সহজ উপায়ে সুজি রান্না করার রেসিপি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

B612_20220920_214138_481-02.jpeg

এক এক মানুষের টেস্টবাড একেক রকম। কেউ মিষ্টি পছন্দ করে, কেউ পছন্দ করে ঝাল। কেউ আবার টক পছন্দ করে। আমার আবার ঝাল, মিষ্টি, টক সবই চলে। মিষ্টি খাবারের মধ্যে সুজির হালুয়া আমার ভালো লাগে। তবে একটু অন্যরকম ভাবে একেবারে সহজ ভাবে বানিয়ে খেতে আমি পছন্দ করি। এভাবে সুজি রান্না করতে খরচটাও একটু কমই হয়। আমার পছন্দের সুজির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

সুজির আমাদের শরীরের জন্য প্রচুর উপকারী।সুজিতে উপস্থিত ভিটামিন এবং মিনারেল স্বাস্থ্যের জন্য উপকারী। এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি ভাল খাদ্য। ওজন নিয়ন্ত্রণে ও সুজি সহায়তা করে। সুজিত দেহের রোগ প্রতিরোধ বৃদ্ধিতে ও সহায়তা করে, তাই বাচ্চাদের জন্য একটি আদর্শ খাবার। কত সহজ একটি খাবারের কত পুষ্টিগুণ ভাবা যায়। তাহলে চলুন পুষ্টি সম্পন্ন সুজির সহজ রেসিপিটি দেখে নেয়া যাক।

image.png

প্রয়োজনীয় উপকরণ

PhotoEditor_2022920214621469.jpg

প্রথমেই বলে দিয়েছিলাম খুবই সহজ উপায়ে এই রান্নাটি করা যায়। আর উপকরণও খুবই কম লাগে। সূজি বানাতে অবশ্যই সুজি লাগবে। সুজি নিয়েছি ২৫০ গ্রাম। সয়াবিন তেল বা ঘী। আমি এখানে সয়াবিন তেল টাই ব্যবহার করেছি। সাদা এলাচ কয়েকটি এবং সাধ্যমত চিনি। সাধারণত সুজি রান্না করতে দুধ ব্যবহার করা হয়। কিন্তু আমি এই রান্নায় দুধ এর বদলে পানি ব্যবহার করি।

image.png

প্রস্তুত প্রণালী

IMG_20220917_214303_404.jpgIMG_20220917_214315_414.jpg

আর চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং সেখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেল গুলো হালকা গরম হয়ে আসলে কয়েকটি সাদা এলাচ তেলে দিয়ে এলাচ গুলোকে লাল করে নিয়েছি।
image.png

IMG_20220917_214401_224.jpgIMG_20220917_214532_545.jpg

IMG_20220917_215044_944.jpg

এবার সুজিগুলো গরম তেলে দিয়েছি এবং বাদামির রং না হওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে সুজি গুলোকে ভেজে নিয়েছি।
image.png

IMG_20220917_215221_794.jpgIMG_20220917_215245_819.jpg

ভেজে নেওয়া সুজিগুলোতে এবার কিছুটা পানি দিয়েছি। তারপর স্বাদমতো চিনি দিয়েছি এবং চিনি গুলো সুজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি।
IMG_20220917_215419_105.jpg

সুজিগুলোকে অনবরত নাড়তে হবে। তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
image.png

IMG_20220917_221257_346.jpg

পানিগুলো যখন শুকিয়ে আসবে এবং সুজি গুলো মাখা মাখা হবে তখন চুলা বন্ধ করে দিতে হবে। সুজিগুলা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কড়াই থেকে নামিয়ে নিতে হবে।

B612_20220920_214138_481.jpg
image.png

আপনারাও দেখতে পেলেন কত সহজ উপায়ে আমি এই মজাদার নাস্তাটি তৈরি করে ফেললাম। আমার কাছে এভাবে রান্না করার সুজি খেতে দারুন লাগে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ বিদায় নিচ্ছি এখানেই, আবার দেখা হবে নতুন একটি পোস্টে।
ধন্যবাদ।

ছবি উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno spark 5 pro
Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন মানুষের টেস্ট বা একেক রকম। কেউ মিষ্টি খেতে পছন্দ করে আবার কেউ ঝাল খেতে পছন্দ করে। আমিতো মিষ্টি ঝাল টক সবকিছু খেতেই পছন্দ করি। আপনি খুবই দারুণ একটি রেসিপি তৈরি করেছেন। আপনি ঠিকই বলেছেন সুজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ্ দারুন তো সুজি রান্না করার রেসিপি। এভাবে রান্না করে কখনো খাওয়া হয়নি। নতুন একটি ইউনিক রেসিপি শিখে নিলাম। রেসিপির উপস্থাপনা দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু

সহজ উপায়ে সুজি রান্না করার রেসিপি সত্যিই সহজ ছিল কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু এবং লোভনীয় ছিল। প্রতিটি ধাপ অনেক চমৎকার ভাবে সাজিয়ে গুছে সুজি রান্না করে আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুজি দিয়ে হালুয়া প্রস্তুত করে খেয়েছি অনেকবারই আমারও অনেক পছন্দের এই খাবারটি বিশেষ করে রুটি অথবা রুটি দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে।। তবে আপনার মত করে তেলে ভেজে কখনো এরকম ভাবে সুজির হালুয়া প্রস্তুত করা হয়নি এই প্রথমবার দেখলাম।। দেখে মনে হচ্ছে খেতে খুব মজাদারই হবে।। এরকমভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে হবে।।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে সুজি রান্নার রেসিপি তৈরি করেছেন আপু। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করছেন।
আপনার জন্য শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56608.36
ETH 2976.28
USDT 1.00
SBD 2.15