"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৮ || শেয়ার কর তোমার সেরা, শীতকালীন ফটোগ্রাফি
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি হালকা এই শীতের ছোঁয়ায় সকলে বেশ ভালোই আছেন। আজ আপনাদের মাঝে চলে এলাম আরো একটি নতুন প্রতিযোগিতা নিয়ে। এটি আমার বাংলা ব্লগের আয়োজিত ৪৮ তম প্রতিযোগিতা। আপনারা জানেন আমার বাংলা ব্লগ তার ইউজারদের সৃজনশীলতা প্রকাশের মাধ্যম হিসেবে প্রতি মাসে অন্তত দুটো কনটেস্টের আয়োজন করে। সেই দুটি কন্টেস্টের একটি আয়োজন করে থাকে এডমিন ভাই বোনেরা। আর দ্বিতীয় কন্টেস্টটির দায়িত্বে থাকি আমরা মডারেটরেরা।
সেই ধারাবাহিকতায় এবারের কনটেস্টের আয়োজন করছি আমরা মডারেটরেরা। পোষ্টের টাইটেল দেখে এতক্ষণে আশা করি বিষয়বস্তু সম্বন্ধে ধারণা করতে পেরেছেন। শীতকাল আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ ঘোরাফেরা করার জন্য। শীতকালে ঘোরাফেরা করে যে মজা পাওয়া যায় সেটা অন্য সময় পাওয়া যায় না। আর শীতের এই সময়ে প্রকৃতি এক অন্যরকম সাজে সেজে ওঠে। সেই সৌন্দর্য ক্যামেরার মাধ্যমে ধারণ করে সেটা পোস্টের মাধ্যমে উপস্থাপন করে সবাইকে দেখার সুযোগ করে দেয়ার জন্যই এই কনটেস্টের আয়োজন করা হয়েছে। অতএব আর দেরি না করে সবাই যার যার ক্যামেরা বা মোবাইল হাতে বের হয়ে যান। আর ক্যামেরাতে ধারণ করুন প্রকৃতির দারুন সব ছবি। আর সেই ছবিগুলো পোস্টের মাধ্যমে তুলে ধরুন।
নির্দেশিকাঃ
- প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
- পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
- কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
- Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
- কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
- পোষ্ট করার পর যদি মনে হয় কোথাও ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুইবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক এডিটেড পোস্ট গ্রহণযোগ্য হবে না।
- অংশগ্রহনের সময়সীমা ২৩ শে নভেম্বর , ২০২৩ সকাল ৯ টা পর্যন্ত (ভারতীয় সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
- আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-48, #winterphoto-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
- ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
- আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির সাবস্ক্রাইবার হতে হবে এবং পোস্টটি রি-স্টিম করতে হবে।
- আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি পোস্টের নীচে কমেন্ট করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পুরস্কারঃ
- প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
- দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
- তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
- চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
- পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
- ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
- সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
- বিশেষ পুরস্কার- ১৫ স্টিম
প্রতিযোগিতার বিচারক মন্ডলীরা:
ID | Designation |
---|---|
@rme | ✠ Founder 🔯 |
@blacks | Co-Founder♛🇮🇳【IND】 |
@rupok | Community Moderator 🇧🇩 |
@kingporos | Community Moderator 🇮🇳 |
@alsarzilsiam | Community Moderator 🇧🇩 |
@tangera | Community Moderator 🇧🇩 |
@ayrinbd | Community Moderator 🇧🇩 |
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আমার অংশগ্রহণ : https://steemit.com/hive-129948/@ripon40/5eiej3-or-or
আমার অংশগ্রহণ
এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু খুবই ভালো লেগেছে আমার কাছে। সুন্দর এই ফটোগ্রাফি প্রতিযোগিতায় অবশ্যই চেষ্টা করবো অংশগ্রহণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে সুন্দর এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
https://steemit.com/hive-129948/@riyadx2/or-or-or-or
প্রতিবারের মতো এবারও দারুণ একটি প্রতিয়োগিতার আয়োজন করা হয়েছে ৷ অনেক ভালো লাগলো এই প্রতিয়োগিতার আয়োজন দেখে ৷ আসলে এমন কিছুর অপেক্ষায় ছিলাম ৷ শীত শুরু হয়ে গেছে আর কুয়াশাছন্ন সকাল গুলো গ্রামে প্রতিদিন দেখা মেলে ৷ সুযোগ হয়ে গেলে সেই দৃশ্য গুলো সবার সাথে শেয়ার করার আর সেই দৃশ্য উপভোগ করার ৷ অসংখ্য ধন্যবাদ প্রিম আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ৷
আশা করি আপনার কাছ থেকে ভালো কিছু ছবি দেখতে পাবো। আপনার কিছু বানানে সমস্যা আছে। সেগুলো ঠিক করে নিন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বর্তমানে গ্রামাঞ্চলে অনেক ভালোই শীত পরেছে, যার কারণে আমাদের প্রকৃতি আরো সুন্দর হয়ে উঠেছে। আশা করছি এই প্রতিযোগিতায় অনেকেই অংশগ্রহণ করবেন এবং আমরা সবাই অনেক চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পারবো। আমিও চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
আপনি তো এখন শহরাঞ্চলে আছেন। গ্রাম ছাড়া শীতের সকালের সৌন্দর্য এতোটা ভালোভাবে বোঝা যায় না। যাইহোক তারপরেও আপনার অংশগ্রহণের অপেক্ষায় রইলাম।
আসলেই এবারে প্রতিযোগিতাটা এরকম কিছু হবে সেটাই আশা করেছিলাম। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ শীতকালে ফটোগ্রাফি করতেই সব থেকে বেশি ভালো লাগে। আর এখন তো শীতকাল শুরু হয়ে গেছে। সবার কাছ থেকে নিশ্চয়ই দারুন সব ফটোগ্রাফি গুলো দেখতে পাবো। আমি নিজেও চেষ্টা করব সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার।
দারুন সব ফটোগ্রাফি পোস্ট দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছি। আশাকরি সবাই চমৎকার সব ছবি সম্বলিত পোস্ট করবেন।
শীতকাল মানেই প্রকৃতির নতুন সাজ। আর শীতের প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। একেবারে সময়োপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করছি সবাই তাদের সেরা ফটোগ্রাফি গুলো উপস্থাপন করবে। দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
ফটোগ্রাফি করতে আমার কাছে বরাবরের মতোই ভালো লাগে। তবে শীতকালের কুয়াশা ঘন সকালে উঠে ফটোগ্রাফি করার মজাটাই আলাদা। তবে ভোরবেলা এই ঘন কুয়াশার মাঝে শীত খেতে হবে হাহাহা। যাই হোক এবারে অনেক প্রতিযোগী দেখব আশা করি। আর আমি নিজেও চেষ্টা করব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।