বুস্টার ডোজ গ্রহণ শেষ একটু খাওয়া দাওয়া ও আড্ডা || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

PhotoEditor_2022913232424318-01.jpeg

প্রথম দুটো টিকার ডোজ অনেক আগেই কমপ্লিট হয়েছে। বুস্টারটা নেবো নেবো করে নেয়াই হচ্ছিল না। হয়তোবা ব্যস্ত থাকি, আর না হয় মনে থাকে না। তাই কিছুদিন আগে ডেট ফিক্সড করলাম বুস্টার দেয়ার। এভাবে ডেট ফিক্সড না করলে হয়তোবা বুস্টার দিতে দিতে আরো অনেক দেরি হয়ে যেতো। আমি আমার এক বড় ভাই, আর একজন ছোট বোন, তিনজন একসাথেই বুস্টার ডোজ নিতে যাবো।
বুস্টার ডোজ টা নিয়ে অনেকেই ভয় পায়। অনেকে ভাবে প্রচন্ড জ্বর আসবে, শরীরের ব্যথা হবে। আমিও ভেবেছিলাম হয়তোবা বুস্টার নেয়ার পর জ্বর আসবে। কিন্তু জ্বর আসলেও টিকার ডোজ কমপ্লিট করতেই হবে। তাই এসব চিন্তা না করে পহেলা সেপ্টেম্বর সকাল সকাল চলে গেলাম বুস্টার ডোজ নিতে।

IMG_20220901_125947_449.jpg

IMG_20220901_125818_423.jpgIMG_20220901_130126_012.jpg

ডিভাইস: Tecno spark 5 pro
লোকেশন: রংপুর
W3w:link

বুস্টার ডোজ নিতে আমরা গিয়েছিলাম রংপুর সিটি কর্পোরেশনে। ভীড় মোটামুটি ছিলো। সেখানকার কর্তৃপক্ষ আমাদের পরিচিত ছিলো তাই যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা টিকা গ্রহণ করতে পেরেছি, আমাদেরকে একদমই অপেক্ষা করতে হয়নি। আমরা তিনজনই একে একে টিকা গ্রহণ করে সেখান থেকে বিদায় নিয়ে চলে এলাম।

IMG_20220901_143654_788.jpgIMG_20220901_143648_592.jpg

IMG_20220901_143639_011.jpg
ডিভাইস: Tecno spark 5 pro
লোকেশন: রংপুর
W3w:link

আমার পছন্দের রেস্টুরেন্ট সিটি প্যালেস এ পিজ্জার একটি অফার চলছিলো। আমাদের প্ল্যান ছিলো টিকা গ্রহণ শেষে আমরা সেখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা দেবো, আর খাওয়া-দাওয়া টা সেরে নেবো। এই রেস্টুরেন্ট এর ডেকোরেশন থেকে শুরু করে প্রত্যেকটি খাবারের আইটেম আমার খুবই পছন্দের। আপনারাও ছবি দেখেই বুঝতে পারবেন রেস্টুরেন্টটি আসলেই অনেক সুন্দর ডেকোরেটেড। যদিও গল্প করতে করতে আমি ভালোভাবে ছবি তুলে নিতে পারিনি।

IMG_20220901_144852_807.jpgIMG_20220901_143017_493.jpg

IMG_20220901_142848_213.jpg
ডিভাইস: Tecno spark 5 pro
লোকেশন: রংপুর
W3w:link

যে প্যাকেজটি অফার চলছিলো আমরা সেটিই অর্ডার করেছিলাম। এই প্যাকেজ এ ছিল ১০ ইঞ্চি পিজ্জা, চারটি চিকেন উইংস ও দশটি পটেটো ওয়েজেস। আর এই প্যাকেজটি মূল্য ছিল ৪৯৯ টাকা। খুবই সাশ্রয়ী একটি প্যাকেজ ছিলো। আর এই এই অফারটি খুবই চলেছিলো। আর এদের খাবার এড টেস্ট বরাবরই অসাধারণ। অফারে মূল্য কমিয়ে আনার পরেও খাবারের স্বাদ কমেনি। খুব তৃপ্তি করেই আমরা খেলাম বরাবরের মতোই। আর এই খাবারটি ছিল আমাদের সারা দিনের খাওয়া। সারাদিন প্রচুর ব্যস্ততায় কেটেছিলো খাওয়ার সময় হয়নি। এরপর খেয়েছিলাম একিবারে রাতের খাবার।

B612_20220901_205924_748.jpg

IMG_20220901_152058_474.jpgIMG_20220901_151656_711.jpg

ডিভাইস: Tecno spark 5 pro
লোকেশন: রংপুর
W3w:link

রেস্টুরেন্ট এর এক সাইডে এই সুন্দর ফটো কর্নার টি অবস্থিত। দুটি রাজকীয় চেয়ার, একপাশে সম্পূর্ণ ফুল দিয়ে ডেকোরেশন করা, পাশে একটি শোপিস টেলিফোন ও আছে। পেছনের দেয়ালে দুটি চেয়ারের মাঝে লক্ষ্য করলে দেখতে পারবেন দুটি তলোয়ারও আছে। বেশ রাজকীয় ভাব আছে এই ফটোকর্নারটিতে। খাওয়া-দাওয়া শেষে এখানে আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম।

ছবি উঠানো শেষে বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়লাম। অনেক কাজ আছে। কাজ শুরুর আগের এই আড্ডাটা রিফ্রেশমেন্ট এর কাজ করেছে সারাদিন। যদিও কাজের ফাঁকে ফাঁকেও আমাদের বেশ আড্ডা হয়।

আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন একটি পোস্টের মাধ্যমে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য।

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ছবি তোলার কর্ণারটি বেশ সুন্দর করে সজানো।বুস্টার ডোস নিয়ে নিজেকে সুরক্ষিত করলেন ।ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56608.36
ETH 2976.28
USDT 1.00
SBD 2.15