একটু শপিং আর খাওয়া দাওয়া || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

PhotoEditor_202210514133800.jpg

শপিং করতে কে'না ভালবাসে। মেয়েদের মন ভাল করার ঔষধ হল শপিং। ছেলেদের ক্ষেত্রেও এরকম হয় কিনা জানিনা। মেয়েদের কাছে শপিং মানেই অন্যরকম একটা স্বস্তির জায়গা। হুট করেই সেদিন ইচ্ছা করলো শপিং করতে। আম্মুকে বললাম আম্মু ও রাজি হয়ে গেল। রেডি হবো সে সময়েই বাসায় এসে হাজির হলো আমার ছোট মামী। মামিকে শপিং এর কথা বললে মামীও রাজি হয়ে গেলো। তারপর সবাই মিলে রেডি হয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা হলাম।

IMG_20220919_185205_573.jpgIMG_20220919_191958_263.jpg

মার্কেটের কাছাকাছি চলে আসতেই মনে হল কিছু খেয়ে মার্কেটে ঢুকি কারণ বাসা থেকে আমরা নাস্তা করে বের হয়নি। ফুচকা খেতে ইচ্ছে করছিল তাই রিক্সা ঘুরিয়ে গেলাম ফুচকার দোকানে। এই ফুচকার দোকানটি কুড়িগ্রামের বেস্ট ফুচকার দোকান। কুড়িগ্রামে গেলে বাইরের খাবার খুব একটা খাই না আমি কারণ স্বাদ খুব একটা ভালো হয় না । তবে যেরকমটা শুনেছিলাম এই ফুচকার দোকান সম্বন্ধে ফুচকা খাওয়ার পর মনে হল একদম ঠিক শুনেছি। খাওয়ার আগে ছবি উঠানোর কথা একদমই মনে ছিলো না। যখন মনে হয়েছে তখন শুধুমাত্র একটি ফুচকা অবশিষ্ট ছিলো। সেটিরই ছবি উঠিয়ে নিয়েছি।

IMG_20220919_200510_574.jpg

IMG_20220919_194926_774.jpgIMG_20220919_194922_445.jpg

মার্কেটে গিয়ে কয়েকটা ঘোরার পর কোন কাপড়ই পছন্দ হলো না। তারপর একটি দোকানে গেলাম। এই দোকানের প্রতিটি কাপড়ই চোখে লাগার মত। ইচ্ছে করছিল সবগুলোই নেই। আসলে কাপড়ের দোকানে গেলে সব বাসায় নিয়ে আসতে ইচ্ছা করে। এখানে আমরা মানে আমি, আম্মু মামি তিনজনই জামার কাপড় নিলাম। থ্রি পিস তো সবসময়ই কেনা হয়, কিন্তু এবার ভেবেছি গজ কাপড় কিনে একটু অন্যরকম ডিজাইন করে জামাগুলো বানাবো। সে অনুযায়ী কাপড় কিনেছি। থান কাপড় কেনার পর ওড়না কিনলাম কয়েকটা। জামার সাথে ম্যাচিং করে ওড়না কেনা খুবই প্যারাময়। হয়তো কালার ম্যাচিং হয় না আর না হয়তো ওড়নার কাজ পছন্দ হয় না। তবে এই দোকানের ওড়নাগুলো খুব সুন্দর সুন্দর ছিলো।

IMG_20220919_212155_866.jpg

কাপড়ের দোকান থেকে বের হয়ে যখন হাঁটছিলাম তখন জুতার দোকানের বাইরে থেকেই জুতাটা দেখে পছন্দ হলো। পছন্দ হলে কিনতে তো হবেই। তাই এই সুন্দর জুতাটা নিজের জুতার সংগ্রহশালায় যুক্ত করলাম। দামটাও একদম হাতের নাগালে। তাই কিনতে বাধা ছিল না।

IMG_20220919_204456_823.jpg

বেশ অনেকক্ষণ মার্কেটে ঘোরাঘুরি করে তারপর কাপড় কিনে একটু খুদা খুদা লাগছিল। কুড়িগ্রাম মার্কেটের ভেতরে অবস্থিত বগুড়া দধি এন্ড মিষ্টান্ন ভান্ডার এই রেস্টুরেন্টের ডাল আর পুরি কুড়িগ্রামে খুব বিখ্যাত। আমি কুড়িগ্রামে গেলে এই খাবারটা খাইই। তাই এবার আমরা বগুড়া দধি এন্ড মিষ্টান্ন ভান্ডারে গিয়ে পুরি ডাল তারপর চা খেলাম।

IMG_20220919_210009_790.jpg

শপিং খাওয়া-দাওয়া সব শেষ এবার তো বাড়ি ফিরতে হবে। বাড়ি যাওয়ার জন্য আমরা রিক্সা নিলাম। কুড়িগ্রামে রিক্সাগুলো বেশ বড়। এক রিকশায় তিনজন বসা যায়। তিনজনে এক রিকশায় বসে শপিং গুলো খুব সুন্দর হয়েছে, জিতেছি না ঠকেছি শপিং করতে, এগুলো গল্প করতে করতে বাড়ি চলে এলো। শপিং করে বেশ ফুরফুরে লাগছিলো। নতুন নতুন জামা পড়ার আনন্দটাই অন্যরকম। ও হ্যাঁ বলতে ভুলে গিয়েছি যে থান কাপড় গুলো কিনেছিলাম জামা বাড়ানোর জন্য, বাসায় আসার সময় সেগুলো টেইলার্সে দিয়ে এসেছি বানানোর জন্য। এখন তিন দিনের অপেক্ষার পর নতুন জামা হাতে পাবো।

আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি করার জন্য। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন একটি পোস্টে। সে অব্দি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

ছবি উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno spark 5 pro
লোকেশনকুড়িগ্রাম
w3wlink
Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আজকে একটা সত্যি কথা বলেছেন যে মেয়েরা শপিং এর কথা শুনলে তাদের মন দেই দেই করে নাচে। যাইহোক উপস্থিত ক্ষেত্রে আপনার মামীও এসে পড়ল। সবাই মিলে একসাথে মার্কেটিং করেছে। একটা ফুচকার ছবি না দিলেও আমরা বিশ্বাস করতাম আপনি ফুচকা খেয়েছেন, হাহাহা। দুই তিন দোকান ঘুরে একটা দোকান মনের মত পেয়েছেন এবং যে যার মত মার্কেটিং করেছে। আর আমাদের সাথে আপনার মনের অনুভূতিগুলো শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপু আপনি সত্যিই বলেছেন মেয়েদের মন ভাল করার ওষুধ হলো কেনাকাটা মার্কেটিং 🤪। নতুন নতুন কেনাকাটা করতে কিন্তু আমার কাছেও খুব ভালো লাগে। আপনার ফুচকার কথা শোনে ইচ্ছা করছে কুড়িগ্রাম গিয়ে আমিও ফুচকা খেয়ে আসি। আশা করি তিনদিন পর নতুন জামা কাপড় হাতে পেয়ে অনেক খুশি হবেন ☺️

 2 years ago 

আমার বউয়ের যখন মন খারাপ থাকে আমি তখন চেষ্টা করি ওকে মার্কেট করে দিয়ে মন ভালো করে দেওয়ার। ফুচকা আমার বউয়ের পছন্দের একটা খাবার। বাইরে গেলে বাবা কোথাও ঘুরতে গেলে ওর ফুচকা সামনে পড়লে খাওয়ার জন্য বাহানা করে। আপনার গজ কাপড় গুলো সুন্দর ছিল। জামা বানালে ভালো লাগবে দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56608.36
ETH 2976.28
USDT 1.00
SBD 2.15