@nixiee প্রমোশন পোস্ট।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আপনি কি ব্লগিংয়ের পাশাপাশি ডেলিগেশন করার মাধ্যমে বাড়তি সাপোর্ট পেতে চান? আপনি কি আপনার একাউন্টে পড়ে থাকা অলস স্টিম পাওয়ার ব্যবহার করে বাড়তি সাপোর্ট পেতে চান? আপনি কি আপনার কাছে পড়ে থাকা অলস টাকা বিনিয়োগ করে সেটার মাধ্যমে স্টিমেট প্ল্যাটফর্ম থেকে বাড়তি কিছু আয় করতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্য।

@nixiee তে বিনিয়োগ করুন এবং লাভবান হউন

nixiee.png

ব্যানার- @alsarzilsiam

আজ আপনাদের সাথে নতুন একটি আপভোট সার্ভিস @nixiee নিয়ে কিছু কথা বলব। নিক্সি হচ্ছে এমন একটি সার্ভিস যেখানে আপনি আপনার স্টিম পাওয়ার ডেলিগেট করে সেখান থেকে প্রতিদিন আপভোট পেতে পারেন। যদি আপনার কাছে কোন অলস টাকা পড়ে থাকে। তাহলে সেই টাকা বিনিয়োগ করে আপনি স্টিম কিনে সেটা ডেলিগেশন করার মাধ্যমেও বাড়তি আয় করতে পারেন।

Nixiee_Banner-2.png

ব্যানার- @hafizullah


@nixiee থেকে আপনারা কি কি সুবিধা পেতে পারেন সেটা আমি নিচে বর্ণনা করছি।

@nixiee

১- আপনি @nixiee তে ডেলিগেশন করলে বিশগুণ সাপোর্ট পাবেন। ধরুন আপনি ১০০০ স্টিম পাওয়ার ডেলিগেশন করেছেন। সে ক্ষেত্রে আপনি বিশ হাজার স্টিম পাওয়ারের সমান ভোট পাবেন।

১- আপনি যদি এই সার্ভিসে ডেলিগেশন করেন তাহলে আপনার আপভোট মিস করা নিয়ে আর চিন্তা করতে হবে না। প্রতি ২৪ ঘন্টার যেকোনো সময় একটি পোস্ট করলেই হবে। আপনি অবশ্যই মিক্সি থেকে আপভোট পেয়ে যাবেন।

২- আপনি যদি প্রতিদিন পোস্ট করতে আগ্রহী না হয়ে থাকেন। তাহলেও কোন সমস্যা নেই। আপনার ডেলিগেশন এমাউন্ট অনুযায়ী আপনার একাউন্টে স্টিম পাঠানো হবে।

৩- @nixiee এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আপনি এই ভোটিং বট সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।

ওয়েবসাইট লিংক


@nixiee এই ওয়েবসাইটটি দারুন একটি উপকারী ওয়েবসাইট। কারণ এখান থেকে আপনি খুব সহজেই @nixiee তে ডেলিগেশন করতে পারবেন। এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে আপনি @nixiee সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এমনকি এখানকার ইওর হিস্টরি অপশন থেকে আপনি আপনার ভোটিং সংক্রান্ত তথ্য দেখতে পারবেন। এই ওয়েবসাইটে লগইন করার পরে আপনি মাত্র দুটি ক্লিক করার মাধ্যমে @nixiee তে ডেলিগেশন করতে পারবেন। আবার এখানকার ক্যালকুলেট অপশনের মাধ্যমে আপনি কত স্টিম পাওয়ার ডেলিগেশন করলে কত সাপোর্ট পাবেন সেটাও পরিষ্কার বুঝতে পারবেন। নিচে আমি এই ওয়েবসাইটের কয়েকটি স্ক্রিনশট দিচ্ছি যাতে আপনারা ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারেন। তবে এই ওয়েবসাইটে ঢুকতে হলে আপনাকে প্রথমে আপনার ব্রাউজারে স্টিম কিচেইন এক্সটেনশন যোগ করতে হবে। তারপর সেখানে পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার একটিভ কি দেবেন। তারপরে আপনি এই ওয়েবসাইটের সবকিছু দেখতে পারবেন এবং সমস্ত কাজ করতে পারবেন।

screenshot-nixiee.blokfield.io-2023.03.09-00_50_03.jpg

screenshot-nixiee.blokfield.io-2023.03.10-09_20_05.jpg

IMG_20230310_092959.jpg

IMG_20230310_093217.jpg

৪- @nixiee এর ব্যবহারকারীদের বোনাস আপভোট দেয়ার একটি সার্ভিস রয়েছে। যদিও সেটি হয়তো খুব বড় কোন এমাউন্ট হবে না। তারপরও ব্যবহারকারীদের আনন্দ দেয়ার জন্য নিক্সি থেকে বাড়তি কিছু আপভোট দেয়া হবে।


এছাড়াও অতি শীঘ্রই @nixiee তে আরো বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। যেগুলো ডেলিগেটরদের জন্য খুবই উপকারি হবে।


৫-@nixiee তে ওভার ডেলিগেশন রিওয়ার্ড নামে নতুন একটি সার্ভিস চালু হতে যাচ্ছে। এই সার্ভিসের আওতায় যারা অনেক স্টিম পাওয়ার ডেলিগেট করবে। তারা যদি পর্যাপ্ত ভোট না পায় তখন তাদেরকে বাড়তি সাপোর্ট দেয়া হবে। সেই সাথে যারা ডেলিগেশন করবে তাদের সাথে কিউরেশন রেওয়ার্ড ভাগ করে নেয়ারও চিন্তা-ভাবনা চলছে।

৬-@nixiee আপভোট সার্ভিস কোনরকম অনৈতিক কার্যক্রম সমর্থন করে না বরং এটি স্টিমেট ইকো সিস্টেমকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখার পক্ষে। এজন্য এবিউজ ওয়াচার টিমের ব্লাক লিস্টের কোন ইউজার @nixiee সার্ভিস গ্রহণ করতে পারবে না।

৭-তাছাড়া @nixiee প্রতিনিয়ত তাদের ওয়েবসাইট আপডেট করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে এটির ব্যবহারকারীরা খুব সহজেই @nixiee সংক্রান্ত যেকোনো তথ্য পেতে পারে বা যেকোনো কাজ করতে পারে। (যদি আপনাদের কোন সাজেশন থাকে সেটা সাদরে গ্রহণযোগ্য)

৮-যখন @nixiee এর ভোটিং সক্ষমতা আরো বাড়বে তখন একটি ন্যূনতম ডেলিগেশনের সীমা নির্ধারণ করে দেয়া হবে।

এই সার্ভিসটি অপারেট করা হবে @bangla.witness @roadofrich এর মাধ্যমে। এই দুটো অ্যাকাউন্ট থেকে এবং @rme একাউন্ট থেকে যথেষ্ট পরিমাণ স্টিম পাওয়ার এই সার্ভিসে ডেলিগেশন করা হয়েছে এবং ধাপে ধাপে আরও স্টিম পাওয়ার ডেলিগেশন করা হবে। যাতে একাধিক ব্যবহারকারীকে পর্যাপ্ত আপ ভোট দেয়া যেতে পারে।


এই সার্ভিস চালুর মূল কারণ হচ্ছে স্টিমের প্রতি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করা। স্টিমেটে ইতিমধ্যে অনেক ভালো আপভোট সার্ভিস রয়েছে। তারা চমৎকারভাবে সকলকে সেবা দিয়ে যাচ্ছে। নিক্সির লক্ষ্য হলো নতুন বিনিয়োগকারীদের সুরক্ষিত করা এবং অন্যান্য পরিষেবা গুলির সাথে কোন প্রতিদ্বন্দ্বিতা না করে সুন্দরভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করা। যখন SBD পুনরায় ইস্যু করা শুরু হবে তখন স্টিম থেকে একটি ভালো ROI আসবে। তখন বিনিয়োগকারীদের কাছে @nixiee আরো আকর্ষণীয় হয়ে উঠবে। @bangla.witness এবং @roadofrich B2B এবং B2C প্রচারনা মুলক বিপণের জন্য প্রস্তুত। আমরা আশা করি এই প্রচারণার ফলে আরও বেশি লোক স্টিমে বিনিয়োগ করবে। তখন স্টিম একটি নতুন উচ্চতায় পৌঁছবে।


আশা করি ব্যাপারটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরবর্তীতে যে কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা টিকেট ক্রিয়েট করে আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন।



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

এটা খুবই ভালো একটি প্রজেক্ট আমি মনে করি! সব থেকে ভালো লাগলো,পোস্ট না করেও রেওয়ার্ড দিবে নিক্সি থেকে! আশা করি সবাই ডেলিগেট করবে এবং আমিও করবো 💟🤗

 2 years ago 

ভাইয়া আপনার এই পোষ্টের মাধ্যমে @nixiee সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, জেনে সত্যিই খুব ভালো লাগলো। এখানে অনেক সুযোগ সুবিধা আছে জেনে সত্যি খুব ভালো লাগলো। আশা করি এখানে ডেলিগেশন করতে কোন চিন্তা করতে হবে না। আমিও চেষ্টা করব এখানে ডেলিগেশন করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে @nixiee ডেলিগেশন প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য।

 2 years ago (edited)

বিস্তারিত জেনে অনেক উপকৃত হলাম। বেশ ভাল একটি উদ্যোগ। তাদের ওয়েব সাইটের অ্যাড্রেস টি পেয়ে আরো উপকৃত হলাম।ধন্যবাদ ভাইয়া সব সুন্দর ভাবে বুঝিয়ে দেয়ার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার এই পোষ্টের মাধ্যমে @nixiee সম্পর্কে খুব সুন্দর ধারণা পেলাম। আমাদের সবার উচিত অলস স্টিম ওয়ালেটে ফেলে না রেখে, ডেলিগেশনের মাধ্যমে বাড়তি সাপোর্ট পাওয়ার। এছাড়াও আমরা অলস টাকা দিয়ে স্টিম কিনে ডেলিগেশনের মাধ্যমে বাড়তি আয় করতে পারি। যাইহোক এত গুছিয়ে বিস্তারিত তথ্য গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সবসময় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি।

 2 years ago 

নতুন একটি ডেলিগেশন সার্ভিস সম্পর্কে অনেক ভালোভাবে জানতে পারলাম ভাইয়া। আপনি সুন্দরভাবে বাংলায় সেই তথ্যগুলো তুলে ধরেছেন এজন্য আমাদের বুঝতে অনেক সুবিধা হয়েছে। আসলে অনেক সময় ডেলিগেশন করা নিয়ে চিন্তায় পড়ে যায় অনেকে। আশা করছি এবার সবাই নিশ্চিন্তে ডেলিগেশন করবে এবং নিজের এসপি কাজে লাগাবে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দরভাবে পুরো প্রসেস এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

এই প্লাটফর্মকে এগিয়ে নিয়ে যেতে হলে বিনিয়োগকারীদের অনেক বেশি প্রয়োজন আর @nixiee এই অসাধারণ সুবিধা গুলোর মাধ্যমে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে পারবে বলে আমি মনে করি ।আমি নিজেও চেষ্টা করব @nixiee তে স্টিম পাওয়ার ডিলিগেট করতে। ধন্যবাদ সম্পূর্ণ বিস্তারিত ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

সত্যিই বলতে দাদার প্রতিটি উদ্যেগে দারুন যা আমাদের সাধারন ইউজারদের জন্য ভালো কিছু ৷ সেই সাথে এই স্টিমিট প্লালফর্ম কে এক উন্নত শিখরে পৌছানোর জন্যই সর্বদা কাজ করছে ৷ অনেক ভালো লাগলো আরো ডেলিকেশন সার্ভিস চালু করার জন্য আমাদের প্রিয় বড় দাদাকে ৷

 2 years ago 

আপনার পোস্টটির মাধ্যমে যাবতীয় তথ্যাদি জানতে পারলাম এই ওয়েবসইটটি সম্পর্কে।এখানে ডেলিগেট করলে বিশেষ সুবিধাও রয়েছে।আশা করছি অনেকেই এখানে বিনিয়োগ করবেন এবং উপকৃত হবেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ভাইয়া।

 2 years ago 

আপনার পোস্টে পড়ে @nixiee সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমি নিজেও এখানে ডেলিগেশন করার চিন্তা রয়েছে। প্রত্যেকটা বিষয় জানতে পেরে ভীষণ ভালো লাগলো। আশা করি ইনভেস্টাররা ধীরে ধীরে এখানে ইনভেস্ট করবে।

 2 years ago 

@nixiee নতুন একটা ডেলিগেশন সার্ভিস দেখে ভালো লাগলো। বিশেষ করে @nixiee সম্পর্কে বিস্তারিত তথ্য গুলো আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। আমি মনে করি, এটা স্টিমিট প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দারুন একটা উদ্যোগ। আমি নিজেও চেষ্টা করব এখানে ডেলিগেশন করার।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105364.16
ETH 3309.01
SBD 4.20