আত্মশুদ্ধি একান্তই দরকার যদি আপনি ঈশ্বরের কাছাকছি যেতে চান, তাঁর প্রদর্শিত পথে চলতে চান ।
এই কথাটা দাদা একেবারেই ঠিক বলেছেন। সৃষ্টিকর্তার কাছাকাছি যেতে হলে আত্মশুদ্ধির বিকল্প নেই। আমাদের শহরে অবশ্য এই ধরনের পূজো মণ্ডপ কখনো দেখিনি। পূজা মন্ডপ যে এমন হতে পারে সেটা ধারণাতেই ছিলো না। আশা করি সময়টা ওখানে ভালোই কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে।