জীবনের শেষ কিছু কথা

জীবনের শেষ কিছু কথা ২০২৪: জীবনে আমরা অনেক কিছুই চেয়ে থাকি অনেক কিছুই পেয়ে থাকি আবার অনেকের অনেক কিছুই না পাওয়া থেকে যায়। অনেকেই রয়েছে সুখ-শান্তিতে আবার অনেকেই ভাসছে চোখের জলে। অনেক বেশি যন্ত্রণায় রয়েছে পৃথিবীতে অসংখ্য মানুষ আবার অনেকেই সবকিছুকে কেন্দ্র করে সুখে রয়েছেন। অনেকেই নিজের কষ্ট দুঃখ যন্ত্রণার কথা প্রকাশ করতে পারছেন আবার অনেকেই পারছেন না এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন অসংখ্য মানুষ। অনেকেই এমন কষ্ট যন্ত্রণায় নিজেকে শেষ করে দিচ্ছেন। জীবনের শেষ কিছু কথা শেষ কিছু স্মৃতি সম্পর্কিত বিষয় সম্পর্কে আপনাদের জানাবো আজকে। আপনারা যারা জীবনের শেষ কিছু কথা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সম্পূর্ণ আলোচনা সাথে থাকবেন আশা রাখি জীবনের শেষ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের প্রদান করা হবে যেগুলো বলেছেন জ্ঞানীগুণী মানুষজন।

জীবন সম্পর্কিত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই আলোচনাটি আপনার বিশেষ সহযোগিতা সম্পূর্ণ আলোচনা হতে পারে। জীবনের শেষ অধ্যায় রয়েছে সবার সবার জীবনের শেষ পাতায় রয়েছে অনেক কথা জীবনের শেষ কথা বলা হয়ে থাকে সেই সমস্ত কথাকেই। জীবনের অধ্যায় রয়েছে অনেক তবে শিষ্যের অধ্যায় কে কেন্দ্র করে রয়েছে অনেক কিছুই। আর আজকের আলোচনায় জীবন বইয়ের শেষ অধ্যায়ের শেষ পাতার লেখা কিছু কথাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করা হবে।

জীবনের শেষ কিছু কথা
জীবন সম্পর্কিত বিষয় সম্পর্কে বিভিন্ন জ্ঞানই গুণী বিশেষ ব্যক্তিগণ অনেক ধরনের মতামতই প্রকাশ করেছেন। অনেকেই বলে গেছেন অনেক কথা তবে জীবনের শেষ কিছু কথা রয়েছে যেগুলো আমাদের জীবন এখনো বদলে দিতে পারে জীবন পরিবর্তনের অন্যতম সেরা হাতিয়ার জীবন সম্পর্কিত শেষ কথাগুলো সম্পর্কে জেনে নিতে পারেন আমাদের আজকের আলোচনার সাথে থাকে। এছাড়া আপনার জীবনের শেষ অধ্যায় রয়েছেন এমনটি অন্যের মাঝে প্রকাশ করতে চাইলে আমাদের সাথে থেকে জীবনের শেষ কথাগুলো সংগ্রহ করে এমন বিষয় সম্পর্কে জেনে আপনি এমন কথাগুলো ব্যবহার করতে পারেন আপনার জীবনে।

জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সবকিছু এমন সুন্দর মনে হয়।

বেশি দিন ভালবাসতে পারে না বলেই ভালবাসার জন্য মানুষের এত হাহাকার।

তুমি যদি কাউকে হাসাতে পার, সে তোমাকে বিশ্বাস করবে। সে তোমাকে পছন্দও করতে শুরু করবে।

হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে সবকিছু বলতে হয় না। অল্প বললেই সে বুঝে নেয়।

মানবহৃদয় আয়নার মত। সে আয়নায় ভালবাসার আলো পড়লে তা ফিরে আসবেই।

কষ্টের জীবন নিয়ে কিছু কথা

আমরা সব সময় একটি বিষয় উপলব্ধি করতে থাকি। সেটি হচ্ছে আমাদের কষ্ট যন্ত্রণার বিষয়টি। কিন্তু আমাদের পরিচিত ব্যক্তিগণ আশেপাশের মানুষজন সকলের মনে কষ্ট রয়েছে কম কিংবা বেশি তবে এ বিষয়ে ভাবুন আপনার থেকে অসংখ্য গুনে বেশি কষ্টে রয়েছে আরও অনেক মানুষজন। সকলের জীবনের অধ্যায় রয়েছে কষ্টের উপস্থিতি। জীবনে সুখ-শান্তি দুঃখ কষ্ট থাকবে এই সমস্ত কিছু মিলেই জীবন। কষ্টের জীবন নিয়ে আপনাদের মাঝে কিছু সুন্দর কথা তুলে ধরব যেগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নিজে বলে কিংবা অন্য মাধ্যমে অপর ব্যক্তিকে জানিয়ে আপনার জীবনের কষ্টের বিষয়টি উল্লেখ করতে পারেন এমন কিছু গুরুত্বপূর্ণ কথায় থাকছে নিচে।

কাগজে-কলমে কোন সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়। সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয়।

সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে, যে কিছুই জানে না। জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়।

সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী।

যার কাছে ঘুম আনন্দময় সে-ই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে।

খুব বেশি সুন্দর কোন কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব ভাল মানুষরাও বেশি দিন বাঁচে না। স্বল্পায়ু নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে

Posted using SteemMobile

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94193.14
ETH 3276.42
SBD 6.52