স্টিম পাওয়ার আপ এবং হিরোইজমে ডেলিগেশন। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


বেশ কিছুদিন হল আমি কোন পাওয়ার আপ করিনি আলাদাভাবে। তবে দেখছিলাম কমিউনিটিতে অনেকেই পাওয়ার আপ করছে। এটা দেখে খুবই ভালো লাগছিলো। পাওয়ার আপ আসলে খুবই জরুরি একটি বিষয়। পাওয়ার আপ করার উদ্দেশ্য হলো স্বনির্ভর হওয়া। পাওয়ার আপ করার মাধ্যমে নিজে স্বনির্ভর হওয়া যায় এবং এটা পুরো স্টিমিট প্ল্যাটফর্মের জন্য অনেক ভালো একটা ব্যাপার।


আমি কয়েক মাস আগে একবারে ৫০০ স্টিম পাওয়ার আপ করেছিলাম। সেজন্য গত বেশ কিছুদিন আর পাওয়ার আপ করা হয়নি। তাছাড়া আমার টার্গেট ছিল এই বছরের শেষে স্টিম পাওয়ার ন্যূনতম ১০০০ বানানো। সে টার্গেট আমার ইতিমধ্যেই পূরণ হয়ে গিয়েছে। তারপরও সবার দেখাদেখি আমিও অল্প কিছু পাওয়ার আপ করলাম।

আমি শুধু পাওয়ার আপ করেই থেমে নেই। আমি ৫০ স্টিম পাওয়ার আপ করেছি। আর হিরোইজম এ ১০০ ডেলিগেশন করেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আগে থেকে চিন্তা করছিলাম হেরোইজম এ আমার ডেলিগেশন আরো কিছু বাড়াবো। পাওয়ার আপ করার পর আমি অভ্যাস মতো জেনারেল ডিসকাশনে গিয়েছিলাম। গিয়ে দেখি হিরোইজমে এক লক্ষ স্টিম পাওয়ার পূর্ণ হতে আর মাত্র ৩০০ স্টিম লাগবে। এই মেসেজ দেখার সাথে সাথে দেখি দুজন ১০০ করে স্টিম ডেলিগেশন করেছে। তারপর হাফিজ ভাইয়ের আর একটা মেসেজ দেখলাম। তিনি তখন দিয়েছেন আর মাত্র ১০০ স্টিম পাওয়ার লাগবে এক লক্ষ পূর্ণ হতে। এই মেসেজটি দেখার সাথে সাথে আমি ১০০ স্টিম পাওয়ার হিরোইজমে ডেলিগেশন করলাম।

কিছুক্ষণ পরে দেখি অ্যানাউন্সমেন্ট এসেছে হিরোইজম এর এক লক্ষ স্টিম পাওয়ার পূর্ণ হয়েছে। দেখে খুবই ভালো লাগছিল। কারন আমরা অনেকদিন থেকেই এটার অপেক্ষা করছিলাম। আর এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত হয়েছি। তো চলুন আপনাদের সাথে পুরো প্রচেষ্টা শেয়ার করি।

পাওয়ার আপ প্রসেস

প্রথম ধাপ

পাওয়ার আপ করার আগে আমার স্টিম পাওয়ার ছিল ১১৩০।

IMG_20211122_142813.jpg

দ্বিতীয় ধাপ

IMG_20211122_142831.jpg

তৃতীয় ধাপ

IMG_20211122_142850.jpg

চতুর্থ ধাপ

IMG_20211122_142913.jpg

এখন হিরোইজমে ডেলিগেশন করার প্রসেস।

আমি সব সময় স্টিম ওয়ার্ল্ড ব্যবহার করে থাকি ডেলিগেশন করার জন্য। আমার কাছে এটাই সবচাইতে সহজ মনে হয়।

প্রথম ধাপ

IMG_20211122_143047.jpg

দ্বিতীয় ধাপ

IMG_20211122_150517.jpg

তৃতীয় ধাপ

IMG_20211122_143102.jpg

চতুর্থ ধাপ

IMG_20211122_143124.jpg

আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের উদ্দেশ্যে আমি শুধু একটি কথাই বলতে চাই। আসুন আমরা সবাই পাওয়ার আপ করি এবং হেরোইজম এ ডেলিগেশন করি। এর মাধ্যমে আমরা নিজেরা স্বনির্ভর হতে পারব এবং নিরাপত্তা পাবো। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok


Polish_20211012_184119287.jpg

আমি রূপক। আমি একজন বাংলাদেশী। আমি বাঙালি। আমি বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।

Sort:  

অনেক ভালো লাগলো আপনার পাওয়ার আপ দেখে ভাইয়া। আসলে পাওয়ার আপ করা আমাদের সবার পক্ষে জরুরী। এখানে আমরা দীর্ঘ সময় কাজ করতে এসেছি। আমাদের জায়গাটা শক্ত করে নিতে হবে পাওয়ার আপ মাধ্যমে। খুব শীঘ্রই আমিও পাওয়ার আপ করব।

ধন্যবাদ আপনাকে।

আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

পাওয়ার বৃদ্ধি করা মনেই নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি একটি বড় এমাউন্ট স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আপনার পাওয়ার বৃদ্ধি কে সাদুবাদ জানাই। ইনশাআল্লাহ আমার ও আশা আছে পাওয়ার বৃদ্ধি করে হিরোইজমে ডেলিগেশন করার। আশা করছি আপনি খুব শিঘ্যরই আপনার লক্ষে যতে পারবেন।
শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

স্টিম পাওয়ার আপ আমাদের কে এগিয়ে নিতে অনেক ভূমিকা রাখে। স্টিমিট কে টিকিয়ে রাখার জন্য এটার গুরুত্ব অপরিসীম ধন্যবাদ অনেকটা স্টিম পাওয়ার আপ করেছেন এবং তা শেয়ার করেছেন এগিয়ে যান এভাবেই।

ধন্যবাদ আপনাকে ভাই।

🙏🇻🇪🤗👍

[WhereIn Android] (http://www.wherein.io)

 3 years ago 

অসাধারণ একটা শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। ব্রাউজার এ গিয়ে স্টিম ওয়ার্ল্ডের সাথে আপনার ইউজারনেম কিভাবে দিবেন এটি দেখালে নতুনদের জন্য আরও বেশি সুবিধা হত। যাই হোক সব মিলিয়ে অনেক সুন্দর একটি পোস্ট ছিল, অনেক নিখুত ভাবে গুছিয়ে ধাপে ধাপে আমাদের মাঝে পাওয়ার অফ এবং ডেলিগেট সিস্টেমটি বুঝিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

হ্যাঁ ভাইয়া এটা সত্যি যে পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের উচিত বেশি বেশি পাওয়ার আপ করা আর সত্যিই আপনি পাওয়ার আপ করলেন। আপনাকে দেখে অনুপ্রাণিত হলাম। আমরা যারা নতুন আছি তারা আরো পাওয়ার আপ করতে আগ্রহী হব।আপনারা ইস্টিমিট প্লাটফর্মে এগিয়ে যেতে সাহায্য করবে আর আমরা পাওয়ার আপ কে ভালবাসি। সত্যি কথা বলতে ছোট ছোট বালুকণা একদিন বিশাল মরুভূমিতে পরিণত হবে। এটাই কামনা করি আপনি যেন ভালোভাবে কাজ করতে পারেন। আপনার প্রতি দোয়া ও ভালোবাসা রইলো ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি অনেক সুন্দর করে আপনার পাওয়ার আপের পোস্ট আমাদের উপহার দিয়েছেন। এবং আপনার লক্ষ্য আপনি পৌঁছে গেছেন সঠিক সময়ের আগেই। এবং কি আমাদের হিরোরিজম এ 1 লক্ষ পাওয়ারাপস পূর্ণ হওয়ার 100 বাকি থাকা অবস্থায় হাফিজুল ভাই যে মেসেজটি দিয়েছিল ওই সময় আমি উপস্থিত ছিলাম। এবং কি ওই সময়টা অনেক উত্তেজনাপূর্ণ ছিল এমনকি অনেক আনন্দের। এমনকি সেই সময়টার কথা আমার এখনও মনে পড়ছে মনে হচ্ছে ডিস্কোডে যেন তুফান উঠে গেল। সবাই এত খুশি এত আনন্দ যা বলার মতো ছিল না। সবাই যে যার মতো আনন্দ উপভোগ করল আর সেই আনন্দের বড় ভূমিকা রেখেছেন আপনি। আপনার এই ভূমিকায় সবাই আপনার প্রতি চির কৃতজ্ঞ। আপনার এত সুন্দর পোস্ট আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া,পাওয়ার আপ করা খুবই জরুরী। পাওয়ার আপ করলে স্বনির্ভর হওয়া যায়। তবে ভাইয়া, আমি নতুন আসার পর থেকে এখনো পাওয়ার আপ করিনি। তবে সবাই পাওয়ার আপ করছে দেখে আমার নিজের পাওয়ার পোস্ট করার ইচ্ছে হচ্ছে। আমি ও একটা পাওয়ার আপ পোস্ট করব। হিরোইজমে কিভাবে
ডেলিগেশন করতে হয় সেটা জানি না।তবে ভাইয়া, আপনার এই পোস্টটি দেখে আমি খুবই উপকৃত হয়েছি। আমি একজন সাধারণ ইউজার হিসেবে কিছু
স্টিমডেলিগেশন করবো। ভাইয়া, আপনার এই পোস্টটি আমি শেয়ার করে রেখেদিলাম যখনই আমি ডেলিগেশন করব আপনার এই পোস্ট দেখে করতে পারবো।ধন্যবাদ, ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

আপনার কাজে লাগলো শুনে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনার স্টিম পাওয়ার বৃদ্ধির পদ্ধতি দেখে আমার খুবই ভালো লেগেছে। ভাইয়া আপনার পাওয়ার বৃদ্ধি দেখে আমি অনেক উৎসাহী হয়ে হয়েছি পাওয়ার বৃদ্ধি করার জন্য। আগামীতে ইনশাল্লাহ আমিও আপনার মত পাওয়ার বৃদ্ধি করতে পারব বলে মনে করি। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বাহ,আপনি দারুণ ভাবে এগিয়ে যাচ্ছেন ভাইয়া।তাছাড়া আপনার প্রথম টার্গেট পূরণ হয়েছে জেনে ভালো লাগলো।আশা করি, আপনার দ্বিতীয় টার্গেটটিও খুব তাড়াতাড়ি সফল হবে।আমি ও পাওয়ার আপ করতে ভালোবাসি।ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96057.69
ETH 3426.74
SBD 1.53