RE: কক্সবাজারে একটি ফাইভ ষ্টার হোটেলে আমার নিদারুন অভিজ্ঞতা
একটি ফাইভ স্টার হোটেলের স্টাফদের থেকে এমন অপেশাদার আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। আমাদের দেশের ব্যবসায়ীরা সবাই শুধু অধিক মুনাফায় বিশ্বাস করে সেবা প্রদানে নয়। সেজন্যই এই ধরনের অবস্থা তৈরি হয়। একজন বিদেশী হিসেবে তাদের উচিত ছিল আপনার সাথে ভালো ব্যবহার করা। এই সমস্ত কারণেই আমাদের দেশে বিদেশীরা আসতে নিরুৎসাহিত বোধ করে। আজকে যদি তারা আপনার সাথে ভালো ব্যবহার করত। তাহলে হয়তো আপনার মাধ্যমে আরো ইন্ডিয়ান মানুষজন বাংলাদেশে বেড়াতে আসতো। কিন্তু এই ধরনের কথা যখন বাইরের মানুষ শুনবে। তখন তারা আর বাংলাদেশে আসতে চাইবে না। যেটা আমাদের পর্যটন শিল্পের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু এগুলো দেখার দায়িত্ব যাদের। তারা চোখ বন্ধ করে আরামে ঘুমিয়ে আছে। এজন্য এগুলো নিয়েই আমাদের চলতে হয়। কক্সবাজারের মত এমন চমৎকার একটি জায়গায় ঘুরতে এসে। এমন বাজে অভিজ্ঞতার জন্য বাংলাদেশী হিসাবে আমি লজ্জিত। তবে আমার অনুরোধ থাকবে। পোস্টে সেই হোটেলের নামটা যুক্ত করে দিন। যাতে আমরা আমাদের পরিচিত লোকদেরকে এই হোটেল থেকে সাবধান করতে পারি।