You are viewing a single comment's thread from:
RE: প্রথম ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণের অভিজ্ঞতা। ১০% বেনিফেসিয়ার @shy-fox এর জন্য। সেপ্টেম্বর ০২,২০২১।
আপনি টিকা নিয়ে একটি ভালো কাজ করেছেন। অনেকেই আছে টিকার বিষয়ে বিভিন্ন গুজবে বিশ্বাস করে বসে আছে। টিকা নিচ্ছে না। আমিও প্রথম ডোজ নিয়েছি। দ্বিতীয় ডোজ নিতে পারিনি। কারণ তার আগেই আমি করণা আক্রান্ত হয়েছি। তবে ভাই সবাই স্বজনপ্রীতি করে এই অজুহাতে যদি আমি আপনিও একই কাজ করি। তাহলে সিস্টেম কখনোই পরিবর্তন হবে না। আমাদের যার যার নিজের জায়গা থেকে সঠিক থাকতে হবে। তাহলে একসময় সমাজটা পরিবর্তন হয়ে যাবে। যদিও আমি জানি আপনি ঝামেলা থেকে বাচতে অন্য পথ খুঁজছেন। ধন্যবাদ আপনাকে।
জী ভাই আপনি যথার্থই বলেছেন। আমার বুদ্ধির পর আমি প্রথমবার এই রকম কাজ করলাম 😢😢। এতে আমার খারাপই লাগছে। ধন্যবাদ আপনার মতামতের জন্য।।।