You are viewing a single comment's thread from:

RE: লেভেল ওয়ান হতে আমার অর্জন - By @sumon09 || তাং ১৬-১২-২০২১ || ১০% বেনিফিসারী @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আপনার পোস্টে সব কিছু বিস্তারিত ভাবে লিখেছেন। যদিও এতো কিছু দরকার ছিল না। লেভেল ১ পরিক্ষার একটি পোস্ট দেয়া আছে। আপনি সেটা দেখেননি মনে হচ্ছে। আপনার পোস্ট থেকে এটা বোঝা যাচ্ছে যে বিষয় গুলো আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।

Sort:  
 3 years ago 

লেভেল ১ পরিক্ষার একটি পোস্ট দেয়া আছে। আপনি সেটা দেখেননি মনে হচ্ছে।

ভাইয়া, আমি সুমন-ভাইয়ার লেভেল ওয়ান পরীক্ষা বিষয়ক পোস্ট মাত্র কয়েকটা দিন আগে পড়েছি। সেখানে দশটি প্রশ্ন রয়েছে। তবে দুঃখের বিষয় এটা যে,আমি তার পূর্ব থেকেই লেখাটা শুরু করেছি। দাদার দেওয়া নিয়মাবলীর সর্বশেষ আপডেট আর লেভেল ওয়ানের' লেকচার শিট পড়তাম। যা বুঝতে পারতাম তাই খাতাতে লিখতাম। এভাবে আমার সাধ্যমত চেষ্টা করেছি বোঝার জন্য। বোঝার পরে আমি তিনদিন ধরে অল্প অল্প করে লিখেছি মোবাইলে। এরপর রিভিউ দিয়েছি, মার্ক ডাউন ঠিকঠাক করে গতকাল সেন্ড করেছি। সুমন ভাইয়ের পোস্ট যদি আমি আগে পেতাম,তাহলে হয়তো প্রশ্ন অনুসারে লিখতে পারতাম। এমন একটি সময় পেয়েছি যখন এক কনফিউশনে পড়ে গেছি। তাই ভেবে দেখলাম এভাবেই পোস্ট করা যাক যেহেতু লেখা মাঝ পর্যায়ে পৌঁছে গেছে। সেন্ড করার আগে ভেবে দেখলাম হয়তো আমার এই লেখাতে অনেকে উপকৃত হতে পারে,তাই আর অন্য কোন কিছু মাথায় না নিয়ে এভাবে সেন্ড করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। আমার জন্য দোয়া করবেন। আমি যেন সর্বসময় আমার বাংলা ব্লগ কমিউনিটি তে অ্যাক্টিভ থেকে আপনাদের সাথে চলতে পারি এবং সকল প্রকার নিয়ম শৃঙ্খলা মেনে চলতে পারি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 58269.26
ETH 3067.65
USDT 1.00
SBD 2.25