স্বরচিত কবিতা - সিন্ডিকেটের বাজার
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব।
সিন্ডিকেটের বাজার |
---|
সেদিন সাহেব গিয়েছিলো,
কালামপুরের হাঁটে।
মাছ কিনবে বড় দেখে,
স্বাদ থাকবে লেগে ঠোঁটে।
শাক কিনবে একদম তাজা,
আলু কিনবে গোলগাল।
হাঁটে গিয়ে দেখলো সাহেব,
ভীষণ রকম সোরগোল।
মাছের বাজারে লেগেছে আগুণ,
সবজি ভালো কোথাও নেই।
জিনিসপত্রের দাম শুনে,
হারিয়ে ফেলেছেন খেই।
ক্ষণিক বাদে বুঝলো সাহেব,
ব্যবসায়ীরা সব একজোট।
সিন্ডিকেটে ভর্তি বাজার,
মানুষকে করছে লুট।
ভাবছেন তিনি বসে বসে,
কষ্ট করে যখন এসেছি,
কিনে নিয়ে যাই কিছু,
কি পাওয়া যায় দেখি!
এদিক গেলেন, ওদিক গেলেন,
কিছু ভাগ্যে মিলেনা।
বাজার নিয়ে যেতে হবে,
খালি হাতে যাওয়া যাবেনা।
বিষণ্ণ মনে ফিরছেন তিনি,
মনে দুঃখ একরাশ।
জীবন নিয়ে ভীষণ রকম,
হলেন তিনি হতাশ।
হঠাৎ করে পিছন থেকে,
এক বেপারি দিলো ডাক,
মাছ নিবেন কি? ভালো মাছ,
বেপারি দিলেন হাঁক।
বেপারির মাছ ভালো,
দামেও অনেক সস্তা,
সাদ্য থাকলে নিয়ে যেতেন,
ভরে সব বস্তা।
জিজ্ঞাসিলেন বেপারিকে,
"দাম কেন কম? ব্যাপার কি?"
বলল উত্তরে বেপারি,
"তোমাকে আর বলবো কি?
হাঁটে বাপু খাজনা লাগে,
আমি তাই যাই না।
সিন্ডিকেটের ব্যবসা বাপু,
আমি সেসব করিনা।
যা বেচি, তাতে চলে আমার।
এত টাকার কি দরকার?
মরলে পরে, করতে হবে,
কেবল শুধু হাহাকার।"
আমাদের বাংলাদেশ বর্তমানে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের সবচেয়ে বড় সমস্যা বাজার দর। এই সমস্যায় আমরা সব কিছু যেন মুখ বুজে সহ্য করে যাচ্ছি। সিন্ডিকেট আমাদের জনজীবন বিধ্বস্ত করে ফেলেছে। আশাকরি, খুব শীঘ্রই দেশপ্রেমিক কিছু মানুষ বের হয়ে আসবে যারা এসব থেকে আমাদেরকে মুক্তি দেবে।
একদম ঠিক বলেছেন ভাইয়া এই সিন্ডিকেট না ভাঙতে পারলে বাজারে কখনো নিয়ন্ত্রণে আসবে না। সব থেকে বেশি ভুক্তভোগী হল মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকেরা। যাই হোক সে বিষয়টিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। ভালো লেগেছে কবিতাটি পড়ে।
কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু।
আজকে আপনি বাস্তবিক কথা নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।সিন্ডিকেটের বাজার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে এটি ঠিক বর্তমানে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য বাজার হচ্ছে অন্যরকম সমস্যা। তবে আপনার কবিতার ভাষা সত্যিই অসাধারণ। ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।
কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাই।
বাহ! বেশ সুন্দর লিখেছেন, বর্তমান সিন্ডিকেটের বিষয়টি কবিতার ছন্দে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক ধন্যবাদ
আপনার মত কবি যখন আমার কবিতার প্রশংসা করে তখন সত্যিই অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই।