আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন আমি আজকে আপনাদের মাঝে অনেকদিন পর ক্লে দিয়ে ফুল তৈরি করার চেষ্টা করেছি।আজকে প্রথম তৈরি করলাম খুব একটা ভালো পারি নাই আস্তে আস্তে সুন্দর ভাবে তৈরি করতে পারবো। ফুলগুলি করতে বেশ কষ্ট হয়েছে অনেক সময়ের ব্যবধান ।প্রতিনিয়ত চেষ্টা করতেছি নিজেরা দক্ষতা বাড়ানোর জন্য ও আমি দক্ষতা বাড়িয়ে চলতেছি আপনাদের সুন্দর অনুপ্রেরণা পেয়ে।এই কাজগুলো করার জন্য বেশ দক্ষতার প্রয়োজন হয়। ঠিকঠাক ভাবে ভাঁজ সম্পূর্ণ না হলে কখনোই সম্পূর্ণ করা যায় না। হাতে সময় না থাকলে ধৈর্য না থাকলে কখনোই সঠিকভাবে এই কাজ সম্পন্ন করা যায় না।প্রতিটা মানুষ চেষ্টা করতেছে সুন্দরভাবে এগুলো তৈরি করার জন্য। আমিও অনেক সময় নিয়ে এটা তৈরি করলাম নিজের ভালো লাগা থেকে। অনেক ভালো লাগছিল দেখতে। আশা করি আপনারা সকলেই দেখবেন। |
সর্বপ্রথম আমি কালো কালারের কাগজ নিলাম। এটার উপরে ফুল তৈরি করব তাই প্রথমত কাগজটি সুন্দরভাবে মাপ করে নিলাম। |
প্রথমত আমি সবুজ কালারের ক্লে নিলাম তারপর ছোট ছোট অংশ আমি গোল লম্বা করে সুন্দরভাবে ডালের অংশগুলো তৈরি করলাম। |
তারপর আমি লাল ও সাদা কালারের ক্লে নিলাম এবং সুন্দরভাবে ফুলের নকশা তৈরি করে নিলাম। দেখতে পারতেছেন আপনারা প্রথম অবস্থায় ফুলটি দেখতে বেশ ভালই লাগতেছে । |
❇️৪র্থ ধাপ ❇️
অতঃপর আমি একইভাবে গোলাপি, কমলা, হলুদ কালারের ফুল তৈরি করে ফেললাম ক্লে দিয়ে । প্রথম অবস্থায় ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছিল আপনারা মন্তব্য করে জানাবেন। |
❇️৫ম ধাপ ❇️
অতঃপর আমি আমি আরো সুন্দরভাবে বেগুনি কালার ও রানী গোলাপী কালারের ফুল গুলো তৈরি করলাম। প্রতিটা ডালের অংশতে আমি পাতা তৈরি করলাম সবুজ কালারের ক্লে দিয়ে দেখতে পারতেছেন।
অবশেষে সম্পন্ন করে ফেললাম। প্রথমবার ক্লে দিয়ে তৈরি করলাম ফুল গুলো বেশ ভয়ে ভয়ে। ফুলগুলো তৈরি করতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লেগেছে। আস্তে আস্তে প্রতিটা কাজই কঠিন মনে হয় সমস্যা নাই আস্তে আস্তে সহজ হয়ে যাবে আপনারা যদি অনুপ্রেরণ দিতে থাকেন। এই কাজগুলো করতে অনেক কষ্টসাধ্য ব্যাপার, ধৈর্য না থাকলে কখনোই সম্ভব হয়ে ওঠেনা অনেক ধৈর্য নিয়ে কাজটি করেছি ও ঠিকঠাকভাবে ভাঁজ না হলে কখনোই সম্পন্ন করা যায় না।আশা করি আপনারা পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন আমি সব সময় ভালো কাজ করার অনুপ্রেরণা পায়। |
Device : Oppo A16
💗💗💗
সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়
আমার নাম হচ্ছে সাদিয়া।আমি ক্লাস টেনে পড়ি। আমার বাসা হচ্ছে মেহেরপুর জেলার গাংনী থানার বামুন্দিতে। পড়াশোনার পাশাপাশি আমি ব্লগিং সাইট বেছে নিয়েছি। এখানকার কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। সত্যিই ফেসবুকে যে সময়টুকু দিয় এখানে দিলে হয়তোবা ভালো কিছু আশা করব।আমার প্রিয় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, রান্না করা আর এখানে এসে অনেক কিছু শিখতে পারছি। কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করার আগ্রহ। আমি চেষ্টা করছি আমার স্বামীর পাশাপাশি তাকে হেল্প করার।ফুচকা খেতে অনেক ভালো লাগে। আর আমার স্বামীকে অনেক ধন্যবাদ সে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে 💗
Posted using SteemPro Mobile
জীবনে প্রথমবার ক্লে দিয়ে ফুল তৈরি করেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো আপু। প্রথমবারের মতো এটা তৈরি করলেও আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করতে সক্ষম হয়েছেন। এভাবে যদি প্রতিনিয়ত তৈরি করতে থাকেন পরবর্তীতে অনেক সুন্দর জিনিস তৈরি করতে পারবেন।
আপু প্রথমবার ক্লে দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। ফুল গাছের ফুল গুলো দেখতে আমার অনেক সুন্দর লাগছে। সবুজ গাছের উপর বিভিন্ন রঙ্গের ফুল তৈরি করেছেন। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ এমন সুন্দর ফুল গাছসহ ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
যাক অবশেষে আপনিও তৈরি করে নিলেন ক্লে দিয়ে খুব সুন্দর ফুল ও ফুলের গাছ অনেক ভালো লাগলো। সবার কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রজেক্ট দেখতে বেশ ভালো লাগে। তবে আপনারটাও প্রথমবার হিসেবে বেশ ভালো হয়েছে। আশা করি আরো সুন্দর সুন্দর ডাই দেখতে পাবো।
ক্লে দিয়ে ফুল তৈরি অসাধারণ হয়েছে। দেখে খুবি ভালো লেগেছে আমার। প্রথমবার তৈরি করেছেন তাও অনেক সুন্দর হয়েছে।
কোনো কাজ সহজ নয়। তবে চেষ্টা করলে অনেকটাই সহজ হয়ে যায়। বেশ ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। প্রথমবারের মতো ক্লে দিয়ে ফুল তৈরি করেছেন জেনে ভালো লাগলো। খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে।
জীবনের প্রথমবার ক্লে দিয়ে ফুল তৈরি করে সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছেন আপু। ক্লে দিয়ে বানানো ফুল গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রথমবার এত সুন্দর করে ফুল তৈরি করেছেন চেষ্টা করতে থাকেন আপনি একদিন সবার চাইতে ভালো করবেন ইনশাআল্লাহ। যাই হোক ক্লে দিয়ে তৈরি এত সুন্দর সুন্দর ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আপু চেষ্টা করেছেন বিধায় প্রথম ক্লে দিয়ে চমৎকার ফুল তৈরি করেছেন। তবে ক্লে দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। তবে আপনার বানানো ফুল তৈরি অসাধারণ হয়েছে। আর ধৈর্য ধরে কোন কাজ করলে ওই কাজগুলো খুব চমৎকার হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ক্লে দিয়ে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রথম বারের মতো ক্লে দিয়ে চমৎকার সুন্দর ফুলগাছ ও ফুল বানিয়েছেন আপু।প্রথম বানিয়েছেন অনেক সুন্দর হয়েছে। ধাপে ধাপে ফুল তৈরি পদ্ধতি সুন্দর করে গুছিয়ে তুলে ধরেছেন আমাদের সাথে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।