর অধিক ইউএসডিটি।

sagor bordar.png

ধাপঃ ০৩


  • এই পর্যায়ে আমরা ক্যাশওয়ালেটবিডি থেকে কিভাবে বিকাশে টাকা নিতে হয় সেটি দেখবো। ক্যাশওয়ালেটবিডি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় মানি এক্সচেঞ্জ ওয়েবসাইট। ক্যাশওয়ালেটবিডি তে লগইন করার জন্যে https://cashwalletbd.com/?ref=5503 এটি ব্যবহার করুন। আশা করি, আপনারা একাউন্টটি করে নিয়েছেন।

Screenshot 2021-07-30 011512.png

  • https://cashwalletbd.com/ তে যাওয়ার পর এক্সচেঞ্জ এ ক্লিক করে, সেন্ড এ USDT (trc20) আর রিসিভ এ BKASH দিতে হবে।

Screenshot 2021-07-30 012103.png

  • ১। এখানে আপনি যত ডলার বের করতে চাচ্ছেন সেটি উল্লেখ্য করুন।
  • ২। এখানে, ১ ইউএসডিটির দাম ৮৬ টাকা
  • ৩। আপনার ডলার অনুযায়ী বিকাশের ফাঁকা জায়গাতে টাকার পরিমাণ আসবে। তারপর নেক্সট করুন।

Screenshot 2021-07-30 012505.png

  • ১। এখানে আপনার নাম দিন!
  • ২। এখানে,আপনার জিমেইলের নাম দিন!
  • ৩। এখানে,আপনার মোবাইল নাম্বার দিন!
  • ৪। এখানে,আপনার বিকাশ নাম্বার দিন! তারপর নেক্সটে ক্লিক করুন!

Screenshot 2021-07-30 013046.png

  • ১। এই লিংকটি কপি করে নিতে হবে!
  • ২। বাইনান্স থেকে USDT ( trc20) Withdraw করে এখানে transection id টি কপি করে দিতে হবে।

Screenshot 2021-07-30 013712.png

  • ১। USDT ( trc20) Withdraw করার জন্যে এখানে ক্লিক করতে হবে!

Screenshot 2021-07-30 014151.png

  • ১। এখানে কপি করা ক্যাশওয়ালেটবিডির এড্রেসটি পেষ্ট করে দিতে হবে
  • ২। এখানে আপনার এমাউন্ট টি দিতে হবে,
  • ৩।যদি আপনি ক্যাশওয়ালেটবিডিতে ১০ ডলার বের করার জন্যে এক্সচেঞ্জ করার পরিকল্পনা করেছেন, তাহলে আপনাকে এখানে ১১ডলার দিতে হবে। এর মানে হচ্ছে বাইনান্স আপনার কাছ থেকে ১ ডলার চার্জ করতেছে। আপনি যদি ১০০০ ডলার বের করেন, তবুও ১ডলার চার্জ করবে আর আপনি যদি ১০ডলার বের করেন তবুও ১ ডলার চার্জ করবে।

Screenshot 2021-07-30 015016.png

  • ৪। তারপর, Withdraw তে ক্লিক করে সকল সিকিউরিটি কোড বসিয়ে ট্রান্সফার সম্পন্ন হবে। আর ট্রান্সফার সম্পন্ন হলে, একটি ট্রান্সজেকশন আইডি দিবে, সেটি কপি করে নিতে হবে।

Screenshot 2021-07-30 015151.png

  • ১। এখানে ট্রান্সজেকশন আইডিটা পেস্ট করে দিয়ে, কনফার্ম এ ক্লিক করতে হবে। তারপর ১০-১৫ মিনিটের মধ্যে আপনি আপনার কাঙ্খিত টাকাটি বিকাশে পেয়ে যাবেন।

নোটঃ নিজে নিজে সেল করতে হলে, ১ডলার চার্জ দিতে হচ্ছে বাইনান্সকে। এবং সকল ট্রান্সজেকশন ঠান্ডা মাথা ও ধীরে ধীরে করবেন। আর এই সিস্টেম যদি একান্তই ঝামেলার মনে হয় তাহলে আমাদের সন্মানিত মডারেটর মহাদয় @moh.arif ভাইকে নক করতে পারেন।

sagor bordar.png

আশা করি, আমার এই টিউটোরিয়ালটি সকল নতুন সদস্যদের অনেক উপকারে আসবে। যদি আমার এই টিউটোরিয়াল আপনাদের কোনো উপকারে আসে সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

ধন্যবাদ সবাইকে।

sagor bordar.png

Untitled-1s.jpg

আমার সম্পর্কে কিছু কথাঃ-


আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যেসব সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভিশন আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে।

sagor bordar.png

আমার সাথে যোগাযোগ করুনঃ-

ফেসবুক | টুইটার | ডিস্কোর্ড | ইউটিউব

sagor bordar.png

Sort:  

এটা আমার জন্য খুবই উপকারী একটি পোস্ট ছিলো। আশা করছি sbd সেল দেওয়ার পদ্ধতি খুব শীগ্রই আলোচনা করবেন।

ধন্যবাদ।

 3 years ago 

খুবই উপকার করলেন।এখন পর্যন্ত স্টিমে কাজ করে টাকা তুলতে পারিনাই।আশা করি এবার চেষ্টা করবো।বাইন্যান্স পর্যন্ত ডেপোজিট করতাম শুধু।ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

জ্বি ভাই! টাকার বের করে আমাকে জানাইয়েন! এতেই আমার স্বার্থকতা।

 3 years ago 

জ্বি ভাই

 3 years ago 

সময় উপযোগী পোস্ট

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Hi, @sagor1233,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

অনেক প্রয়োজনীয় একটি বিষয় ধারাবাহিকভাবে পরিপূর্ণরূপে উপস্থাপন করায় সবার উপকারে আসবে। ধন্যবাদ।

 3 years ago 

জ্বি ভাইয়া। এ টু জেড ফলো করলে, যে কেউ তার স্টীম সেল দিয়ে বিকাশে টাকা নিতে পারবে।

 3 years ago 

অনেক সুন্দর একটি টিউটোরিয়াল। আমি নিশ্চয়ই চেষ্টা করব।

 3 years ago 

জ্বি ভাই, আপনি অবশ্যই চেষ্টা করে দেখবেন। আমি নিয়মিত এভাবেই টাকা বের করি।

 3 years ago 

ফোনে তো সম্ভব।

 3 years ago (edited)

হ্যাঁ ভাই, অবশ্যই সম্ভব শুধু ক্রোমটি ডেক্সটপ মুড করে নিবেন। তাহলেই হয়ে যাবে।

বাহ দারুন টিউটরিয়াল দিয়েছেন। ধন্যবাদ আপনাকে 💝

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ!

 3 years ago 

অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। নতুন অনেক কিছু শিখতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সময় নিয়ে পড়ার জন্যে আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই চমৎকার ভাবে বোঝানোর চেষ্টা করে।আমাদেরকে অনেক উপকৃত করলেন।অনেক কিছু শিখতে পারলাম।শুভ কামনা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই। আপনাকে ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, সময় নিয়ে এত সুন্দরভাবে বিষয়টি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 59965.71
ETH 3286.33
USDT 1.00
SBD 2.36