ট্রেডিং এর উদ্দেশ্যে Poloniex থেকে আরও কিছু $PUSS কিনলাম।

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামুআলাইকুম। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন। আজ আপনাদের সাথে $PUSS নিয়ে মজার একটি অভিজ্ঞতা শেয়ার করবো। আসলে, ভুল থেকেও যে ভালো কিছু হয় তা'ই মূলত বলবো।


Untitled_design_-_10.jpg

কিছুদিন আগে আমি @abb-school এর লেভেল ৪ এর ক্লাস করি। আর লেভেল ৪ মানেই তো অর্থনৈতিক বিষয়াদি। এটা আপনারা সকলেই জানেন। কারন আমার বাংলা ব্লগ-এর সবাই এই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী। তো, প্র‍্যাকটিসের উদ্দেশ্যে আমি আমার STEEMIT WALLET থেকে কিছু $STEEM POLONIEX নিয়ে যাই। তখন Spot ট্রেড প্র‍্যাকটিস করতে গিয়ে STEEM/USDT করে সেই ১০ স্টিমকে USDT কনভার্ট করে রাখি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ভাইভায় কৃতকার্য হতে পারিনি। মন খারাপ হলেও ভেঙ্গে পড়িনি। বরং ভালো হয়েছে ভেবে খুশি হই। কারন আমি এমনিতেই সিরিয়াস ছাত্র। এখন আরও সিরিয়াস হবো।

এই উদ্দেশ্যে আবারও Poloniex এ গিয়ে Spot Trading এ মনযোগ দেই। ভাবতে থাকি আমার জমে থাকা USDT দিয়ে কি করা যায়? কারন USDT ফেলে রেখে তো কোন লাভ নেই। যেই ভাবা, সেই কাজ। USDT/PUSS ট্রেড করে ফেলি। প্র‍্যাকটিসও হয়, PUSS ও কেনা হয়। তখন মাত্র ২৫৫ $PUSS কিনতে পেরেছিলাম। পুশের যা দাম বেড়েছে আজকাল!

গত দুদিন বেশ ব্যস্ত ছিলাম। কিন্তু তবুও সুযোগ পেলে পুশের দাম চেক করতাম TronLink এ গিয়ে প্রতিদিন। সেখানে আমার মাত্র ১৪ হাজারের মত PUSS কিনে হোল্ড করা আছে। আজকে MEXC এর মতো বড় এক্সচেঞ্জে পুশ লিস্টেড হয়েছে। দাম কত বেড়েছে দেখতে গিয়ে টাস্কি খাই! আরেহ, পুশের দাম তো কমে গিয়েছে!!!! $0.0067+ থেকে কমে $0.0058+ এ নেমে এসেছে। আমি আবার এসবে প্যানিকড হইনা। বরং পরিস্থিতি কিভাবে নিজের অনুকূলে আনা যায় তা ভাবতে থাকি।

চট করেই দাদার কথা মনেপড়ে গেল। দাদা বলেছে এমত অবস্থায় বাই করতে। দাম বাড়লে সেল। আমি নতুন ইউজার। টুকটাক যা স্টিম জমে, সবই পাওয়ার আপে কাজে লাগাই। কিন্তু পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশ নিবো ভেবে একটু একটু না বাড়িয়ে স্টিম জমিয়ে রাখছিলাম। এভাবে ৩০ স্টিম জমা ছিল। আগের ১০ স্টিমতো পুশই হয়ে গেছে। 😅 যেই ভাবা সেই কাজ। এই স্টিমকে সাথে সাথে Poloniex-এ নিয়ে গেলাম। আমার প্র‍্যাকটিসও হয়ে গেল। সেখানে গিয়েই কারেন্ট প্রাইসে STEEM to USDT করলাম। কারন আমার দ্রুত করতে হবে সব।


Screenshot_20241008-224254_1.png

STEEM to USDT হয়ে যাওয়ার পর আমি সাথে সাথেই USDT to PUSS ট্রেড করে ফেললাম। এসময় আমি ৯০০+ পুশ কিনতে সক্ষম হই। দেখুন, আমি ১০ স্টিমে কিনেছিলাম ২৫৫ পুশ। ৩০ স্টিমে কিনলাম ৯০০+। অর্থাৎ, এখানে আমি অলরেডি ১০ স্টিম/পুশ হারে ১৪০ পুশ বেশি কিনতে পেরেছি। যাক সে কথা, এর দুই ঘন্টা পরই পুশ আবার কিছু প্রাইস রপ্ত করে। এই পোস্ট লেখার সময় পুশের দাম উঠেছে $0.0064-এ। অর্থাৎ, আমি মাত্র দুই ঘন্টার মধ্যেই $5.5+ ইনভেস্ট করে $1.5 লাভে আছি। শতকরা হিসাবে যা, ২৭% এর আশেপাশে। পেশায় একজন ব্যবসায়ী হিসাবে এসব হিসাবনিকাশ দ্রুত কাজ করে মাথায়।

Screenshot_20241008-225649_1.png

যাক সেসব কথা৷ আমি আসলে এই ১১৬০টি পুশ টোকেন ট্রেড করার জন্যই কিনেছি। সময় মতো বিক্রি করে স্টিমে কনভার্ট করে আবার স্টিমিটে ফিরিয়ে নিয়ে আসবো। দেখি, ৪০ স্টিম ইনভেস্ট করে কত স্টিম একাউন্টে ফিরিয়ে আনতে পারি!

তাই বলি, ফেইল করা থেকে যদি ভালো কিছু হয়, তাহলে ফেইল করাই ভালো।😉 কি বলেন?


IMG_5055.jpg

আমার সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Sort:  
 5 months ago 

আসলে মার্কেট আপ ডাউন করবে এটাই স্বাভাবিক। তবে মার্কেট ডাউন এর সময় যে কিনতে পারে,সে-ই পরবর্তীতে লাভবান হয়। আপনি দুইবারে ৪০ স্টিম বিক্রি করে সেটা দিয়ে ১,১৬০ পুস কয়েন কিনেছেন। আশা করি দাম বাড়লে এই পুস কয়েন গুলো বিক্রি করে, সেটা দিয়ে স্টিম কিনে লাভবান হতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 5 months ago 

এমন চিন্তা থেকেই কেনা। দেখি কত লাভ করা যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67