You are viewing a single comment's thread from:
RE: এবিবি-ফান প্রশ্ন-১৯ || ছেলেরা ৩০ সেকেন্ডেই রেডি হয়, মেয়েদের কেন ৩-৪ ঘন্টায়ও সাজুগুজু শেষ হয় না ?
মেয়েরা ম্যাগি নুডলস না যে ২ মিনিট এই রেডি হয়ে যাবে 🤪
মেয়েরা ম্যাগি নুডলস না যে ২ মিনিট এই রেডি হয়ে যাবে 🤪
না না না লেজি নুডলস, তাই সময় বেশী নেয় হি হি হি
মশলা পাতি একটু বেশি লাগে। তাই তৈরি হতে সময় বেশি লাগাটাই স্বাভাবিক হিহিহি।
সেই পুরোনো প্রশ্নটার সার্থকতা আজ পেয়ে গেলাম । মেয়েরা আসলেই কুড়িতে বুড়ি । কুড়ি বছরে চল্লিশ বছরের সময় পার করে ফেলে । এতো ডিলে তারা সব কাজে ।
মেয়েরা এভারগ্রিন।
মেয়েরা কখনোই বুড়ি হয় না। নিজের সৌন্দর্যটুকু ধরে রাখতে একটু মেকআপ করে এই আর কি।
সৃষ্টিকর্তা ছেলেদেরকে এইটুকু বোঝার ক্ষমতা দান করুন।
বুঝলাম না । এভারগ্রীনদের আবার মেকআপ করে সৌন্দর্য্য কেন ধরে রাখতে হবে ? যে এভারগ্রিন সে অলওয়েজ এভারগ্রিন, মুখে রং না করলেও এভারগ্রিন ।
তবে, ছেলেরা কিন্তু এভারগ্রিন । তাই রঙ চঙ ছাড়াই দিব্যি সুন্দর দেখতে অলওয়েজ । আশিতেও যুবক তারা ।
গাছ ও অযত্নে মরে যায়,
পুকুর ও খড়ায় শুকিয়ে যায়,
আর আমরা তো মানুষ।
যত্ন আত্তি তো লাগবেই😜
তার একটা লিমিট থাকতে হয় । মেয়েরা লিমিটলেস সাজুগুজু করে ।
ভালো জিনিস এর যত্ন আত্তি একটু বেশিই করতে হয়😛
আমি একমত দাদা