চোখে পানি চলে এসেছে ঘটনার বর্ণনায়। আসলে, এমনই হয়। জেদি বাবা/মায়ের জন্য সন্তানরা অকল্পনীয় কাজ করে ফেলে। পরবর্তীতে বাবা/মাই ভোগে। খুব কষ্ট লাগলো। বর্ণনা দারুণ হয়েছে।
আরেকটা কথা বলি 😉, এই লেখায় কিন্তু বানান ভুলের পরিমাণ নেই বললেই চলে। এটা দেখে আরও ভালো লেগেছে।
ধন্যবাদ ভাইয়া পুরা পোস্ট টি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
স্বাগতম, দিদি।