RE: ভ্রমণ পোস্ট: রমনা ফেরি ঘাটে ঘোরাঘুরি
পদ্মা সেতু হওয়ার আগ পর্যন্ত আমরা ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য ফেরি ব্যবহার করতাম। তবে পদ্মা সেতু হওয়ার পর আর আমাদেরকে ফেরি ব্যবহার করতে হয় না ঢাকা থেকে আসা যাওয়ার জন্য। যেহেতু অনেকবার ফেরিতে আসা-যাওয়া করেছি তাই এই ধরনের ফেরীগুলো আমার কাছে খুবই পরিচিত। যখনই আমি ফেরিতে যাতায়াত করতাম তখন বাস ফেরিতে ওঠার পর আমি সোজা বাস থেকে নেমে চলে যেতাম ফেরির উপরের ডেকে। কারণ সেখান থেকে নদীর চমৎকার একটা ভিউ পাওয়া যেতো। যাই হোক আপনিও আশা করি ফেরিতে কাটানো সময়টা বেশ ভালই উপভোগ করেছেন। ধন্যবাদ আপনাকে।
আমাকে বেশ অনেক বেশি ভালো লাগছিলো।ফেরির নিচ থেকে উপরে উঠার অনেক বেশি ইচ্ছা করছিল, কিন্তু আমার অনেক বেশি ভয় করছিল
খেয়াল করে দেখুন এই তিনটি বাক্য অনেকটা একই রকম হয়ে গিয়েছে। পোস্ট লেখার সময় এই বিষয়গুলোর প্রতি আরেকটু খেয়াল রাখবেন। তাহলে পোস্টের কোয়ালিটি আরো ভালো হবে।
ঠিক আছে পরবর্তী পোস্ট থেকে সব কিছু আরো সুন্দর করার চেষ্টা করবো।