লেভেল ৪ হতে আমার অর্জন - By @sabbirakib.

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বহুদিন পর আজ আবার পরীক্ষার হলে বসলাম। এই লেখার মাধ্যমে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির @abb-school এর Level 4 এর লিখিত পরীক্ষা দিচ্ছে।


IMG_20241128_234527_99.jpg


P2P কি?

P2P হলো Peer to Peer ট্রানজেকশন। অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরাসরি কারেন্সি ট্রান্সফার করা হলো P2P. যেমনঃ আমি যদি @abb-school এ কোন STEEM বা SBD ট্রান্সফার করি, এটাই হবে P2P ট্রানজেকশন। আমার বাংলা ব্লগ P2P ট্রানজেকশন অনুমতি ব্যতিত ভালোভাবে গ্রহণ করেনা। প্রথম কারন হচ্ছে, এক একাউন্ট থেকে আরেক একাউন্টে ট্রানজেকশন করা থেকে ধারণা করা হয় দুটি আইডি একই ব্যক্তির যা নিষিদ্ধ। দ্বিতীয় কারন হচ্ছে, হতে পারে অপর Peer কোন আইন বহির্ভূত কাজে জড়িত। আর ABB আইন বহির্ভূত কোন কাজ এলাউ করেনা।

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

P2P এর মাধ্যমে @level4test একাউন্টে SBD পাঠানোর জন্য প্রথমে আমি steemitwallte.com এ যাই। সেখান থেকে আমি লিকুইড SBD এর উপর ক্লিক করি। Transfer অপশনে ক্লিক করি এবং নতুন একটি ইন্টারফেস আসে। সেখানে, to এর ঘরে আমি যাকে পাঠাবো, অর্থাৎ 'level4test' লেখি। Amount এর স্থানে নির্দিষ্ট এমাউন্ট 0.001 SBD বসাই। Memo এর ঘরে একটি Memo বসাই। এরপর Next বাটনে ক্লিক করি।

Screenshot_20241128-003555.png

Screenshot_20241126-115435.png

নতুন একটি পপ-আপ মেসেজ আসে। সেখানে সকল তথ্য উল্লেখ রয়েছে ট্রান্সফারের। আমি সবকিছু পরীক্ষা করে যখন দেখলাম ঠিক আছে তখন OK বাটনে ক্লিক করি।


Screenshot_20241126-115439.png

পরবর্তী ধাপে আমার কাছে Key চায় এবং সেখানে আমি আমার Steemit একাউন্টের Active Key দিয়ে OK তে ক্লিক করি। কিছুক্ষণের মধ্যেই আমার ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে যায়।


Polish_20241128_004519039.png

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

যেভাবে আমি SBD ট্রান্সফার করেছি, অনুরূপ ভাবে STEEM ট্রান্সফার করেছি। এজন্য প্রথমে আমি steemitwallte.com এ যাই। সেখান থেকে আমি লিকুইড STEEM এর উপর ক্লিক করি। Transfer অপশনে ক্লিক করি এবং নতুন একটি ইন্টারফেস আসে। সেখানে, to এর ঘরে আমি যাকে পাঠাবো, অর্থাৎ 'level4test' লেখি। Amount এর স্থানে নির্দিষ্ট এমাউন্ট 0.001 STEEM বসাই। Memo এর ঘরে একটি Memo বসাই। এরপর Next বাটনে ক্লিক করি।

Polish_20241128_003159231.png

Screenshot_20241126-115156.png

নতুন একটি পপ-আপ মেসেজ আসে। সেখানে সকল তথ্য উল্লেখ রয়েছে ট্রান্সফারের। আমি সবকিছু পরীক্ষা করে যখন দেখলাম ঠিক আছে তখন OK বাটনে ক্লিক করি।


Screenshot_20241126-115206.png

পরবর্তী ধাপে আমার কাছে Key চায় এবং সেখানে আমি আমার Steemit একাউন্টের Active Key দিয়ে OK তে ক্লিক করি। কিছুক্ষণের মধ্যেই আমার ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে যায়।


Polish_20241128_004544221.png

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

বর্তমানে STEEMIT Wallet থেকে TRX রিমুভ করে দেয়া হয়েছে। তবে ক্লাসে আমাদেরকে TronLink এপসের মাধ্যমে TRX ট্রানজেকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। Tron Address সম্পর্কিত কারনে আমাদেরকে এই টপিকটা স্কিপ করতে বলা হয়েছে।

Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

Internal Market থেকে 0.1SBD কে STEEM এ রূপান্তর করার জন্য আমার কাছে পর্যাপ্ত SBD ছিল না। এজন্য আমি শেখানো পদ্ধতিতে steemitwallte.com এ গিয়ে একদম উপরের ডান দিকে সমান্তরাল ভাবে থাকা ৩ দাগের উপর ক্লিক করে সেখান থেকে Currency Market সিলেক্ট করি।

তখন নতুন একটি ইন্টারফেস আমার সামনে আসে। যেহেতু আমি STEEM বিক্রি করে প্রথমে SBD কিনবো এজন্য Sell Steem এর ঘরে যাই এবং সেখানে Price এর ঘরে বর্তমান প্রাইসটি বসাই। যেহেতু আমার 0.1 SBD প্রয়োজন আমি Total এর ঘরে সংখ্যাটি বসাই। তখন আমার কত STEEM লাগবে তা Amount এর ঘরে দেখায়। আমি Sell Steem এ ক্লিক করি।


Screenshot_20241126-223426.png

তখন একটি পপ-আপ মেসেজ আসে। সেখানে সবকিছু চেক করে OK বাটনে ক্লিক করি। তখন আমার কাছে Key চাইলে আমি Steemit এর Active Key বসাই এবং OK করি। আমার অর্ডারটি জমা হয় এবং কিছুক্ষণের মধ্যেই ট্রানজেকশন সম্পন্ন হয়ে যায়।

Screenshot_20241126-223436.png

এবার আমি SBD বিক্রি করে STEEM কেনার জন্য একই পদ্ধতিতে অর্থাৎ, steemwallte.com এ গিয়ে একদম উপরের ডান দিকে থাকা সমান্তরাল ভাবে থাকা ৩ দাগের উপর ক্লিক করে সেখান থেকে Currency Market সিলেক্ট করি। তখন নতুন একটি ইন্টারফেস আমার সামনে আসে। যেহেতু আমি SBD বিক্রি করে প্রথমে STEEM কিনবো এজন্য Buy Steem এর ঘরে যাই এবং সেখানে Price এর ঘরে বর্তমান প্রাইসটি বসাই। যেহেতু আমি 0.1 SBD বিক্রি করবো এজন্য আমি Total এর ঘরে সংখ্যাটি বসাই। তখন আমি কত STEEM পাবো তা Amount এর ঘরে দেখায়। আমি Buy Steem এ ক্লিক করি।

Screenshot_20241126-223710.png

তখন একটি পপ-আপ মেসেজ আসে। সেখানে সবকিছু চেক করে OK বাটনে ক্লিক করি। তখন আমার কাছে Key চাইলে আমি Steemit এর Active Key বসাই এবং OK করি। আমার অর্ডারটি জমা হয় এবং কিছুক্ষণের মধ্যেই ট্রানজেকশন সম্পন্ন হয়ে যায়।

Screenshot_20241126-223737.png

Poloniex Exchange site এ একটি Account Create করুন।

STEEM থেকে আমার উপার্জন আমার কাছে৷ Fiat কারেন্সিতে আনার জন্য External Market হিসাবে আমরা Poloniex ব্যবহার করতে পারি। এজন্য আমাদেরকে সেখানে একাউন্ট খুলতে হবে। Poloniex এ একাউন্ট খোলা খুবই সহজ।

প্রথমেই আমাদেরকে Poloniex Apps ইন্সটল করে নিতে হবে অথবা ব্রাউজারে poloniex.com এ যেতে হবে। সেখানে Sign Up বাটনে ক্লিক করবো। এরপর সেখানে আমাদের Email Address বসাবো এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড বসাবো। কনফার্ম পাসওয়ার্ড এর ঘরে পাসওয়ার্ডটি আবার বসাবো। captcha verify করে চতুর্ভুজ আকৃতির ঘরে টিক চিহ্ন দিয়ে SIGN UP বাটনে ক্লিক করবো। এরপর আমার ইমেইলে একটি কনফার্মেশন লিংক আসবে। সেখানে ক্লিক করলেই একাউন্ট একটিভ হয়ে যাবে।


Screenshot_20241128-125629.png


Screenshot_20241128-125700.png


Screenshot_20241128-125724.png


Polish_20241128_140410606.png

আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

আমার Steemit একাউন্ট থেকে Poloniex এ Steem Transfer করার জন্য আমাকে প্রথমে আমার Poloniex একাউন্টে লগ-ইন করতে হবে। সেখান থেকে Wallet অপশনে গেলে Deposit অপশন পাবো। Deposit এ ক্লিক করে Steem লিখে সার্চ করবো। সার্চ রেজাল্টে Steem আসলে তা সিলেক্ট করবো এবং Network হিসাবে Steem-ই রাখবো। তখন আমাকে একটি Address এবং Memo দেয়া হবে। আমি সেগুলো কপি করবো।


Screenshot_20241128-153157.png


Screenshot_20241128-153222.png


Screenshot_20241128-153230.png


Screenshot_20241128-153244.png

এরপর সেখান থেকে আমি আমার steemitwallet এ চলো আসবো এবং যেভাবে P2P ট্রানজেকশন করেছি সেভাবে লিকুইড Steem এর ক্লিক করে Transfer অপশনে যাবো। সেখানে to রে Poloniex থেকে দেয়া Address-টি বসাবো এবং Memo এর ঘরে সেখান থেকে দেয়া Memo-টি বসাবো। এক্ষেত্রে, Address এর মতো Memo-টিও যথাযথ ভাবে বসানো জরুরি। এরপর Next বাটনে ক্লিক করে পপ-আপ মেসেজ থেকে সবকিছু চেক করে OK করবো। এরপর Key এর জায়গায় Active Key বসিয়ে OK করবো। কিছুক্ষণের মধ্যেই তা Poloniex এ ডিপোজিট হয়ে যাবে। আমি Poloniex এর Activity Page থেকে তা চেক করতে পারি। নোটিফিকেশন অন করা থাকলে ডিপোজিট হওয়া মাত্রই নোটিফিকেশন চলে আসবে।

Screenshot_20241127-135518.png
Screenshot_20241127-135524.png
Screenshot_20241127-135602.png

আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

STEEMIT থেকে TRX রিমুভ করে দেয়া হয়েছে যা আমি উপরে উল্লেখ করেছি। তবে আমাদেরকে TronLink এপসের মাধ্যমে ট্রানজেকশন করার পদ্ধতি শিখিয়ে দেয়া হয়েছে ক্লাসে।

এজন্য আমাকে Poloniex এ গিয়ে Wallet এ যেতে হবে। সেখানে TRX লিখে সার্চ করে সার্চ রেজাল্ট থেকে TRX বা Tron সিলেক্ট করবো এবং নেটওয়ার্ক হিসাবে TRC-20 সিলেক্ট করবো। তখন আমাকে একটি TRX এড্রেস দিবে আমি সেটি কপি করে TronLink প্রবেশ করব। সেখানে Send বাটনে ক্লিক করে রিসিভিং একাউন্টের জায়গায় কপি করা TRX এড্রেস বসাবো। Next বাটনে ক্লিক করে Token হিসেবে TRX সিলেক্ট করব এবং অ্যামাউন্ট এর ঘরে এমাউন্ট বসাবো। একটি পপ আপ মেসেজ আসবে, সেখানে সবকিছু চেক করে কনফার্ম করবো। তখন আমার কাছে পাসওয়ার্ড চাইবে এবং আমি TronLink এপসের পাসওয়ার্ড দিয়ে ওকে করব। কিছুক্ষণের মধ্যে আমার TRX, Poloniex একাউন্টে ডিপোজিট হয়ে যাবে।

Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

STEEM কে USDT তে কনভার্ট করার জন্য আমাকে Poloniex এর Wallet এ যেতে হবে এবং সেখানে গিয়ে Spot এ ক্লিক করতে হবে। তখন আমার এসেটগুলো শো করবে। আমি Steem এর উপর ক্লিক করে Go To Trade অপশনে যাবো। সেখানে STEEM/USDT সার্চ করে তাতে ক্লিক করবো। তখন নতুন একটি ইন্টারফেস আসবে। যেহেতু আমি Sell করবো এজন্য Sell অপশনে যাবো Steemit এর Internal Buy/Sell এর মতো করে Price এর ঘরে যে Price এ সেল করতে চাই তা বসাবো। এমাউন্টের ঘরে কত এমাউন্ট Sell করবো তা বসাবো। বিনিময়ে আমি কত USDT পাবো তা নিচে দেখাবে। সবকিছু চেক করে Sell অপশনে ক্লিক করলে তা Open Order এ থাকবে। আমার দেয়া Price এর সাথে কারেন্ট প্রাইস মিলে গেলে তা সেল হয়ে যাবে।


Screenshot_20241127-140718.png
Screenshot_20241127-140752.png

একই ভাবে আমি TRX ক্ষেত্রেও Poloniex এর Wallet এ যেতে হবে এবং সেখানে গিয়ে Spot এ ক্লিক করতে হবে। তখন আমার এসেটগুলো শো করবে। আমি Steem এর উপর ক্লিক করে Go To Trade অপশনে যাবো। সেখানে TRX/USDT সার্চ করে তাতে ক্লিক করবো। তখন নতুন একটি ইন্টারফেস আসবে। যেহেতু আমি Sell করবো এজন্য Sell অপশনে যাবো Steemit এর Internal Buy/Sell এর মতো করে Price এর ঘরে যে Price এ সেল করতে চাই তা বসাবো। এমাউন্টের ঘরে কত এমাউন্ট Sell করবো তা বসাবো। বিনিময়ে আমি কত USDT পাবো তা নিচে দেখাবে। সবকিছু চেক করে Sell অপশনে ক্লিক করলে তা Open Order এ থাকবে। আমার দেয়া Price এর সাথে কারেন্ট প্রাইস মিলে গেলে তা সেল হয়ে যাবে।

Poloniex থেকে USDT উইথড্র করার প্রসেস

Poloniex থেকে USDT উইথড্র করার জন্য আমাকে Poloniex A/C গিয়ে Wallet এ যেতে হবে। সেখান থেকে Withdraw বাটনে ক্লিক করতে হবে। সেখানে USDT লিখে সার্চ দিয়ে USDT সিলেক্ট করতে হবে। Network হিসাবে বেশ কিছু অপশন আসবে। যেহেতু TRC-20 গেটওয়েতে খরচ কম, এজন্য আমি TRC-20 গেটওয়ে সিলেক্ট করবো। এরপর এড্রেসের ঘরে আমি যেখানে Withdraw করতে চাচ্ছি সেখানকার TRC-20 গেটওয়ের USDT এড্রেস বসাবো। এমাউন্টের ঘরে এমাউন্ট বসিয়ে Withdraw তে ক্লিক করবো। তখন আমার ইমেইলে একটি কোড যাবে। সেটি কপি করে ভ্যারিফিকেশন এর স্থানে পেস্ট করে কনফার্ম করলেই কিছুক্ষণের মধ্যে উইথড্র হয়ে যাবে।


Screenshot_20241129-001801.png
Screenshot_20241129-001808.png
Screenshot_20241129-001824.png


লেভেল-৪ এর পরীক্ষার উত্তর পত্র আমি এর মাধ্যমে শেষ করলাম। উত্তর পত্রের জন্য আমি বিভিন্ন সময়ে ট্রানজেকশন করেছিলাম এবং স্ক্রিনশট নিয়ে ছিলাম। কিছু সময় মনেহলো আমার হয়ত আরও কিছু ছবি যুক্ত করা দরকার, এজন্য তাৎক্ষণিক কিছু ছবি নিয়েছিলাম। এজন্য যেমন সময়ের মিল নেই, তেমনি ব্যালেন্সেরও মিল নেই। আর, প্রসেসগুলো আমি প্র‍্যাকটিসও করেছিলাম দুই-তিনবার।

ধন্যবাদ জানাই ABB কমিউনিটির প্রতিষ্ঠাতা এবং সম্মানিত এডমিন-মর্ডারেটর প্যানেলকে যারা আমাদের ভালোর জন্য এত দারুণ সিলেবাসের ব্যবস্থা করেছেন।

cc @alsarzilsiam.

Sort:  
 6 days ago 


Screenshot_20241129-004454.png

Tweet from own a/c


Screenshot_20241129-004531.png

CoinMarketCap Post


Screenshot_20241128-212840.png

DSC Vote Screenshot

 5 days ago 

লেভেল চার থেকে যতটুকু জ্ঞান অর্জন করেছেন যা কিছু শিখেছেন সেটা স্ক্রিনশট এর মাধ্যমে পর্যায়ক্রমে তুলে ধরেছেন। আশা করি খুব দ্রুত পরবর্তী লেভেল পার করতে পারবেন আপনার জন্য শুভকামনা রইল।

 5 days ago 

ধন্যবাদ ভাই শুভ কামনা জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.39
JST 0.062
BTC 96632.04
ETH 3716.71
SBD 4.12