এই ধরনের পোস্টে চেষ্টা করবেন আরো বেশি সংখ্যক ছবি যোগ করার। আর আপনি বোধহয় w3word লোকেশন কোড দিতে ভুলে গিয়েছেন। আর চেষ্টা করবেন ডিভাইস ইনফর্মেশন ও দেয়ার। সুন্দর করে বটগাছের কিছু উপকারিতা আপনি তুলে ধরেছেন। আমাদের দেশে এক সময় প্রচুর এই ধরনের বিশাল আকার বটগাছ দেখা যেত। কিন্তু ক্রমেই এই ধরনের বটগাছ দৃশ্যপট থেকে হারিয়ে যাচ্ছে। বট গাছের উপকারিতা এবং বর্ণনা আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
গঠণমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।