DIY-এসো নিজে করি|||অরিগামি বিড়াল|||১০% বেনিফিশিয়ারি সাইফক্স এর জন্য |||

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_20220403_220735_469.jpg

আজ আবার একটি ডাই পোস্ট নিয়ে চলে এলাম। রঙিন কাগজ দিয়ে একটি বিড়াল বানাবো আজ। বিড়াল আমি খুব পছন্দ করি। আমাদের বাসায় একটি কিউট বিড়াল ছিলো। ওর নাম ছিলো পিপিন। পিপিন মারা যায় একটি কুকুর এর কামড়ে।
আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেয়া যাক রঙিন কাগজ এর বিড়াল বানানোর প্রক্রিয়া।

image.png
image.png
IMG_20220403_220947_143.jpg

১.রঙিন কাগজ
২.কাচি
৩.কলম
৪.আঠা

image.png

image.png
image.png

IMG_20220403_210544_363.jpg

লম্বা করে একটি কাগজ কেটে নিয়েছি। কাগজটি লম্বায় ২৮ সে.মি. এবং প্রস্থে ৫ সে.মি.।
image.png

IMG_20220403_210727_153.jpgIMG_20220403_210751_513.jpg

কাগজটিকে চিত্রের মত করে ভাজ করে নিয়েছি।
image.png

IMG_20220403_211038_386.jpgIMG_20220403_211100_991.jpg

কাগজটির দুই দিক এর অংশ আঠা দিয়ে সংযুক্ত করেছি চিত্রের মত করে।
image.png

IMG_20220403_212505_858.jpg

একটি কাগজ চিত্রের মত করে কেটে নিয়েছি
image.png

IMG_20220403_212516_689.jpgIMG_20220403_212705_690.jpgIMG_20220403_212934_701.jpg

চিত্রের মতো করে দুই রঙের কাগজ কেটে নিয়েছি।গোলাপি রঙের কাগজটি সামান্য ছোট করে কেটে নিয়েছি।
image.png

IMG_20220403_213153_087.jpg

বড় কাগজটির ওপর ছোট কাগজটি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি
image.png

IMG_20220403_213528_852.jpg

লাভ আকৃতির কেটে নেয়া কাগজ এ এই কাগজ আঠা দিয়ে লাগিয়ে নিয়ে বিড়াল এর কান বানিয়েছি।
image.png

IMG_20220403_214516_073.jpgIMG_20220403_214925_952.jpg

ছোট ছোট করে কিছু কাগজ কেটে নিয়েছি তারপর কাগজ গুলো লাভ আকৃতির কাগজ টির ওপর আঠা দিয়ে লাগিয়ে দিয়ে বিড়াল এর চোখ ও নাক বানিয়েছি।
image.png

IMG_20220403_215231_521.jpg

কালো কালির কলম দিয়ে বিড়াল এর গোফ এঁকে দিয়েছি।
image.png

IMG_20220403_215938_809.jpg

তারপর লাভ আকৃতির কাগজ টি সর্বপ্রথম গোল করে বানিয়ে রাখা কাগজ এ আঠা দিয়ে সংযুক্ত করেছি।
image.png

IMG_20220403_220140_486.jpg

লম্বা করে একটি কাগজ কেটে নিয়েছি, কাগজ টির এক পাশে গোল করে কেটে নিয়েছি।
image.png

IMG_20220403_220508_713.jpg

লম্বা কাগজ টি দিয়ে বিড়াল এর লেজ বানিয়েছি।
image.png

এভাবেই রঙিন কাগজ দিয়ে একটি অরিগামি বিড়াল তৈরী করেছি।
image.png

রঙিন কাগজ দিয়ে বানানো বিড়ালটি আপনাদের কেমন লাগলো জানাবেন।
আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাইকে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য। শুভ কামনা রইলো সকলের জন্য।

কন্টেন্ট ক্রিয়েটর@sadiahaque
চিত্রধারনকৃত ডিভাইসTecno spark 5 pro
লোকেশনরংপুর
Sort:  
 3 years ago 

সুন্দর একটি বিড়াল অরিগামি তৈরি করেছেন যা দেখে খুবই ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আহারে আপনার পিপিনের কথা শুনে তো আমারই খারাপ লাগছে। আপনার বিড়ালের তৈরি অরিগামিটি কিন্তু খুবই ভালো হয়েছে আপু খুবই কিউট লাগছে বিড়ালটাকে। এ ধরনের অরিগামি গুলো আসলে অনেক ভালো লাগে বাচ্চারা খুব পছন্দ করে ।আমিও প্রায়ই বিভিন্ন অরিগেমি শেয়ার করি ভালো লাগে আমার কাছে।

 3 years ago 

সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ওরে... রঙিন কাগজ দিয়ে তৈরি বিড়ালটি দেখতে কিন্তু অনেক কিউট দেখাচ্ছে আপু। এই বিড়ালটা আমার অনেক অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে এটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে খুব সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি বিড়াল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত এই বিড়াল এর অরিগামি টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সত্যিই আমি মুগ্ধ আপনার এই রকম সৃজনশীলতা মূলক পোস্ট দেখে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর বিড়াল তৈরি করলেন। আপনার বিড়াল তৈরি করে উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন দেখে আমি শিখতে পারলাম। শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই কিউট একটি বিড়াল তৈরি করেছেন। দেখতে অসাধারণ লাগছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আসলে এরকম আচমকা ঘটনা সত্যিই মনটাকে খারাপ করে দেয়। তবে সুন্দর ছিল আপনার অরিগেমি টি। এর আগেও আপনার অনেক বোরিং আমি আমি দেখেছি প্রতিটি সেরা ছিল। এবং এত সুন্দর একটি উপস্থাপন আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনার ভিড়াল তৈরি খুব অসাধারণ হয়েছে। রঙিন কাগজের বিড়াল দেখতে বেশ ভালো লাগছে আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে ভিড়াল তৈরি ধাপসমূহ আমাদের মাধ্যমে ধারণ করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর ভাবে একটি বিড়ালের অরিগামি তৈরি করেছেন অরিগামি আমার বরাবর ভালো লাগে। অরিগামি করে একটি সৃজনশীল কাজ সবার মাথায় ধরনের আইডিয়া আসে না। আপনি খুব সুন্দর ভাবে একটি বিড়ালের অরিগামি তৈরি করেছেন। এত সুন্দর একটা অরিগামি তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর বিড়ালের অরিগামি তৈরি করেছে বিশেষ করে বিড়ালটির চোখদুটো বেশি মায়াবী বলে মনে হয়েছে। আপনার কাজের দক্ষতা ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও স্বাগতম আপু মনি 🥰

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 87663.71
ETH 3042.50
USDT 1.00
SBD 2.75