শৈশব নিয়ে কবিতা - তখন ছিল ভিন্ন জীবন
আসসালামু ওয়ালাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করবো। কবিতার মাধ্যমে শৈশবকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
তখন ছিলো ভিন্ন জীবন |
---|
খুব ভোরে ঘুম ভাঙ্গা সারা,
সূর্য মামাও তখন উঠেনি;
চলে গিয়েছি জলপাই তলায়,
খেয়েছি মায়ের বকুঁনি।
খালে যখন নতুন পানি আসতো,
দলবেঁধে সবাই ডুবাতাম,
নদীতে যখন শাপলা ফুটতো,
সকলে মিলে কুড়াতাম।
বর্ষাকালে, কদম ডালে
ঝুলত যখন কদম ফুল,
বাড়িতে এনে করতাম খেলা,
এতে মোদের হতো না ভুল।
গ্রীষ্ম কালে তীব্র গরম,
রোদের তায়ে থাকা দায়,
পানিতে নেমে করতাম খেলা,
আমাদেরকে আর কে পায়?
বিকেলে মোরা করতাম খেলা,
বউছি কিংবা গোল্লাছুট।
চোর-পুলিশ আর ডাকাত-ফাকাত,
খেলার ছলে করতাম লুট।
মার্বেল খেলতে বারণ ছিলো,
বারণ ছিলো চাঁ-মাইরে।
লুকিয়ে, আঁড়ালে খেলতাম মোরা,
খেলা কি বাদ যায়, ভাইরে?
সময়টা ছিলো ভিন্ন রকম,
ভিন্ন রকম এক জীবন,
সময়টা বড্ড মনেপড়ে,
যেন অন্য রকম এক ভুবন।
আমার শৈশব প্রায়সই আমার মনের মাঝে উঁকি দেয়। সম্ভবত সেই সময়টা পার করছি যেই সময়টায় শৈশবের কথা বেশি মনেপড়ে। কিংবা যখনই কবিতা লেখতে মন চায় তখন শৈশব মনের মধ্যে আগে চলে আসে। ছেলেবেলার স্মৃতিগুলো মনের কোণে বড় যত্নে আগলে রেখেছি আমি।
আসলে শৈশবের কথা গুলো এখন পর্যন্ত মনে পড়লে আবার সেই শৈশবের দিনগুলোতে ফিরে যেতে মন চায়। কিন্তু আর কখনোই ফিরে যাওয়া সম্ভব নয়। আপনি শৈশব নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো। প্রতিটি লাইন সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ফেলে আসা দিনগুলোর কথা বারবার মনে পড়ে যায়। তবে সবচেয়ে বেশি মনে পড়ে খেলাধুলার কথাগুলো। আজকে আপনি অনেক সুন্দর ভাবে সেই শৈশবের স্মৃতি স্মরণ করেছেন কবিতার মাধ্যমে। আপনার কবিতা বেশ দারুন হয়েছে। অনেক অনেক ভালো লাগার মত ছিল কবিতা।
কবিতার প্রশংসা শুনে ভালো লাগছে। ধন্যবাদ ভাই প্রশংসা করার জন্য।
জীবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছি শৈশবে। শৈশব কে ভোলা সম্ভব নয়। শৈশব যেন বারবার পিছু ডাকে। বারবার মনে হয় ইস যদি শৈশবে ফিরে যেতে পারতাম। শৈশবে সবাইকে ঘিরে দারুণ একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতার প্রতিটি লাইন আমার কাছে বেশ ভাল লেগেছে। সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
কবিতার লাইনগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার ভালো লাগছে। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
একদম প্রাণবন্ত ছিল আপনার লেখা কবিতা। যেন ভালোলাগার অনেক কিছু অনুভব করতে পারলাম খুব সহজেই। যেখানে কদম ফুলের দেখা মেলে না সেখানে কদম ফুলের স্মৃতি স্মরণ করে দিলেন। এছাড়াও খেলাধুলার বিষয়গুলো এরপর এক উপস্থাপন কবিতার লাইনে। বেশ দারুন লিখেছেন ভাইয়া।
কদম ফুল আমার শৈশবের অবিচ্ছেদ্য অংশ ছিল। আমার অন্যতম প্রিয় একটি ফুল কদম ফুল। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আমাদের সবার শৈশবের সময়টা অনেক সুন্দর ছিল। আপনার স্বরচিত কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাই। শৈশব মানেই সুন্দর স্মৃতি শৈশব মানেই সুন্দর মুহূর্ত। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
আপনাকেও ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।
শৈশব নিয়ে আজ আপনি আমাদের মাঝে যে কবিতাটি লিখেছেন সেটি একটা অসাধারণ কবিতা। আসলে আপনার এই কবিতার মাঝে শৈশব জীবনের প্রত্যেকটি ঘটনা ফুটে উঠেছে। এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমাদের স্মৃতিময় শৈশব আমাদেরকে এখনো স্মৃতিতে এসে নাড়া দেয়।
অনেক সুন্দর একটি কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখায় কবিতার মধ্যে বাল্য বয়সের মধুর স্মৃতিগুলো দারুন ভাবে ফুটে উঠেছে। সত্যি ভাই সেই জীবনটাই ছিল আমাদের জীবনের সেরা একটি মুহূর্ত। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং আনন্দের মুহূর্তে হলো বাল্য জীবনের মুহূর্তটা। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাই। শৈশবকাল আমাদের জীবনের সেরা সময় ছিল। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার কবিতায় শৈশবের মধুর স্মৃতিগুলো অসাধারণভাবে জীবন্ত করে তুলে ধরেছেন। প্রতিটি লাইন যেন সেই সময়ের সরলতা, আনন্দ আর বন্ধুত্বের গল্প শোনায়। বিশেষ করে বউছি, গোল্লাছুট আর কদম ফুলের খেলার বর্ণনাগুলো হৃদয় ছুঁয়ে যায়।শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
গোল্লাছুট আমার প্রিয় খেলা ছিল। সময়টাকে বড্ড বেশি মিস করি। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আহ ভাই কবিতায় যেন একগুচ্ছ অনূভুতি আর স্মৃতি তুলে ধরেছেন। ছোটবেলার সেই কথা সেই অনূভুতি এখন অনেক মনে পড়ে। বেশ চমৎকার লাগল আপনার কবিতা টা। আর হবে না গ্রীষ্মের দুপুরে ফিরে গিয়ে বন্ধুরা সবাই পুকুরে বা নদীতে একসঙ্গে গোসল করা।
ঠিক বলেছেন ভাই। আর হবে না এসব। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।