আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন আমি আজকে আপনাদের মাঝে অনেকদিন পর ক্লে দিয়ে ফুল তৈরি করার চেষ্টা করেছি।আজকে দ্বিতীয়বার তৈরি করলাম খুব একটা ভালো পারি নাই আস্তে আস্তে সুন্দর ভাবে তৈরি করতে পারবো। ফুলগুলি করতে বেশ কষ্ট হয়েছে অনেক সময়ের ব্যবধান ।প্রতিনিয়ত চেষ্টা করতেছি নিজেরা দক্ষতা বাড়ানোর জন্য ও আমি দক্ষতা বাড়িয়ে চলতেছি আপনাদের সুন্দর অনুপ্রেরণা পেয়ে।এই কাজগুলো করার জন্য বেশ দক্ষতার প্রয়োজন হয়। ঠিকঠাক ভাবে ভাঁজ সম্পূর্ণ না হলে কখনোই সম্পূর্ণ করা যায় না। হাতে সময় না থাকলে ধৈর্য না থাকলে কখনোই সঠিকভাবে এই কাজ সম্পন্ন করা যায় না।আজকে আমি পড়ে থাকা হ্যান্ডওয়াশের বোতলের ওপরে কিছু ফুলের নকশা তৈরি করেছি ক্লে দিয়ে।রিপ্লে দিয়ে তৈরি করা ফুলগুলি দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আমি আস্তে আস্তে বেশ ভালোই পারতেছি। আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য। সামনে আরো ভালো কিছু আপনাদের সামনে যেন আনতে পারি।। |
সর্বপ্রথম আমি হ্যান্ডওয়াসের বোতলটি নিলাম ও সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। |
এরপর আমি জলরং ও ব্রাশ নিলাম অতঃপর আমি হ্যান্ডওয়াশের বোতলটি নীল কালার দিয়ে সুন্দরভাবে রং করে দিলাম। |
অতঃপর আমি কমলা, গোলাপি কালার ও বেগুনি কালারের ক্লে দিয়ে তিন কোনাকুনি ভাবে তিনটা ফুল লাগিয়ে দিলাম। একইভাবে চারপাশে আমি আরো কয়েকটি ফুল তৈরি করে নিলাম। |
❇️৪র্থ ধাপ ❇️
অতঃপর আমি একইভাবে সাদা কালারের ফুলটি তৈরি করলাম। আমার সব থেকে সাদা কালারের ফুলটি ভালো লাগতেছে অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে । অতঃপর আমি সুন্দরভাবে ডেকোরেশন করে ফেললাম অতঃপর সম্পূর্ণ হয়ে গেল। |
অবশেষে সম্পন্ন করে ফেললাম। দ্বিতীয়বার ক্লে দিয়ে তৈরি করলাম ফুল গুলো বেশ ভয়ে ভয়ে। ফুলগুলো তৈরি করতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লেগেছে। আস্তে আস্তে প্রতিটা কাজই কঠিন মনে হয় সমস্যা নাই আস্তে আস্তে সহজ হয়ে যাবে আপনারা যদি অনুপ্রেরণ দিতে থাকেন। এই কাজগুলো করতে অনেক কষ্টসাধ্য ব্যাপার, ধৈর্য না থাকলে কখনোই সম্ভব হয়ে ওঠেনা অনেক ধৈর্য নিয়ে কাজটি করেছি ও ঠিকঠাকভাবে ভাঁজ না হলে কখনোই সম্পন্ন করা যায় না।আশা করি আপনারা পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন আমি সব সময় ভালো কাজ করার অনুপ্রেরণা পায়। |
Device : Oppo A16
💗💗💗
সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়
আমার নাম হচ্ছে সাদিয়া।আমি ক্লাস টেনে পড়ি। আমার বাসা হচ্ছে মেহেরপুর জেলার গাংনী থানার বামুন্দিতে। পড়াশোনার পাশাপাশি আমি ব্লগিং সাইট বেছে নিয়েছি। এখানকার কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। সত্যিই ফেসবুকে যে সময়টুকু দিয় এখানে দিলে হয়তোবা ভালো কিছু আশা করব।আমার প্রিয় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, রান্না করা আর এখানে এসে অনেক কিছু শিখতে পারছি। কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করার আগ্রহ। আমি চেষ্টা করছি আমার স্বামীর পাশাপাশি তাকে হেল্প করার।ফুচকা খেতে অনেক ভালো লাগে। আর আমার স্বামীকে অনেক ধন্যবাদ সে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে 💗
Posted using SteemPro Mobile
বোতলের উপর ফুলের নকশা করেছেন দেখে মুগ্ধ হয়েছি আপু। চমৎকার লাগছে ফুলের নকশা। আর বোতলটি খুবই সুন্দর করে সাজিয়ে তুলেছেন। এই পোষ্টের প্রতিটি ধাপ দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আপু আপনি অনেক সাধারণ একটা বস্তু কে আকর্ষনীয় করে তুলেছেন। তৈরি পদ্ধতি ও অনেক সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আরে বাহ্! আইডিয়া তো ভালোই। এখন থেকে বোতল তো আর ফেলে দেওয়া যাবে না। আপনি বেশ সুন্দর করে বোতলের মধ্যে ডিজাইন করেছেন। আবার বেশ সুন্দর করে আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অনেক সুন্দর মন্তব্য করেছেন। নিজেকে চিন্তাধারা থেকে তৈরি করার চেষ্টা করেছি। আশা করি পাশেই থাকবেন।
বোতলের উপর পেইন্টিং ব্যাপার টা বেশ অনেক বার দেখেছি। কিন্তু ক্লে দিয়ে ফুল তৈরি এটা খুব একটা দেখিনি। বেশ অন্যরকম ছিল এইটা। খুব সুন্দর তৈরি করেছেন আপনি আপু। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া।
হ্যান্ডওয়াশের বোতলের ওপর খুব সুন্দর ডিজাইন করেছেন। ক্লে দিয়ে তৈরি ফুলগুলো বেশ ভালো লাগছে দেখতে। নীল রঙের উপর বিভিন্ন রঙের ফুলগুলো খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রোজেক্ট শেয়ার করার জন্য।
বাহ আপনার আইডিয়া তো অসাধারণ। আপনি দেখতেছি হ্যান্ডওয়াশ বোতলের উপর খুব সুন্দর করে ফুলের নকশা তৈরি করলেন ক্লে দিয়ে। তবে আপনার ভিন্নরকম ফুলের নকশা দেখে বেশ ভালই লাগলো। ধৈর্য ধরে চমৎকারভাবে ক্লে দিয়ে ভিন্ন রকম নকশা করে আমাদের মাঝে শেয়ার করেছেন।