You are viewing a single comment's thread from:

RE: জাহাজের গুপ্তধন-২

আজকের পর্বটা কিন্তু বেশ উত্তেজনার ভিতর দিয়ে গেল। আর গল্পটা বাংলাদেশের কিছুদিন আগে রিলিজ পাওয়া চঞ্চল চৌধুরী অভিনীত "হাওয়া" সিনেমার মতো এই পর্বের কিছু অংশ লাগলো। কারণ সেখানে মেয়ে জালে আটকা পড়েছিল, আর এখানে একটা ছেলে। আমার তো মনে হচ্ছে এই ছেলেই গুপ্তধনের সন্ধান দেবে। যাইহোক সত্যিই খুব ভালো লাগছিল পড়তে। আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

Sort:  
 last year 

অনেকটা ওভাবেই আগাচ্ছে। কিন্তু প্লট আলাদা দাদা। ধন্যবাদ দাদা উৎসাহিত করার জন্য।

আমি জানি এটা আলাদা হবে। কারণ হাওয়া মুভি অনেকেই দেখেছে। ওটার কনসেপ্ট সবার মোটামুটি মুখস্ত। তবে গল্পটা পড়তে কিন্তু আমি খুব আগ্রহ অনুভব করছি। আশা করি গল্পটা অনেক সুন্দর করে সাজিয়ে লিখবেন। এ ধরনের গল্প আমি পড়তে খুব পছন্দ করি।

 last year 

এমন উৎসাহ পেলে তো অবশ্যই লিখতে হবে ভালভাবে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 95882.33
ETH 3347.19
USDT 1.00
SBD 3.21