DIY-এসো নিজে করি|||অরিগামি বিড়াল|||১০% বেনিফিশিয়ারি সাইফক্স এর জন্য |||
আসসালামু আলাইকুম বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবার একটি ডাই পোস্ট নিয়ে চলে এলাম। রঙিন কাগজ দিয়ে একটি বিড়াল বানাবো আজ। বিড়াল আমি খুব পছন্দ করি। আমাদের বাসায় একটি কিউট বিড়াল ছিলো। ওর নাম ছিলো পিপিন। পিপিন মারা যায় একটি কুকুর এর কামড়ে।
আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেয়া যাক রঙিন কাগজ এর বিড়াল বানানোর প্রক্রিয়া।
২.কাচি
৩.কলম
৪.আঠা
লম্বা করে একটি কাগজ কেটে নিয়েছি। কাগজটি লম্বায় ২৮ সে.মি. এবং প্রস্থে ৫ সে.মি.।
কাগজটিকে চিত্রের মত করে ভাজ করে নিয়েছি।
কাগজটির দুই দিক এর অংশ আঠা দিয়ে সংযুক্ত করেছি চিত্রের মত করে।
একটি কাগজ চিত্রের মত করে কেটে নিয়েছি
চিত্রের মতো করে দুই রঙের কাগজ কেটে নিয়েছি।গোলাপি রঙের কাগজটি সামান্য ছোট করে কেটে নিয়েছি।
বড় কাগজটির ওপর ছোট কাগজটি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি
লাভ আকৃতির কেটে নেয়া কাগজ এ এই কাগজ আঠা দিয়ে লাগিয়ে নিয়ে বিড়াল এর কান বানিয়েছি।
ছোট ছোট করে কিছু কাগজ কেটে নিয়েছি তারপর কাগজ গুলো লাভ আকৃতির কাগজ টির ওপর আঠা দিয়ে লাগিয়ে দিয়ে বিড়াল এর চোখ ও নাক বানিয়েছি।
কালো কালির কলম দিয়ে বিড়াল এর গোফ এঁকে দিয়েছি।
তারপর লাভ আকৃতির কাগজ টি সর্বপ্রথম গোল করে বানিয়ে রাখা কাগজ এ আঠা দিয়ে সংযুক্ত করেছি।
লম্বা করে একটি কাগজ কেটে নিয়েছি, কাগজ টির এক পাশে গোল করে কেটে নিয়েছি।
লম্বা কাগজ টি দিয়ে বিড়াল এর লেজ বানিয়েছি।
এভাবেই রঙিন কাগজ দিয়ে একটি অরিগামি বিড়াল তৈরী করেছি।
রঙিন কাগজ দিয়ে বানানো বিড়ালটি আপনাদের কেমন লাগলো জানাবেন।
আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাইকে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য। শুভ কামনা রইলো সকলের জন্য।
কন্টেন্ট ক্রিয়েটর | @sadiahaque |
---|---|
চিত্রধারনকৃত ডিভাইস | Tecno spark 5 pro |
লোকেশন | রংপুর |
সুন্দর একটি বিড়াল অরিগামি তৈরি করেছেন যা দেখে খুবই ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।
সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।
আহারে আপনার পিপিনের কথা শুনে তো আমারই খারাপ লাগছে। আপনার বিড়ালের তৈরি অরিগামিটি কিন্তু খুবই ভালো হয়েছে আপু খুবই কিউট লাগছে বিড়ালটাকে। এ ধরনের অরিগামি গুলো আসলে অনেক ভালো লাগে বাচ্চারা খুব পছন্দ করে ।আমিও প্রায়ই বিভিন্ন অরিগেমি শেয়ার করি ভালো লাগে আমার কাছে।
সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।
ওরে... রঙিন কাগজ দিয়ে তৈরি বিড়ালটি দেখতে কিন্তু অনেক কিউট দেখাচ্ছে আপু। এই বিড়ালটা আমার অনেক অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে এটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে খুব সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি বিড়াল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত এই বিড়াল এর অরিগামি টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সত্যিই আমি মুগ্ধ আপনার এই রকম সৃজনশীলতা মূলক পোস্ট দেখে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর বিড়াল তৈরি করলেন। আপনার বিড়াল তৈরি করে উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন দেখে আমি শিখতে পারলাম। শুভকামনা রইল।
সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।
রঙিন কাগজ দিয়ে আপনি খুবই কিউট একটি বিড়াল তৈরি করেছেন। দেখতে অসাধারণ লাগছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।
আসলে এরকম আচমকা ঘটনা সত্যিই মনটাকে খারাপ করে দেয়। তবে সুন্দর ছিল আপনার অরিগেমি টি। এর আগেও আপনার অনেক বোরিং আমি আমি দেখেছি প্রতিটি সেরা ছিল। এবং এত সুন্দর একটি উপস্থাপন আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।
আপনার ভিড়াল তৈরি খুব অসাধারণ হয়েছে। রঙিন কাগজের বিড়াল দেখতে বেশ ভালো লাগছে আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে ভিড়াল তৈরি ধাপসমূহ আমাদের মাধ্যমে ধারণ করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।
আপনি খুব সুন্দর ভাবে একটি বিড়ালের অরিগামি তৈরি করেছেন অরিগামি আমার বরাবর ভালো লাগে। অরিগামি করে একটি সৃজনশীল কাজ সবার মাথায় ধরনের আইডিয়া আসে না। আপনি খুব সুন্দর ভাবে একটি বিড়ালের অরিগামি তৈরি করেছেন। এত সুন্দর একটা অরিগামি তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।
অনেক সুন্দর বিড়ালের অরিগামি তৈরি করেছে বিশেষ করে বিড়ালটির চোখদুটো বেশি মায়াবী বলে মনে হয়েছে। আপনার কাজের দক্ষতা ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ আপু।
সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।
আপনাকেও স্বাগতম আপু মনি 🥰