RE: পরিচয় পর্ব 'আমার বাংলা ব্লগ' কমিউনিটি
যেহেতু আইরিন আপু আপনার পোস্টে কমেন্ট করেছে তাই আপনার ইতিমধ্যে বুঝতে পারার কথা আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করতে হলে আপনাকে কি কি করতে হবে। আর আপনি পোস্টে যে জিনিসটি উল্লেখ করেছেন যে কমিউনিটির উলসের ভিতরে এমন কোন কিছু আপনার চোখে পড়েনি যেখানে উল্লেখ করা আছে আপনার প্রথম পোস্ট কেমন হওয়া উচিত এটা সঠিক নয়।
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে আপনাকে প্রথমে একটি পরিচিতিমূলক পোস্ট করতে হবে। তারপর আপনার পরিচিতি মূলক পোষ্ট অ্যাপ্রুভ হওয়ার পর আপনি অন্যান্য পোস্ট করতে পারবেন। তবে যেহেতু এখন আমাদের নতুন মেম্বার নেয়া বন্ধ আছে তাই আপনি চাইলে আমাদের ডিসকর্ডে জয়েন করে যোগাযোগ করতে পারেন। ডিসকর্ডে জয়েন থাকলে আপনি জানতে পারবেন যে পরবর্তীতে আবার কখন নতুন মেম্বার নেয়া হবে।
ডিসকর্ড লিংক-https://discord.gg/AmDvat4Xuv
পরিচিতি মূলক পোস্ট কিভাবে করতে হয় সেটা এই পোস্ট থেকে জানতে পারবেন-https://steemit.com/hive-129948/@rme/4pwnok
আমার বাংলা ব্লগের নিয়মাবলীর সর্বশেষ আপডেট-
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই,
দুঃখের সাথে বলতেছি আমি ড্রেস্কিপশনে থাকা রুল্স দেখেছিলাম,
আইনের আপুর কমেন্টের উপর ভিত্তি করে আজ আমার পরিচিত পোষ্ট করা।
আমার বাংলা ব্লগে এই মুহুর্তে নিউ মেম্বার নেয়া হচ্ছে না। আপনি আমাদের discord এ জয়েন করুন নিউ মেম্বার নেয়ার সঠিক সময় discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
অনেক অনেক ধন্যবাদ