খুব সুন্দর করে মেস জীবনের কথা তুলে ধরেছেন। বেশ ভালো লাগলো পড়ে। নিজের ঢাকা কলেজ জীবনের হোস্টেলে থাকার কথা মনে পড়ে গেলো। মেসের দিনগুলি আসলেই একটু অন্যরকম। প্রথমে দু'চারদিন কিছুটা খারাপ লাগতে পারে। যখন রুমমেটদের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তখন আর খারাপ লাগে না। সবাই একসাথে মিলে ঘুরতে যাওয়া, সিনেমা দেখা আরো কত মজা, কতো আড্ডা। সে দিনগুলির কথা মনে পড়লে এখনও ভালো লাগে। ছবিতে অবশ্যই what3words লোকেশন কোড ব্যবহার করবেন। ধন্যবাদ আপনাকে।